পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তু=াৎকণা ও সাত লাম= তুষারকণা ভয় পেয়ে কাদতে কাদতে তাকে অনুরোধ করলে, “তুমি আমাকে মেরো না। আমি প্রতিজ্ঞ করছি, আমি আর কখনে। বাড়ী ফিরে যাবো না । আমাকে না মেরে, এখানে একা ছেড়ে দিয়ে যাও।” এই কথা শুনে সেই লোকটার একটু দয় হলো, তাই সে তুষারকণাকে বনের মধ্যে ছেড়ে দিলে ফিরে গেলো । সারাদিন ধরে’ তুষার কণা বনের ভিতর বেড়িয়ে বেড়াতে লাগলো। কখনো বা কাটা বনের ধাব দিয়ে, কখনো বা ঝর্ণাব পাশ দিয়ে দিযে সে চলতে E:FSKAR Wid $3 No. ఫ్గ ቚጛ তুমি আমাকে মেবে না লাগলো। চলতে চলতে সে সন্ধ্যাপেল, অ তা স্থ ক্লাস্ত হ'য়ে পড়লো, আল মাঝে মাঝে বুনো জন্তুর ভীষণ গৰ্জ্জন শুনে ভয়ে কাপতে কাপতে এদিকে ওদিকে ছুটছিলো। এমন সময়ে সে খানিকদূরে একটি কুটার দেখতে পেলে । সে তখন দৌড়ে গিয়ে সেই কুটারে প্রবেশ করলে । কুটীরের মধ্যে সব জিনিস বেশ সাজানো গোছালে। আর পরিষ্কার পরিচ্ছন্ন। একটি টেবিলের উপর একটি শাদা পরিষ্কার কাপড় পাতা মার সেই টেবিলের উপর সাত খাল খাবার সাজানে। ঘরের একপাশে পাশাপাশি সাতটা বিছানাও পাতা ছিলো । তুষাবকণা বনে বনে ঘুরে ঘুরে’ বেজায় ক্লান্ত হ'য়ে এসেছিলো, আর তাব ক্ষিদেও পেয়েছিলো খুব । তাই সে প্রত্যেক থালা থেকে একটু একটু করে থাবার খেলো, প্রত্যেক গেলাস জল থেকে এক চুমুক এক চুমুক করে জল খেয়ে তার তেষ্ট দূর করলে । তারপর সে ঘুমোবাল জন্ত প্রত্যেক বিছানায় উঠে উঠে দেখতে লাগলো যে, কোন বিছানাটা সকলের চেয়ে নরম। সব বিছানা পরখ, করে, সে সপম বিছানায় গিয়ে শুয়ে পড়লো । ঘুমোবার আগে সে ভগবানকে ধন্যবাদ জানালে, কারণ, তিনি সেদিন তাকে কি রকম লিপদ থেকে রক্ষা করেছিলেন। যখন বেশ অন্ধকাব রাত্রি, তখন সেই বাড়ীর মালিকেরা ফিরে এলো । তাবা হচ্ছে বামন, আর গুণন্তিতে তারা ছিলো সাতজন । পাহাড়ের গায়ে গায়ে খুঁড়ে খুড়ে সোনার খনির খোজ করাই ছিলে। তাদেল প্রধান কাজ । ঘরে ঢুকে তাবা তাদের খাতের সাতটি বাতি দেশলাই দিয়ে জালালে এবং তাদের ঘরে লোক আসার লক্ষণ তার তক্ষুনি বুঝতে পারলে। তার প্রত্যেকেই খাবাব টেবিলের কাছে গিযে বলাবলি করতে লাগলে—কে আমার চেয়ারে বসে এটাকে এমন ক’রে ঘুরিয়ে দিয়েছে, কে আমার খাবার খেয়েছে, ইত্যাদি । তারপর তাদের মধ্যেকার এক বামন লক্ষা কবলে যে, তার বিছানায় কে যেনে। শুয়েছিলো। এই দেখে সে বলে, উঠলো,—এn, অামার বিছানায় কে যেনো শুয়েছিলো ! এই শুনে দ্বিতীয় বামনও তাক নিজেব বিছানার দিকে তাকিয়ে বললে,— আর আমার বিছানাতেও কে যেনো শুয়েছিলো ! এই ভাবে প্রত্যেকে বলতে লাগলো,- অাব আমার বিছানাতেও । শেষকালে সপ্তম বামনট বলে, উঠলো— দেখো, দেগো, এদিকে এসে। তখন সেই সাতজন বামনই বাতি হাতে করে ঘুমন্ত তুষাবকণার বিছানার চারিদিকে ভীর করে দাড়ালো এবং সেই রকম সুন্দরী ছোট্ট মেয়েটিকে দেখে তারা অবাক হ’য়ে গেলো। তারা সবাই ব'লে উঠলো,— বা:, কি সুন্দরী ! পাছে সেই মেয়েটির ঘুম ভেঙে যায়, তাই ১৬৯১