পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

帐→→+→→→→→→→→→→ Ef司乙°司空t° --- ভারতের প্রাচীন স্থাপত্যের বিষয় আলো- মুঘল-যুগের স্থাপত্য-কলা। এ-সম্বন্ধে পরে চনা করিতে কইলে আমাদের দেশের প্রাচীন ইতিহাসের বিষয় জানা - বিশেম দরকার । এক এক যুগে স্থাপত্য এক একটি বিশেয অাদশে গড়িয়া উঠিযাছিল। প্রধানত: ●「勢国 দুইটি ধাবা আমবা দেপিতে পাই । একটি হইতেছে ভারতীয় ( উত্তর ও দক্ষিণ ভাবsের ) স্থাপ তা এবং অপপটি কাশ্মীর নারাস্থানের প্রাচীন গান্ধীর ধরণের মন্দির আমরা লিশেষভালে আলোচন৷ করিব। গ্রীকুরীর আলেকসান্দেব গ্ৰাস দেশ হইতে সদলবলে আসিয়া যগণ কাশ্মীর ও উত্তর পাঞ্জাব জয় করিয়াছিলেন, তখন র্তাহাব অনুচরদের মধ্যে সাহাবা এষ্ট সল প্রদেশে (কাশ্মীব তঞ্চলে) স্থায়ীভালে বসবাস কবিয়াছিলেন. ষ্টাচাদেৰ গড় কিছু স্থাপ *া ও শিল্পের পরিচয় ক্ষশিলার প্রাচীন ভগ্নাল শেখের মপো পাওয়া গিয়াছে । এই গ্ৰীক প্র ভাল বা প্রেরণার বলেই ভাবতের শিল্পপ্রাণ জাগিয়া উঠিয়ছিল বলিয়া একদল ইউরোপীয় ঐতিহাসিক গবেষণা করিয়া থাকেন। কিন্তু সম্প্রতি ভাবতেব অতি প্রাচীন কীৰ্ত্তি মোহেন-জো দাড়োর আবিষ্কারের পর সে-কথা কেহ আর বলিবেন না—বলিলেও কেই-বা বিশ্বাস করিবে ? এ-সম্বন্ধে তৃতীয় ংখ্যা শিশু-ভারতীতে বিশদভাবে কাশ্মীর পায়ারের প্রাচীন গান্ধ" ধরণের মন্দির আলোচিত হইয়াছে । অনুসন্ধিৎসু

  • ?