পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छोञ्;ष्डव्=वाटञ्प শিলার উপরে এক দেবী বসিয়া আছেন। তিনি কোনে কারণে ক্রদ্ধ হইয়া আমাকে অভিশাপ দিতেছেন ও কাদিতেছেন। বন্ধু, বলিব কি, আমি আমার অন্তরের পটে যেন তাঙ্কাকে এখনো দেখিতে পাইতেছি। এই বলিয়। জীমূতবাহন নানাবর্ণের গেরু মাটি দিয়া সেই চন্দ্রমণি শিলার উপবে এক নারী-চিত্র অঙ্কিত করিলেন। আত্রেী আশ্চৰ্গা ইয়। বলিলেন, দেবী-মন্দিরে ভূমি যে-দেবীকে দেখিয়াছিলে, তাছার মুখভাব ও বেশবিন্যাসের সহিত তোমার অ'ক এই চিত্রের যে আশ্চৰ্যারূপ মিল রচিয়াছে, বন্ধু । এই বলিয়। আত্ৰেয়ী হালিতে হাসিতে জীমূতবাহনের মুখের দিকে ১ছিল। জীমূতবাহনও আত্রেয়ীর দিকে চাহিয়া হাসিলেন। বেলা প্রায় শেষ কষ্টয়া আসিয়াছে। মিত্রাবস্তু পিতার আদেশে মলয় বর্তীর সহিত বিবাহের কথাবাৰ্ত্ত কষ্টিবীর জন্ম জীমূতবাহনের মপ্লেষণে সেইদিকে আসিতে লাগিলেন। মিত্রাবস্থকে দেখিয়া আত্ৰেী কদলীপক দিয়া সেই পাথরে অ’া কা ছবিখানি ঢাকিয় ফেলিল । মিরবিমু জীমূতবাহনকে যথোচিত সমাদর করিয়া বলিলেন, আমার পিতা বিশ্বাবস্ব সিদ্ধরাজ বংশের প্রাণস্বরূপ তাচার কন্যা মলয় বর্তীকে আপনার ফস্তে সমর্পণ করিতে ইচ্ছা করেন। অনুগ্রহ পূৰ্ব্বক আপনি অীমার পিতার এত বাসনা পুর্ণ কৰুন। আত্ৰেয়ী মিত্রাবস্থকে বলিল, এ সম্বন্ধ অতিশয় গৌরবের, কিন্তু সখার সন্মতি কি শোভন হুইবে ? আপনি ই হার পিতামাতার নিকট এই প্রস্তাব করুন, श्रापtद्र f१थtन, ऊँtध्tप्रt uई #tघा नशक *ौ कtद्र করিবেন। এই কথা শুনিয়া মিত্রাবক্ষ যথোচিত অভিবাদন করিয়া তথা হইতে প্রস্থান করিলেন। দুই বন্ধুতে নানা কথা হইল। পুৰ্ব্বরাত্রির দেখা স্বপ্নের সহিত আজ-কার এই ব্যাপারের আশ্চৰ্য্য মিললে বিধাতার শুভ সঙ্কেত অনুভব করিয়া দুই বন্ধু অত্যন্ত আনন্দিত হইলেন এবং নানা কৌতুককর গল্প করিতে করিতে লতাকুঞ্জ হইতে বাহির হইয়া গেলেন। झङ्कब्लिक गर्छौं भगप्रबर्डीब्र गश्डि बाश्द्रि श्हेब्र চক্ৰ মণি শিলার উপর কলাপাতায়-ঢাকা সেই ছবি দেখিতে লাগিল। মলয়ৰতী শিলাতলে আপনারই ছবি দেখিয়া লজ্জিত ও প্রসন্ন হইয়া উঠিলেন । এই সময়ে এক দাগী আসিয়া রাজকুমারীকে বলিল, মহারাজ আপনাকে শীঘ্র প্রাসাদে আহবান করিয়াছেন । ইহা শুনিয়া রাজকুমারী রাজ-প্রাসাদের দিকে অগ্রসর হইবেন। সেই রাত্রিতেই মহাসমারোহে মলয়ৰতীর नश्डि खौभूठदाझ्टनब्र विदाश् श्प्रl८शन । ve) একদিন জীমূতবাহন, মিত্রাবস্থর সহিত সমুদ্রতীরে ভ্রমণ করিতেছিলেন ; সমুদ্রে জোয়ার আলিবার সময় रु३ग्राtझ् । गभूजउँो८ग्न ८यभाप्न ८छाम्नाप्द्रग्न नमग्न जग আসে, সে-পথ ছাড়িয়া দিয়া পৰ্ব্বতশিখরের নিকটস্থ রাস্তা দিয়া চলিতে চলিতে জীমূতবাহন মিত্রাবস্তুকে বলিলেন, দেগ, শরতের শ্বেত মেঘে মলয় পৰ্ব্বতের চুড়া হিমগিরির শোভা ধারণ করিয়াছে ! মিত্রাবম বলিলেন, ইহা মলয় পৰ্ব্বতের চূড়া নহে --ইঙ্কা নাগগণের অস্থিরাশি । ইহ শুনিয়া জীমূতবাহন আশ্চর্যা হইয়া বলিলেন, এ ককালে এত নাগের মৃত্যু হইল কিরূপে ? মিত্রাবস্থ বলিলেন, কোনো সময়ে গরুড় কুপিত হইয়ু সমস্ত সপক্ষে নাশ করিবার ইচ্ছা করিয়াছিলেন তাহাতে নাগরাজ বাস্থ কী এই নিয়ম করেন যে, গ *:ড়র খাদ্যের জয় প্রতিদিন এক নাগ, নাগলোক হইতে সমুদ্র তটে যাইবে। সেই দিন হইতে প্রতিদিন এক একটি নাগ এখানে আসে ও গরুড় সেই নাগটিকে থাইয়া ফেলে। সৰ্পগণের সেই অস্থি রাশি পুঞ্জিত হইয়া পৰ্ব্বতের মত দেখাইতেছে । এই কথা শুনিয়া নাগগণের দুঃখে জীমূতবাeন অত্যন্ত আকুল হইয়া উঠিলেন এবং কিরূপে নাগकूcणब्र ७३ वि°न नूद्र कब्र याब्र, ठाशद्र sिढाप्र भय হইলেন । এই সময়ে সুনন্দ আসিয়া মিত্রাবস্ককে প্রাসাদে ফিরিবার জন্ত রাজার আদেশ জানাইল । মিত্রাবস্ক, জীমূতবাহনকে লইয়। রাজপ্রাসাদে ফিরিবার ইচ্ছা করিলেন, কিন্তু জীমূতবাহন ৰলিলেন, আমি সমুদ্রতটে একটু বেড়াইয়া এখনি রাজপ্রাসাদে ফিরিব। এই কথা শুনিয়া মিত্রাবস্থ মুনন্দের সহিত চলিয়া অলিলেন । জীমূতবাহন সমুদ্রের তটে আসিয়া শুনিতে পাইলেন কে যেন আৰ্ত্তম্বরে বলিতেছে—হা পুত্র শঙ্খচূড় ! আমি আজ তোমার এই দশা কেমন করিয়া দেখিব ? ইছা শুনিয়া জীমূতবাহন চকিত হইয়া উঠিলেন। ঐ त्रक ८को८न। नोबैो क% झ्हेप्ड वाश्द्रि झइएउप्क्क अम्लমান করিয়া তিনি ঐ শব্দের অনুসরণ করিয়া চলিতে লাগিলেন। জীমূতবাহন একটু অগ্রসর হইয়া দেখি