পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•- =िश्वs-पछान्द्वप्डौ দেখাইয়া চলিয়া যায়। গ্রান্ট এ অন্যায়ের প্রতিবিধানের জন্য দেশীয় সর্দারের নিকট অভিযোগ করেন। সন্দার মিয়নঙ্গা (Miyonga) যে বিচার করিলেন, তাহা বেশ কৌতুকজনক। তিনি প্রথমতঃ তাহার প্রজাব। ভুল করিয়া এই ঘটনা ঘটাইবার জন্য দুঃখ প্রকাশ করিলেন। একজন হতভাগ্য দোষীর হাত কাটিয়া ফেলিবার হুকুম হইল এবং শাদা লোকটি তাকার সমস্ত হৃত দ্রব্যাদি ফিরিয়া পাইলেন বলিয়া সৰ্দ্দার আশ্বাগ দিলেন। দুঃখের বিষয়, জিনিসপত্র প্রায় কিছুই খিবিয়া পাওয়া গেল না। যাহা হুইক, স্পেক পুনরায় ভ্রমণের উপযুক্ত স্বস্থ হইয়া উঠিলে পর তাহারা উভয়ে টাঙ্গানিক হ্রদ ও ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের পূৰ্ব্বাভিমুখে যাত্রা করিলেন এবং ১৮৬১ খৃষ্টাব্দের নবেম্বর মাসে কারাগু (Karague) আগিয়া পৌছিলেন । বাস্তবিকই অত্যন্ত দয়ালু লোক ছিলেন। এ সময় গ্রান্ট আবার জরে শয্যাশায়ী হইয়া পড়িলেন । পায়ের মধ্যে অনেকগুলি ফোড়া হইয়াfছল। দেশীয় ঔষধ-পত্র ব্যবহারে কোন উপকার হইল না। কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম ব্যতীত এই রোগ নিরাময়ের আর কোন উপায় রহিল না। এইরূপ অবস্থা দেখিয়। স্পেকু ঠিক করিলেন, রাজ। কমানিকার নির্দেশমত একজন পথ-প্রদশক সঙ্গে লইয়া তিনি পাশ্ববৰ্ত্তী উগাণ্ডা (Uganda) রাজ্যে যাইবেন কাজেই, অনিচ্ছাসত্ত্বে ও গ্রাটিকে কমানিকার গৃহে রাখিয়া স্পেক্‌ উত্তরে উগাণ্ড যাত্রা করিলেন। এদেশে আসিয়া স্পেক আশ্চর্য্য হইয়া গেলেন। দুর্গম অরণে্যুব পরিবর্তে এখানে পৰ্ব্বতের উপত্যকায় প্রচুব হামল শগুসম্ভাব । চাষ-আবাদের চিহ্ন সৰ্ব্বত্র পবি দুট। স্পেক্‌ ভাবিযাছিলেন, এমন সুন্দর স্পেন এব বিশ্বস্ত অনুচরবর্গ এদেশের রাজার নাম ছিল রুমানিক Ruutanika)। বাজ। রুমানিক এই দুই আবিষ্কারককে এত পরম আদলে গ্রহণ করিলেন যে, তাহার কোনও অভিসন্ধি থাকিতে পারে মনে করিয়া তাহারা ঈষৎ সন্দিগ্ধ হঠয়া উঠিলেন । কিন্তু তাঁহা নহে এই রাজা শস্তস্যামল কৰ্ষিত ক্ষেত্র যেখানে, সেখানকার রাজাও নিশ্চয়ই বিচক্ষণ ও দয়াত্র হৃদয় হইবেন, কিন্তু দেখা গেল, কাৰ্য্যতঃ তিনি তাহার বিপরীত। রাজা টেল (Mtsa) ক্ষমতাশালী হইলেও অতিশয় নিড়র প্রকৃতির ছিলেন। ছয়মাস কাল উগওীয় YግY∂