পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2f2=h efaడాscetcూలాc=ar ecsB1 তিনি সর্বপ্রথম প্রচার করেন যে, কলম্বস ভারতবর্ষ আবিষ্কার করেন নাই—সম্পূর্ণ এক নূতন দেশ আবিষ্কার করিয়াছেন। র্তাহার নামানুসারে এই মহাদেশের নাম রাখা হয়—আমেরিক। কলম্বস ইহার অধিবাসিগণকে ভুলক্রমে ‘ইণ্ডিয়ান’ বলিয়া অভিহিত করিয়াছিলেন । আজ পর্য্যন্তও আমেরিকার আদিম অধিবাসীদিগকে রেড ইণ্ডিয়ান (Red Indian) বলা হয়। কারণ, তাহাদের গায়ের বর্ণ তামের মত লাল আভাযুক্ত । ১৫১৩ থষ্টাব্দ পয্যন্ত আমেরিকা দেশ দক্ষিণে কতদূব প্রসারিত, তৎসম্বন্ধে স্পেনিয়ার্ডদের কোন ধাবণ ছিল না। এই সময় বালবোযা (Balboa) নামক একজন স্পেনদেশীয় ভাগ্যাম্বেষী পানান। যোজক আবিষ্কার করেন। সে স্থানের আদিম অধিবাসিগণ বালবোয়াকে বলে যে, যোজকেৰ পশ্চিমদিকে অন্য এক -হাসাগব লৰমান আtচে । বালবোয়! কিছুদূব অগ্রসব হইয়। এক প্রকাণ্ড বৃক্ষের উপব' আরোহণ কবিয়া সেই মহাসাগর দেখিতে পান। তারপর কিছুদূর অগ্রসর হইয৷ সেই মহাসাগরের তীরে পৌছেন। বালবোয়ার ইচ্ছা ছিল যে, তিনি এক বৃহৎ জাহাজ নিন্মাণ করিয়া এই নূতন মহাসাগর পরিক্রমণ করিবেন । কিন্তু তাহাব সে আকাঙ্ক্ষা পুর্ণ হয় নাই। কারণ, তৎপ্রদেশের শাসনকৰ্ত্ত। তাহার বিবিধ সাফল্যে ঈর্ষাস্বত হইয়া উহাকে হত্যা করেন । তাহার মৃত্যুর ছয় বৎসর পরে স্পেনের সম্রাট পঞ্চম চাল স্, ফানাণ্ডেজ ম্যাগেলান (Fernandez Magellan) নামক এক পৰ্তুগীজ নাবিককে পুনরায় পশ্চিমদিক্ দিয়া ভারতবষে যাইবার পথ আবিষ্কারের জন্য প্রেরণ করেন । ম্যাগেলানের দলই সব প্রথম পৃথিৰ। পরিক্রমণে সমর্থ হন। ফণাণ্ডেজ মাগেলান পৰ্তুগাল দেশীয় লোক। পর্তুগালের এক খুব সন্ত্রান্ত বংশে আনুমানিক ১৪৮৯ খৃষ্টাব্দে র্তাহার জন্ম হয় । তিনি বাল্যকালে লিসবন বিশ্ববিদ্যালয়ে জ্যোতিবিবদ্যা ও নৌবিছা অধ্যয়ন করেন এবং যৌবনে পশু গীজ নাবিকদের সহিত বহুবার সমূত্রে যাতায়াত করেন। এই উপলক্ষে তিনি ভারতবর্ষ ও পূৰ্ব্বভারতীয় দ্বীপপুঞ্জে আসিয়া ছিলেন। কিন্তু পর্তুগালের রাজা ম্যামুয়েল র্তাহার সঙ্গে দুৰ্ব্ব্যবহার করায় তিনি ছদ্মবেশে পলায়ন করিয়া স্পেনের রাজার আশ্রয় গ্রহণ করেন। তাহার সহিত রাজার এই মৰ্ম্মে চুক্তি হয় যে, রাজা তাহাকে খাদ্য ও বিবিধ সরঞ্জাম সহ পাচখানা জাহাজ দিৰেন এবং ম্যাগেলান যে সমস্ত দেশ আবিষ্কার কfরবেন, তাহা স্পেনের রাজার সম্পত্তি হইলে । তবে তিনি ইচ্ছা করিলে দুইখানা দীপ নিজের জন্য রাখিতে পারবেন। এই সমুদ্রযাত্রার যাহা লাভ হইবে, তাহার একতৃতীয়াংশ মাগেলান পাইবেন। ১৫১৯ খৃ: অব্দে ৩০শে সেপ্টেম্বর সেভিল (Seville) বন্দর হস্ততে পাচখানি জাহাজ ম্যাগেলানের অধ্যক্ষতায় পৃথিবী পরিক্রমনে বাহির হইল। ইহাদের মালবহনের ক্ষমতা ৭৫ হইতে ১২ • টনের মধ্যে । তাহার সঙ্গে ৮২ট। বন্দুক, ১৮টি Hour-glass(সময নিরূপণের **) zaf Itzžrtzia (Astrolabe–**ii অথবা নক্ষত্রের উচ্চ তামাপক পূৰ্ব্বকালীন যন্ত্রবিশেষ) এবং সূৰ্য্য ও তারক নিরূপণ করায় জন্য একপ্রকার যন্থ ছিল। হই। ব্যতীত তাহারা লইলেন, ৬০টি ধনুক, ৩৬০টি তীর, ১ টন বারুদ এবং নানা রকম লোহা ও কাচের জিনিষ। আণ্টনিও পিগাফেট৷ Antonio Pgafetta)নামক একজন ইটালীদেশীয় সন্ত্রান্ত লোক এই সমুদ্র-অভিযানে যোগদান করেন এবং তিনি তাহদের সমুদ্ৰ-যাত্রার সম্পূর্ণ দৈনন্দিন বিবরণ (Diary)রাখিয়া গিয়াছেন। এই ডায়ের চাইতে প্রথম পৃথিবী পরিক্রমণের সম্পূর্ণ ইতিহাস পাওয়া যায় । পিগাফেট Σ Ψίν Φ