পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f=थsa-चळाब्रप्टौ ইহ শুনিয়া চাকরদের মধ্যে মহা ভয় উপস্থিত হইল। তাহারা সকলে মিলিয়া পরামর্শ করিতে লাগিল, কি করিয়া তাল গাছের উচ্চতা মাপা যাইতে পারে। একজন বলিল—একটি খুব বড় মই তৈয়ারী করিয়া গাছের মাথায় চড়ি । তারপর সেহখান হইতে সূতা ফেলিয়া তালগাছ কত উচু, তাঙ্গ বাহির করিতে পারিব । কিন্তু রাজবাড়ীর সূত্রধর বলিল যে, অতবড় মই তৈয়ারী করা সম্ভবপর নয় । তখন অন্ত একজন ভূত্য বলিল—আচ্ছা, এস আমরা ঐ তালগাছের সনান উচু একটি মাটির দেওয়াল তৈয়ারী করি । কিন্তু হিসাব করিয়া দেখা গেল যে, এই রকম দেওয়াল প্রস্তুত করিতে অনেক বৎসর লাগিবে এবং অনেক হাজার টাকা লাগিবে। অার একজন বলিল —আমাদের মধ্যে কেহ কোমরে স্থত। বাধিয়া তালগাছের উপরে উঠক, এবং সূতা কত লম্বা, তাহা মাপিয়া দেখিলেই তালগাছের উচ্চতা বাহির করা যাইবে । কিন্তু এমন উচু তালগাছে চড়িতে পারে এমন কোন লোক পাওয়া গেল না। সুতরাং তাল গাছ না কাটিয়া কিরূপে তাহার উচ্চতা বাহির করিতে পার! যাইবে, চাকরেরা তাহা কিছুতেই ঠিক করিতে পারিল না। তখন তাহারা রাজদণ্ডের ভয়ে অত্যন্ত ভীত হইয়া নিদিষ্ট সময়ের প্রতীক্ষা করিতে লাগিল । তিন দিন কাটিয় গেলে মহারাজ তাহ+ দিগকে ডাকিয়া পাঠাইলেন । ভয়ে ভয়ে তাহারা দরবারে উপস্থিত হইল। তখন প্রধান মন্ত্রী বলিলেন—তোমরা কি তালগাছের উচ্চ তা নিরূপণ করিতে পারিলে ? চাকরের। ভয়ে ভয়ে বলিল—না মহাশয়, অনেক চেষ্টা করিয়াও তালগাছের উচ্চতা বাহির করিতে পারিলাম না ।" - তখন মন্ত্রী মহাশয় একজন সাধারণ কৰ্ম্মচারীকে ডাকিয়া বলিলেন—তুমি এই তালগাছটি কত উচু, না কাটিয়া তাহা বলিয়া দিতে পার r সে খানিকক্ষণ ভাবিয়া বলিল—এই কাজ দুই রকমে হইতে পারে যদি একজন খুব ভাল তীরন্দাজ পাওয়া যায়,তাহা হইলে তাহাকে ঐ তালগাছের মাথা লক্ষা করিয়া একটি তীর ছুড়িতে হইবে । তীরের নীচের দিকে একটি শক্ত সূতা বাধা ধাকিবে। তীরন্দাজ যদি ঠিক গাছের মাথায় তীর বিদ্ধ করিতে পারে, তাহা হইলে সূতা লম্বভাবে মাটি পয্যন্ত পৌছিবে, এবং তখন ঐ সূতা মাপিলেই গাছ কত উচু, তাহা বাহির করা যাইবে । কিন্তু সকলে বলিল, তালগাছের মাথায় তাঁর বিদ্ধ করিতে পারে, এমন সুদক্ষ \তীরন্দাজ পাওয়া মুস্কিল। তখন কৰ্ম্মচারী বলিল— যদি শক্ত সূতা দিয়া একটি ঘুড়ী উড়ান যায়, এবং চেষ্টা করিয়া উক্ত ঘুড়ীকে গাছের মাথায় অাইকান যায়, তাহা হইলে সুতার দৈর্ঘ্য হইতে তালগাছের উচ্চতা বাহির করা যাইতে পারে। মন্ত্রী বলিলেন, তুমি খুড়ী গাছের মাথায আই কাইতে পার । কৰ্ম্মচারী বলিল, না হুজুর, কিন্তু যাহারা খুব ভাল ঘুড়ী উড়ায়, বোধ হয় তাহারা পরিবে । মন্ত্রী বলিলেন, আচ্ছা দেখা যাউক, ইহা অপেক্ষা সহজ উপায় আছে কি না । তিনি তখন একজন বড় বিশিষ্ট কৰ্ম্মচারীকে ডাকিলেন, এবং বলিলেন; আপনি কোন সহজ উপায়ে এই তালগাছ কত উচু, তাহ বাহির করিতে পারেন কি ? কৰ্ম্মচারী বলিলেন, নিশ্চয়ই পারি, অামি মতি অল্প সময়ের মধ্যেই গাছ কত উচু, তাক মাপিয়া দিতেছি । তিনি তখন বাহিরে যাইয়া একটি প্রায় অtট হাত লম্বা কাটি সোজাভাবে (লম্বভাবে ) মাটিতে পুতিলেন এবং একটি মাপকাটি লইয়। কাটির ছায়ার দৈর্ঘ্য মাপিলেন । দেখা গেল, ছায়া দৈর্ঘ্যে চয় হাত এবং তখনই তালগাছের গোড়া হইতে সূতা ধরিয়া উহার ছায়া কত বড়, তাহ মাপিলেন। مادة ما