পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- শিশু-ভগৱতী ইক্ষাকুর রাজস্ব ছিল এবং বাজধানী ছিল অযোধ্য। তাহার বংশে অনেক বড় বড় রাজা জন্মিয়াছিলেন। ইক্ষ কুল সাতআট পুরুষ পৰে শ্রাবস্ত নামে এক রাজ। ছিলেন, ইনি শ্রাবস্তী নামে এক মহানগরী স্থাপিত কবেন। ধীরে ধীরে শ্রাবস্তী খুব উন্নতিলাভ করিল, এমন কি, অনেক সময় কে1সলেব রাজধানীরূপে ব্যবহৃত হইত। শ্রাবস্তীব ধ্বংসাবশেষ হাজকাল সাউ:ধ গোড় জেলায় সাতে ত-মাহেত নামক স্থানে দেখিতে প’ ওয য য় । ঘটনার বহুদিন পরে মহাভারতের কুরুপাওব-যুদ্ধ হয়। এই সময় ইক্ষাকুবংশের রাজা ছিলেন বৃহদ্বল। তিনি যুদ্ধে অর্জনের পুত্র অভিমনু্য দ্বার। নিহত হন। ভগবান বুদ্ধ যখন ধৰ্ম্মপ্রচার করিতেছিলেন, তখন কোসলেব রাজা ছিলেন প্রসেনজিৎ । শ্রাবস্তীনগর ইহার রাজধানী ছিল। ইহার কথ। পরে আরও বলিব । পোল্ললনৎ শ–পূৰ্ব্বেই বলিয়াছি, ননুব এক কন্যা ছিলেন, ইল। ব্রহ্মার পৌত্র সোমের (চন্দ্র) সঙ্গিত ইঙ্গার বিবাহ হয় এবং পুরূরবী নামে কৌশাম্ব'তে প্রাপ্ত বিষ্ণুমূৰ্ত্তি শ্রাবস্তের বহুদিন পরে ইক্ষাকুবংশে সগর নামে এক রাজা জন্মগ্রহণ করেন। কথিত আছে যে, সগরের পুত্ৰগণ এক ঋষির শাপে ভস্ম হইলে ভগীরথ নামে লগরের এক বংশধর ডাহাদের উদ্ধারের জন্য স্বর্গ হইতে গঙ্গানদীকে পৃথিবীতে আনয়ন করেন । ভগীরথের কয়েক পুরুষ পরে দিলীপ, রঘু, অজ, দশরথ, রাম ও কুশ-লব ক্রমে ক্রমে রাজা হন। রামায়ণে এই সকল রাজার কথা নিশ্চয়ই পড়িয়াছ । রামায়ণের 来→寸 এক পুত্র হয় । চন্দ্র এই ব"শের পূর্বপুরুষ বলিয়া F고 5 * 1 পুকর-rর লাজধানী ছিল প্রতিষ্ঠানপুণ । গঙ্গার **ীরে এলাহাবাদের অপব পারে ঝুসি নামক স্থানে প্রতিষ্ঠানের ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। ধীরে ধীৰে চন্দ্রবংশ অতান্ত পরাক্রস্তে হইয়া উঠে এবং ইহার শাখা উত্তর-ভারতেল প্রায় সৰ্ব্বত্র ছড়াইয়া পড়ে। পুরূরবার পাচ পুত্র, তাহার মধ্যে প্রধান ছিলেন আয়ু: আয়ুর পাচটি প্রপৌত্র ছিলেন, যছ, তুৰ্ব্বস্ব, ক্ৰছ, অমু ও পুরু। এই পাঁচজনই প্রতাপশালী রাজা ছিলেন এবং পৃথক পৃথক রাজবংশ স্থাপন করেন। তবে ইহাদের মধ্যে প্রধান ছিলেন পুরু। পুরুর বংশে বহু রাজা জন্মগ্রহণ করেন, তাহার মধ্যে একজনের নাম কুরু । কুরুর বংশধরগণ কৌরব নামে খ্যাত, ইহাদের রাজধানী ছিল হস্তিনাপুর। এই بھی 8