পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- শিশু-জ্ঞানুল্লতী সময় পোপ হঠাৎ মারা যান। কাজেই, চীনসমাটেল নিকট যাত্র। করিতে দেরী হইয় গেল । তাহীদের দ্বিতীয যাত্রীয় আমাকে সঙ্গে লওয়৷ আমার মনে হয়, পৃথিবীর মধ্যে এমন সুন্দর সহর আর নাই । ভেনিসের মত সহরটির চারিদিকে জল। কাজেই, ইহাতে প্রায় বারে হাজার পাপরের সেতু ছিল। আর সেতুগুলি এত নীচ দিয়া অনায়ালে একটি জাহাজ যাতায়াত করিতে পারিত । বণিকেরা এত ধনী যে, তাহ বলিয়া বোঝান ধায় না । এদেশের মেয়ের আশ্চর্য্য সুন্দলী। এদেশের লোকের সব পুতুল পূজা কলিত । কাগজেব', টাকাল প্রচলনা এ Cat-i 3 of E 1 or ওমজি নগরে মার্কো পোলোর অবতরণ ল। আমার আনন্দের আর সীমা রহিল না । আমাদিগকে আৰ্ম্মেণিয়া ও পারস্তের মধ্য দিয়া যাইতে হইয়াছিল। নানা কারণে চীনসমাটেপ দরবাবে পৌছিতে আমাদের প্রায় সাড়ে তিন বৎসব দেরা হইয়া গেল। কিরমামেব পাথরের খনি, অত্যন্ত দ্রুতগামী ঘোড়া, প্রকাণ্ড বড় দুধের মত সাদা ম'rড, আশ্চর্য নূতন পার্থী, দামী পাথর, লোকজনেল অদ্ভুত আচার-ব্যবহণব, আরও অনেক আশ্চর্যা নূতন জিনিষ আমলা পথে দেপিয়াছিলাম । চীন-সম্রাট কুবল। প'কে আমল পুব ভাল বাসিতাম। তাহার সভায় আমরা প্রায় সতেরো বৎসর কাল কাটাইয়া আসিয়াছি। আমাদের খুবই সৌভাগ্য যে, সম্রাট আমাদের অত্যস্ত স্নেহ করিতেন । সম্রাট দেপিতে স্বপুরুষ ছিলেন । দৈর্ঘ্য মাঝারী, গায়ের বর্ণ উজ্জ্বল ও চক্ষু ক্লষ্ণ ছিল । তিনি আমাকে অনেক জায়গায় পাঠাইতেন । রাজধানী পেকিং আশ্চর্স সুন্দর নগর ছিল । রাস্তাগুলি চমৎকার চওড়া ও সোজা ছিল । সুন্দর স্বন্দর বাড়ী, বাগান ইত্যাদি থাকাতে সহরটিকে আলও স্বন্দর দেখাইত । পেকিংএর অপেক্ষ ও স্বন্দর ছিল হাং-চু নগরী । দেশেল লোকেলা কুকুল ও x আশাঅনেক জানোয়ালের মাংস খাল । সঙ্কলটিতে সাধারণের জন্য ঢারি হাজার স্বালাগাল আছে । এমন অব কোনও সহরেই দেখি নাই । মার্কে পোলো (টিটান অঙ্কিত চিত্র হইতে)

  • সম্রাট কুবলা গীর সভায় আমরা বড়ই সুখে ছিলাম । কুবলা খ প্রায়ই বিরাট ভোজ দিতেন। তাহাতে

ԴՆ՞8