পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5)-------------------------- f*Iss-efoot --------------------- 回 করিবার জন্ত হজরত মুহম্মদের জন্মভূমি মক্কানগরীতে সমাধিভূমি মদিনাতে তীর্থযাত্রা করিয়া থাকে। গমন কবেন । মক্কা ও মদিন৷ এই সংর দুইটি আরব দেশের পশ্চিমভাগে অবস্থিত। মদিন। সচ্ছরে হজরত মুহম্মদের সমাধি-মন্দিব অবস্থিত। মক্কা ও মদিন এ দুইটি লছরই হেজাজরাজ্য মধ্যে অবস্থিত। মক্কাযাত্রীরা সমুদ্রপথে জিদা (Jidua) বন্দর হইয়া भक्रा पारेग्रा c•ोप्झन। আরব দেশে হেজাজ, তেহামা, ইমেন, নেজ দ্র এই কয়টি প্রধান ভাগে বিভক্ত ৷ নেজদ আরবের বিস্তৃত মরুভূমির মধ্যে অবস্থিত। এখানকার .মরূস্থান জগদ্বিপাত ও বহু কুপম্বারা শোভিত এবং হমিষ্ট জলদ্বীপ। পরিপুণ । মারলের লোকদের এখন অধিকাংশ তীর্থ-স্বাত্রী भजिमrग्न গমন করিয়া থাকেন । মক্কা একটি বালুকাময় উপত্যকার মধ্যে অবস্থিত ইহার চারিদিকে অনেকগুলি ছোট ছোট পাহাড় আছে। এখানকার অধিকাংশ বাড়ী প্রস্তরনিৰ্ম্মিত এবং রাস্তাঘাট বেশ প্রশস্ত। যাত্রীদের থাকিবার জন্য অনেক বাড়ী পাওয়া যায়। স্নান করিবার জন্য এখানে অনেক গুলি হাম্মাম বা স্নানাগার অাছে। এখানে ধাৰ্ম্মিক যাত্ৰীগণেব দেখিবার উপযুক্ত অনেক গুলি স্থান আছে। তাছার মধ্যে কালানামক পরম পশিল স্থানই বিশেষ উল্লেখযোগ্য। এই কাৰাম রেলপথে - l_ -1. r-ү - - -

      • * -

আরবের উষ্ট্রের পিঠে চড়িয়া মরুভূমি পার হইতেছে সংগ-আসওয়াদ নামক একটি কৃষ্ণ শিপা আছে— কাছে উল্প অতান্ত জীৰ । ই ছাবা ইহার পিঠে চড়িয়া মকত্ত্বমি উত্তীণ হয়। এজন্য উঠুকে মরুভূমির জাহাজ বলে। উষ্ট্রের দুধ, উষ্ট্রের মাংস ইহাদের অত্যন্ত প্রিয়। এদেশের সকলের চেয়ে উচু পাহাড়ের উচ্চ স্থা হইতেছে, ৯,• • • হইতে ১৪,• • • ফিট । জিদদা, মক্কা, মদিন, মোচ্চা, মস্কট, রিয়াদ , নেজদের রাজধানী) এই কয়টি হইতেছে আবাব দেশের প্রধান সংর ও বন্দর। জিন্দা মক্কার বন্দর কেননা, এই পথেই মক্কা-গাত্রী মুসলমানেরা যাতায়াত করেন। প্রতিবৎসর লক্ষ লক্ষ লোক হজরত মুহম্মদের জন্মভূমি মক্কানগরীতে এবং তাeার Վ,ԳԿ, ঘাত্রিগণ উছাকে চুম্বন বা স্পর্শ করিয়া কাবাল চতুর্দিকে পরিভ্রমণ করেন। এই কৃষ্ণ শিলার উপরে কত ভক্তের অশ্রুধারা পতিত হইতেছে-কত পবিত্র স্থতি, ধৰ্ম্মপ্রাণ মুসলমান তীর্থযাত্রীর প্রাণে আনন্দধারা বর্ষণ করে। ইহা ভিন্ন এখানে জমজম্। নামক একটি কুপ আছে। ইহার জল অতি পবিত্র। আরবদেশে বৃষ্টি প্লায় হয় না। লোহিত সাগরের তীরবর্তী স্থানে অত্যন্ত গ্রীষ্ম অনুভূত হয়। আবার মরুভূমি অঞ্চলে দিনের বেলা যেমন গরম বোধ হয়, রাত্রিতে তেমনি অত্যধিক শীত পড়িয়া পাকে ।