প্ৰন্থিকৰী পঙ্কিজেন্মণে স্পেলেক্স প্রচেষ্টা পৌছিলাম। পরে জানিতে পারিলাম যে, এই স্থানেই নূতন মহাদেশের শেষ, এই প্রণালী দিয়া পশ্চিম মহাসাগরে যাওয়া যায় । এই জলপ্রণালীর বর্তমান নাম ম্যাগেলান *i-sto (Straits of Magellan) f** ম্যাগেলান ইহার নাম দেন Strait of Eleven Thousand Virgins') as z-Ital আবিষ্কারের পর মাগেলানের মনে আশার সঞ্চার হইল যে, হয়ত পশ্চিম সমুদ্রে যাওয়ার পথ মিলিল। কিন্তু এই প্রাণালীর উভয় পাশ্বে বরফে-ঢাকা উচু উচু পৰ্ব্বত ছিল এবং কোথায়ও নঙ্গর করিবার স্থান ছিল না। এই স্থানে রাত্রে প্রবল ঝড়ে নাবিকদের ভীষণ কষ্ট হয়। দুইখানা জাহাজসহ অগ্রসর হইতে থাকেন। অৰ্দ্ধপথে অগ্রসর হইয়া তিনি সম্মুখে পৰ্য্যবেক্ষণের জন্য একখান বোট (Boat) পাঠাইলেন, এবং অত:পর কি করা উচিত, তাহ নিৰ্দ্ধারণের জস্য তিনি জাহাজের লোকদের এক বৈঠক ডাকাইলেন । অধিকাংশ লোকেই মত দিল যে, দেশে প্রত্যাবৰ্ত্তন করাই উচিত। কিন্তু মাগেলান বলিলেন য়ে, “যদি আমাদিগকে চামড়া খাইয়াও থাকিতে eয, তথাপি আমরা সম্মুখবত্তী সমুদ্র অতিক্রম করিতে পশ্চাৎপদ হইৰ না। কারণ আমি সম্রাটুকে কথা দিয়াছি যে, ভারতবর্ষে যাইবার নূতন পথ আবিস্কার করিব।” এই সময় লোটের লোকেরা প্রত্যাবর্তন জাহাজ ঝড়ের বেগে এই প্রণালীর ভিতর বহুদূৰ পৰ্য্যস্ত চালিত হয় এবং কিছুদূরে তাহারা অাব একটি সঙ্কীণ প্রণালী দেখিতে পান। এই সঙ্কীর্ণ প্রণালীর ভিতবে প্রবেশ করিয়া তাহদের মনে হইল যে, আব কিছুদূর অগ্রসর হইলেষ্ট পশ্চিম মহাসাগরে প্রবেশ করা যাইবে । কিন্তু তাতারা অধ্যক্ষের অনুমতি ব্যতীত আর অগ্রসর হওয়া ঠিক নয় মনে করিয়া ফিরিয়া আসেন । অধ্যক্ষ তাহাদের প্রদত্ত সংবাদে উৎসাহিত **II Santo Antonio axk Concepcion এই দুই খান জাহাজকে অগ্রসর হইয়া পৰ্য্যবেক্ষণ করিতে আদেশ করেন। Santo Antonio জাহাজের অধ্যক্ষ অন্ধকারে পলায়ন করিয়া স্পেনের দিকে প্রত্যাবৰ্ত্তন করেন। তখন ম্যাগেলান নিজেই অবশিষ্ট তিনখান 2) rامند ---- ح মাগেলান প্রণালী করিয়া সংবাদ দিল যে, সম্মুখস্থ অন্তরীপ ঘুরিয়া অপর পাশ্বে গেলেই পশ্চিম দিকে মহাসমুদ্র দৃষ্টিগোচর হইবে। তখন ম্যাগেলান উৎসাহিত হইয়া তিনখানা জাহাজেই অগ্রসর হইতে আদেশ দিলেন । তাহারা এই অন্তরীপের নাম দিলেন বাঞ্ছিত অস্তরীপ (Cape Descado Thewishedforcape) ২৮শে নবেম্বর তাহারা ম্যাগেলান প্রণালী ছাড়িয়া প্রশান্ত মহাসাগরে প্রবেশ করিলেন। এই প্রণালী ছাড়িয়া যাইবার সময় তাহার উডউীয়মান মৎস্য প্রথম দেখিতে পান ।
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।