পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজী ভাষার উৎপত্তি একথা তোমরা সকলেই জান যে, আমাদের হিন্দুজাতির মত ইংরাজ জাতিরও উৎপত্তি আৰ্য বংশ হইতে । অনেকের মতে পুৰাকালে হালোর মধ্য এশিয়ায় বাস করিত। কালক্রমে তাঙ্গাদের দল পুষ্ট হওয়ায় তাহারা ঐ সঙ্গীর্ণ স্থান পরিত্যাগ করিয়৷ বিভিন্ন দেশে যাত্র করে । তাহাদের একদল ভারতবসে আইসে– উefরাই ভারতীয় হিন্দু বা আর্য্যজাতি । কিন্তু ভারতবর্ষে আসিবার পূৰ্ব্বে ঐ দল আবার দুই ভাগে বিভক্ত হইয়া যায়— একটি ভাগ পাবস্তাভিমুখে যাত্রা করে এবং তাহারা ইরানায়ান (পারসিক) নামে অভিহিত হয়। আয্যদের মধ্যে যাহারা ইউরোপে যাত্রা করে, তাহারা সাধারণত: তিন দলে বিভক্ত হইয়া পড়ে। একটি দল প্রাচীন গ্ৰীসদেশে যাইয়। উপনিবেশ স্থাপন করে, তাহারাষ্ট বিখ্যাত গ্রীকৃজাতি। আর একটি দল ইটালীতে উপস্থিত হয়—তাহারা রোমান বা রেমক্‌ নামে বিখ্যাত। কিন্তু তৃতীয় দলটি গ্রাস বা ইটালী দেশের দিকে ন। যাইয়া বৰ্ত্তমানে আমরা যাহাকে জাৰ্ম্মাণী বলি, সেই দেশে উপনিবেশ স্থাপন করে —উছারাই দুদ্ধৰ্ষ টিউটন জাতি। এই টিউটন জাতি আবার কালੰ নানা দলে বিভক্ত ----- হইয় পড়ে। তন্মধ্যে যাহাদিগক্ষে Angle (এঙ্গল) জাতি ও Saxon (স্যাক্সন) জাতি বলা হয় তাহার। খৃষ্টীয় পঞ্চম শতাব্দীতে সমুদ্রপারস্থিত ত্রিটানিয়া দেশ জয় করিয়া সেইখানেই বসবাস করিতে থাকে। এই ৷ এগল ( Angle ) জাতির নাম অনুসারে ব্রিটানিযার নাম পরিবর্তিত হইয়া ইংল্যাণ্ড অর্থাৎ এঙ্গলদের দেশ (Angles' land —land of the Angles) atta offs: হয় এবং আজ পর্য্যন্ত ঐ দেশের নাম ইংল্যাণ্ড রহিয়া গিয়াছে। পূৰ্ব্বে যাহা বলিয়াছি তাহা হইতে তোমরা বোধ হয় বুঝিতে পারিয়াছ যে, হিন্দু জাতি এবং ইংরাজ জাতি এক সময় একই দেশে বাস করিত । যখন তাহার। একদেশে অর্থাৎ মধ্য এশিয়ায় বাস করিত তখন তাহদের ভাষাও ছিল এক। উহার নাম প্রাচীন আৰ্য্যভাষা। অধুনা ঐ ভাষা বিলুগু ( অনেকে আমাদের বেদের ভাষাকে প্রাচীন আৰ্য্যভাষা বলিয়া পরিচিত করিতে চাহেন)। এখন কিন্তু ইংরাজী ভাষার সঙ্গে সংস্থত ভাষার বা বাঙ্গালী ভাষার সাদৃশু జీవి