পাতা:শিশু-ভারতী - দ্বিতীয় খণ্ড.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۔ --* জলহত্তর ভালত উন্নতি বিধান করিয়াছিলেন। এখনও তিববতী বা অলৌকিক পুরুষ বলিয়া তাহার পূজা করিয়া থাকে। তিব্বতের লোকেরা চীনাদের সভ্যতার দ্বারা অনেকটা প্রভাবান্বিত হয়। তবে মোটের উপর তাহাদেব সভ্যতায় ও জীবনে ভারতবর্ষেবই প্রভাব বেশী। তাহারা এখনও বৌদ্ধ, তবে তাতাদেৰ মধ্যে ভাবতীয় বৌদ্ধধৰ্ম্ম তাঙ্গাদেব প্রাচীন লোঙ ধৰ্ম্মে মিশিয়া গিয়া তাঙ্গাদের পুৰোহিত 'লামা'দেব তাতে একেবাৰে নূতন আকাৰ পাইযা বসিয়াছে। সিংহল দ্বীপে উত্তল ভাবত হইতে ও দক্ষিণ ভাবত হইতে ঔপনিবেশিকেবা গিয়৷ বসবাস করিতে তাবস্ত কবে খৃষ্ট জন্মেৰ প্রায় ৫৫০ বৎসর পূৰ্ব্ব তইন্তে। পূৰ্ব্বেষ্ট পলিয়াছি, সিংহল দ্বীপকে বৃহত্তৰ ভারতের মধ্যে না ফেলিযা আমাদের ভারতের অংশষ্ট বলা উচিত । Serindia সেলিন্দিয়া বা মধ্য এশিয়া ; India Minor ক্ষুদ্র ভাবত, বা আফগানিস্থান ; ভোটদেশ বা তিব্বত ; Indo-China বা বৰ্ম্ম। (উত্তৰ বৰ্ম্ম ; দক্ষিণ বৰ্ম্ম বা সুবর্ণ ভূমি বা হংসাবতী) : উত্তর খাম ; দক্ষিণ শু্যাম বা দ্বারাপতী ও নগর স্বধৰ্ম্মরাজ ; কম্বুজ বা কম্বোজদেশ ; চম্প। উত্তর মালয়দেশ বা কটাঙ্গরাজা ; এবং Indonesia বা দ্বীপময় ভাবত (মালয় উপদ্বীপ, সুমাত্র বা শ্ৰীবিজয় অথল। শ্ৰীবিষয় প। সুবর্ণদ্বীপ, যবদ্বীপ, বলিদ্বীপ, লম্বকদ্বীপ, বোণিও ইত্যাদি) এত গুলি স্থান লইয়া বৃহত্তর ভাবত। ইহাদের প্রত্যেক অংশের সম্বন্ধে লড় বড় বই লেখা হইয়াছে—ইতাদের ইতিহাস, সমাজ, ধৰ্ম্ম, রীতিনীতি লইয়া অনেক কথা আছে। কম্বোজ, চম্পা, যবদ্বীপ এই সব দেশের প্রাচীন অর্থাং হিন্দু আমলের ইতিহাস, মন্দির, শিল্প, সাহিত্য—সবই আমাদের খুব মন দিয়া আলোচনার বস্তু। আধুনিক যুগেও এই সব দেশের মাটির মধ্য হইতে হিন্দুযুগের যে সব প্রাচীন কীৰ্ত্তি পাতিব হইতেছে, এই সব দেশের উপরে প্রাচীন মন্দিরাদি ও যে সব প্রাচীন কীৰ্ত্তি এখনও সগৌরবে অবস্থিত, এই সব জায়গায় লোকেদের জীবনযাত্রাল পদ্ধতিতে, রীতিনীতিতে, চালচলনে, ভাব-ভঙ্গীতে যে প্রাচীন ভাবতীয় ভাব বিদ্যমান আছে, সমস্তই অত্যন্ত বিস্ময়কব । বৃহত্তৰ ভারতে আমাদেব চৰ্ম্মচক্ষে পবিদৃশ্যমান তিনটি বড় কীৰ্ত্তিল কথা উল্লেখ কবিয়া এলালকাল মত বৃহত্তর ভাবত-কথা শেষ কলিব। এই কীৰ্ত্তি তিনটি হইতেছে, তিনটি বিরাট মন্দিব । ইহাদের একটি হইতেছে কম্বোকের বিরাট Angkor-Wat *অঙ্কোলভট’-এর মন্দির ; দ্বিতীয়টি sold (Boro-Boedoer) 4a3ZZzz বৌদ্ধস্তৃপ , এবং তৃতীয়টিও যবদ্বীপের প্রম্বানানের ব্রহ্মা বিষ্ণু, শিবেৰ মন্দির। এগুলি ছাড়া উল্লেখযোগা আৰও অনেক কিছু আছে ; সে সব কথা কিন্তু এক একটি দেশ ধৰিয়। ললিতে হয়। কিন্তু প্রত্যেক ভারতবাসীল বৃহত্তর ভালতের আর-কিছুব ন। হউক, অঙ্কোলভট্ট, বলবুছর ও প্রস্থানান এই তিনটির নাম ও ইহাদেব একটু পৰিচয় জানিয়া রাখা উচিত । অঙ্গোৰ ভট কম্বোজ বা কম্বোডিয়া দেশে। কথোড়ে যীশুখুষ্টের জন্মের পূর্ব হইতেই ভারতীয় লোকদের গতায়াত ছিল। 'কশ্ব' নামে এক ব্রাহ্মণ ভাৰতবৰ্ষ হইতে গিয়া ঐ দেশে বাস কবেন, তিনি ঐ দেশে 'মের' নামে এক অপরাকে বিবাহ করেন, কন্তু ও মেবার সন্তানের কন্তু হইতে জাত বলিয় “কম্বুজ’ নামে খ্যাত হন, এবং তাহ হইতে জাতি ও দেশের নাম কম্বুজ বা ‘কম্বোজ',ইংরেজীতে Cambodia। কৌশুিন্য নামে আর এক জন ব্রাহ্মণ আসেন, তিনি -- 8Կ-Ֆ