পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o -

l :

মিশরের সঙ্কটকালে অ্যামেনহোটেপের মৃত্যু হইলে তাহার পুত্র চতুর্থ আমেনহোটেপ রাজা হন। কিন্তু তিনি এই বিপংসস্কুল সময়ে রাজ্যের কর্ণধার হইবার মোটেই উপযুক্ত ছিলেন না। এই সময়ে দরকার ছিল তৃতীয় থথ মিসের মত জবরদস্ত রাজার। আব এই নবীন ফারাও ছিলেন কবি, ভাববিলাসী ও ধৰ্ম্মপ্রবণ। রাজনীতির ধার তিনি বড় একটা ধারিতেন না। তাহার মাতা তিমি, মিসরের কয়েকটি প্রাচীন দেবতা স্ত্রী নেফেরতেত, ও বন্ধু আই (Eye) ছিলেন তাহার প্রধান পরামর্শদাতা । স্বতরাং ফল হইয়াছিল এই 音社 | ឃ្ល | যে, যখন ফারাওয়েবউচিত ছিল এক বিশাল সৈন্তবাহিনী লইয়৷ নাহরিণ রক্ষা করা, তিনি তখন সমুদয় রাজকাৰ্য ভুলিয়া এক অভূতপূৰ্ব্ব ধৰ্ম্মবিপ্লবে নিজের সমস্ত শক্তি ও চিন্থ। নিয়োগ করিলেন। এই ধৰ্ম্মবিপ্লবের বিষয় পরে বিশদরূপে আলোচনা করা যাইবে। এখানে এইটুকু বলিলেই যথেষ্ট্র হইবে যে, মিশরে চতুর্থ আমেনহোটেপই প্রথম একেশ্বরবাদ প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন। এই ঈশ্বরেব নাম ছিল আiটন (Aton) আর তাহার প্রকাশিত রূপ ছিল স্ব র্যাগোলক (Solar I)isk) 1 fszT CHfTS পাওয়া যায় যে, স্বর্য।গোলক হইতে অসংখ্য আলোকবেথ। পৃথিবীর উপর নামিয়া আসিয়াছে। প্রত্যেকটি রেখা শেষ হইয়াছে একটি হাতে—আর সেই হাতে রহিয়াছে জীবনী শক্তি। অ্যামেনহোটেপ কর্ণাক ও লাস্কারের মধ্যস্থিত উষ্ঠানে এই নূতন দেবতার মন্দির তৈয়ারী করেন। মিশরের সমস্ত দেবদেবীর অস্তিও তিনি অস্বীকার করেন এবং উহাদের পূজা বন্ধ করিয়া দেন। যেখানে যেখানে তাহাদের নাম ছিল, তিনি তাহা তুলিয় ফেলেন। অ্যামনদেবের উপরই তাহার

.