পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- - =ि-थ्sपछानूत्वप्छो ہممممممنام محمج۔ ভাষা কিরূপে প্রসিদ্ধি লাভ করিল এবং কিরূপে সরল প্রাঞ্জল হইল, তাহারই আলোচনা করিব। সংস্থত ভাষাতে যেমন বিভক্তির ছাড়াছড়ি দেখিতে পাও, আদিম ইংরাজী ভাষাও ঐরূপ বিভক্তিবহুল ছিল, এবং সংস্কৃতের মত উহ। শিক্ষা করাও একরূপ হরহ ব্যাপার বলিয়া পরিগণিত হইত। রাজা আলফ্রেড (Alfred)-এর সময়ের ইংরাজী তোমরা বুঝিতেই পরিবে না। আলফ্রেড প্রধান কারণ, সময়ের পরিবর্তনের সঙ্গে ভাষারও পরিবর্তন হয়। সংস্থত ভাষা জীবিত থাকিলে তাহাতেও এইরূপ পরিবর্তন ঘটিত। ফরাসী জাতিরা যখন ইংল্যাণ্ডে বাস করিতে লাগিল এবং ইংরাজী ভাষাকে মাতৃভাষা বলিয়া গ্রহণ করিল, তখন ইংরাজী শিখিবার পক্ষে এই বিভক্তিগুলি হইল তাহাদের প্রধান আস্তরায়, সুতরাং এই সময়ে কিছু কিছু বিভক্তি উঠিয়া গেল । এইরূপে একটু একটু করিয়া আজ ইংরাজী ভাষাতে বিভক্তি লোপ পাইয়াছে। শুধু 's, এবং বহুবচনে প্রকাশ করিবার s ভিন্ন noun-এ অন্য কোন বিভক্তি নাই । চতুর্দশ শতাব্দীর ইংরাজী ভাষা আলোচনা করিলে আমরা তিনটি কথিত ভাষা ( dia به همه- جم-حه حمامه-E ם צוי lects) cafotos oii* i , Southern English dialect, Northern English dialect ast Midland English dialect siè fęrf$# rz*] Midland English dialectই কালক্রমে সাহিত্যিক ভাষা (Literary English) oil figtä ইহার প্রধান কারণ, ইংল্যাণ্ডের দুইটি চসার প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড (Oxford) e consoo (Cambridge) Jीक९ ইংল্যাণ্ডের রাজধানী লণ্ডন সহরে এই ভাষার চলন ছিল। রাজধানীর ভাষা বলিয়। বড় বড় লেখকের এই ভাষাতেই কাব্য লিখিতেন। ইংল্যাণ্ডের বিখ্যাত কবি চসার (Chaucer) এই ভাষাতেই তাহার কবিতাগুলি রচনা করেন। চসার-এর পর হইতে সমস্ত ইংরাজ লেখকেরাই এই ভাষার প্রাধান্য স্বীকার করেন। যে কারণে কলিকাতার ভাষা লিখিত বাঙ্গালা ভাষা বলিয়া পরিগণিত হইয়াছে, সেই কারণে * Midland dialect šostzsä fifts ভাষা অর্থাৎ সাহিত্যিক ভাষা ( Literary English) **ņi htştsạtzş -