পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-------------- শিশু-ভগন্নভী


নেকড়ে বাঘ ও গাধা তিববতের গল্প [ তিববত দেশের গল্প ও কাহিনী বেশীর ভাগই ভারতবর্ষের সংস্থত সাহিত্যের অনুবাদ। যে সকল রূপকথা প্রচলিত আছে, তাহার সহিতও ভারতবর্ষের প্রচলিত রূপকথার আশ্চর্যারূপ ঐক্য রহিয়াছে।] সে সত্যিকালের কথা--তখন পশু-পক্ষীরা ও মাতুসের মত কপা বলিতে পারিত। একদিন এক পাহাড়ের গায়ে, এক নেকড়ে বাঘের সঙ্গে মস্ত বড় একটা গাধার দেখা হইল। গাধাটিকে দেখিয়া, তাহাকে মারিয়া খাইয়া ফেলিপার লোভটা যদি ৪ নেকড়ে বাদের মনে বেশ ভাল করিয়াই জাগিয়া উঠিয়াছিল, তবু কি জানি কেন, গাপার সেহ বিকট নেকড়ে বাঘের সঙ্গে গাধার দেখা হুইল চীৎকার শুনিয়া ও বেশ সাহস দেখিয়। নেকড়ে বাঘ গাধার সঙ্গে বন্ধুত্ব করিল। কথা রইল যে, নেকড়ে যখন শিকারের গোজে বাহির হইবে, গাধা তখন দিবে, তাহার গুহা-ঘরে পাহারা । আপদে-বিপদে উভয়ে উভয়কে সাহায্য করিবে । একদিন নেকড়ে শিকারের খোজে বাহির হইয়াছে, তাহার বিকট চীৎকারে, বনের জন্তুরা সব ভয়ে ভয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করিতেছে, হঠাৎ একটা বড় রকমের চমরী ষাড় একটা পাহাড়ের কোল হইতে নীচে খডের মধ্যে পড়িয়া গেল । বেচারা নেকড়ে বাঘের ভয়ে পলাইতে যাইয়া এই ভাবে প্রাণ হারাইল । গাধা দেখিল, এই একটা মস্ত সুযোগ ; সে তাড়াতাড়ি চমরী গরুটার কাছে যাইয়া দিয়া সারা গায়ে রক্ত মাখাইল এবং


নিজেল জিহ্বাটাও করিয়া ফেলিল একেবারে রক্তে রাঙা । নেকড়ে ফিরিয়া আপিলে খুব চীৎকার করিয়া বলিল, বন্ধু, এ পথ দিয়ে চমরী | চমরী শাড় খন্ডের মধ্যে পড়িয়া গেল ঘাড়টা যাচ্ছিল, আমি মেরে ফেলেছি। হ'ছাতে মেকড়ে খুব খুসি হইয়া পলিল—ঠিক কথা— তুমি সাবাস জোয়ান বটে। আমরা দুইজনেই ছুইজনকে আপদে-বিপদে ও শিকারের ব্যাপারে সাহায্য করিব । - একদিন গাধ অনেক দূরে একটা দূর পাহাড়ের কোলে মস্ত বড় মাঠ,-=সেখানে চরিতে গেল । সে ত মাঠ নয়—যেন সব জী বাগান, এমনি সবুজ সুন্দর ঘাসে সে মাঠটি ভরা। সেখানে আর অন্য কোন জন্তুজানোয়ার ছিল না। কাজেই, গাধা বেশ পেট ভরিয়া ঘাস খাইয়া চীৎকার করিতে স্বরু করিয়া দিল, তার ভয় হইয়াছিল, কি জানি বাপু, এখানে এক পড়িয়া আছি—যদি বাঘ-ভালুক আসিয়া হানা দেয় তাহ হইলে যে প্রাণ হারাইতে হইবে। নেকড়ে বাঘ দূর হইতে গাধার ডাক শুনিয়া ভাবিল—নিশ্চয়ই ס"סט