...ि...ce-पछाञप्टौ - লিখিয়াছেন, “কাপ্তেন জেনারেল নিজে পর্তুগীজ ছিলেন, কিন্তু তাহার অধীনস্থ অঙ্ক চারি জাহাজের কাপ্তেনরা ছিল স্পেনদেশীয় কাজেই, তাহারা ম্যাগেলানকে মোটেই মানিতে চাহিতেন না। ম্যাগেলান প্রথমে ম্যাগেলানের ভিক্টোরিয়া জাহাজ অন্য কাপ্তেনদিগকে তাহার প্রস্তাব সম্বন্ধে কিছুই খুলিয়া বলেম নাই । আমরা সর্বব শুদ্ধ ২ ৩৪ জন লোক পাচখানা জাহাজে রওনা হতলাম। ২৬শে ডিসেম্বর আমবা ক্যানারী দ্বীপে পোছিয়া কয়েকদিন শুধু জল ও কাষ্ঠ আহরণ করিলাম । ৩রা অক্টোবর আমরা ক্রমাগত দক্ষিণে চলিতে লাগিলাম। আমরা ভাড় (Verd) অন্তরীপ বামে রাখিয়া সমুদ্রের উপকুল দিযা ক্রমে ৮ ডিগ্রি অক্ষাংশ অতিক্রম কবিলাম । এই স্থান হইতে সিয়ারা লিয়োন (Sierra leon)-এর পর্বত দৃষ্টিগোচর হইল। এই স্থান হইতে বাতাস প্রতিকূল বঠিতে লাগিল এবং সময় সময় বৃষ্টি ও ভীষণ গুমটের ভিতর দিয়া আমরা দক্ষিণে বিষুবন বেখ পৰ্য্যন্ত অগ্রসব হহলাম । বিষুবন রেখা অক্সিক্রম করার পর ধ্রুবতার আমাদের দৃষ্টি-বছিভূত হইল। আমরা তখন ব্ৰেজিলের দিকে লক্ষ্য করিয়া আটল্যাটিক মহাসাগরের উপর দিয়া অগ্রসর হইলাম। ১৩ই ডিসেম্বর আমরা ব্ৰেজিলের রাজধানী রাই ও-জেনিরো (Rio-de-Janerio) বন্দরে পৌছিলাম। এই বন্দরে ১৩ দিন কাটাইয়। আমর উপকূল ভাগ দিয়া অগ্রসর হইলাম। ৩৪° দক্ষিণ অক্ষাংশে পোছিলে আমরা একটি বড় নদীর (La Plata) মোহানায় পৌছিলাম। আমরা প্রথমে মনে করিয়াছিলাম মে, ইহা পশ্চিম সমুদ্রে যাওযার প্রণালী কিন্তু কিছুদূর তা গ্রসর হইয়া আমরা আমাদের ভ্রম বুঝিতে পারিয়া পুনরায় প্রতিনিবৃত্ত হইয়া সমুদ্রের উপকূল ধরিয়া দক্ষিণে চলিতে লাগিনাম। ক্রমে মে মাসে ৪৯• ডিগ্ৰী অক্ষাংশে উপস্থিত হইলে আমরা একটি ভাল পোতাশ্রয় দেখিতে পাইলাম। এই সময়ে শীতকাল উপস্থিত হওয়াতে আমরা এইখানেই সমস্ত শীত ঋতু প্রবাস করিতে মন:স্থ করিলাম। এই বন্দরে আমরা পাচমাস কাটা চলাম, কিন্তু জাহাজের নাবিকদের নধ্যে মহা চাঞ্চল্য উপস্থিত হইল । অন্য চারিজন কাপ্তেন স্পেনদেশীয়। ম্যাগেলানের কৰ্তৃত্ব তাহাদের পক্ষে অসহ্য হইয়। উঠিয়াছিল। তাহারা বিদ্রোহ করিয়া ম্যাগেলানকে নিহত করিতে চেষ্টা করিল। কিন্তু কাপ্তেন জেনাবেল পূৰ্ব্বেই খবর পাইয়। খুব ক্ষিপ্রতার সহিত কার্যা করিয়া তাহাদিগকে বন্দী করিলেন। বন্দীদের দুইজনকে বন্দুকের গুলিতে মারিয়া ফেলা হইল এবং আর দুইজনকে সমুদ্রোপকূলে রাখিয়া যাওয়াহইল। aẽ cWg”t# Patagonia g*Itz+#I মহাকায় (৬৫ ফিট উচু) এবং নরমাংসভোজী এই সময়ে সান্তিয়াগো (Santiago) জাহাজ চড়ায় আটকাইয়া ভাঙ্গিয়া যায় । সেণ্ট জুলিয়ান হইতে বহির্গত হইয়। ১১ই অক্টোবর আমরা নূতন এক জলপ্রণালীতে Yvხrყ
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।