পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:-: এই পার তোমাদের গঙ্গরাজ বৃহস্পতিব কথা বলির । শাস্ত্রে লেখা অাছে, বুহম্পতি দেবতাদেব গুরু এল বিদ্যা ও বুদ্ধিতে অদ্বিতীয়। বৈজ্ঞানিকে বা ত আর শাস্ত্র মানেন না, কে নিওজিনিষ সঠিক বলিয়া প্রমাণ না হইলে তারা তাহ। বিশ্বাস করিতে চাহেন না। তাহাদের কৌতুহল অদ্ভুত এবং তাহারা শত্রই জানিতে পাবিলেন যে,বৃহস্পতি সুয্যের একটি গ্ৰহমাত্র। সূর্য্যের গ্রহগুলির মধ্যে ইহাই সবচেয়ে বড়। সেইজম্বাই জ্যোন্তির্ষীবা বুহম্পতিকে ‘গ্রহবাজ' বলিয়া থাকেন। যথার্থই বৃহস্পতি গ্রহদের রাজা। ইহার আয়তন ছোট-খাটো স্বর্যেরই মতন। ইতার ব্যাস মোটামুটি ঠিসাবে ৮৬,৭২• মাইল হইবে। বৃহস্পতি ঠিক গোলাকার নহে ও দুই পাশে মেরুর দুইটি জায়গায় কিঞ্চিং চাপা। উত্তর মেরু হইতে দক্ষিণ মেরু পর্যস্ত ব্যাসর পরিমাণ ৮১,৮৮• মাইল । কিন্তু নিরঙ্গ-বৃত্তেব (Equatorial) ব্যাসের দেৰ্ঘ্য ৮৮,৬৪০ মাইল। বৃহস্পতির আযতন এত বড় যে, পৃথিবীর মৃতন ১,৩১২টি গোলক সহজেই ইহার মধ্যে ঢুকিয়া থাকিতে পারে। বৃহস্পতির ওজন কিন্তু সেই পৰিমাণে বেশী নয়। বৈজ্ঞানিকের হিসাব করিয়া


ইনলেতত্ত্বে দেখিয়াছেন যে, আয়তনে খুব বড় হইলেও ইহা ওজনে কেবলমাত্র ৩১৭টি পুথিবীৰ সমান। ইহার ঘনত্ব পৃথিবীর ঘনত্বের একচতুর্থাংশ माय । পৃথিবী আমাদের যত জোরে টানিতেছে, স্থtহ অপেক্ষ ২৬ গুণ জোরে বৃহম্পতি তাহাব পুষ্ঠের উপরকার জিনিষগুলিকে টানিয়েছে। তোমাদের মধো কেহ কেহ নিশ্চয় নামজাদ খেলোয়াড় এবং উল্লম্ফনপ্রতিযোগিতায় বোধ হয় পুরস্কারও পাইয়াছ। যে প্রতিযোগিতায় প্রথম হইয়াছে ধর সে এই পৃথিবীতে ২০ ফিট লাফাইতে পারে। বৃহস্পতিতে গেলে তাহার বিস্তু সেই আস্ফালন কিম্বা অহঙ্কার থাকিরে না। সেইখানে গিয়া সে আট ফিটও লাফাইতে পরিবে কিনা সন্দেহ । সূয্যের চারিধারে একবাব ঘুরিয়া আসিতে বুগুস্পতির প্রায় বার বৎসর লাগে। পথটা লম্বাও বটে এবং গ্রহরাজের আকারও বৃহৎ সেহজন্য তিনি গজেন্দ্রগমনেই চলিয়া থাকেন। পৃথিবীর গতির বেগ প্রতি - সেকেণ্ডে ১৯ মাইল, কিন্তু বৃহস্পতির গতির হার সেকেণ্ডে আট মাইল মাত্র। সূর্ণ রাজচক্ৰবৰ্ত্তী এবং বৃহস্পতি গ্রহরাজ। গ্রগরাজ