cూఇs_<e =tt=కె বাস করিয়া স্পেক রাজার নিষ্ঠুরতার বহু পরিচয়ই পাইয়াছিলেন। কিন্তু সৌভাগ্য বশত: এই নিষ্ঠুর রাজা স্পেককে কেন জানি না, সুনজরে দেখিয়াছিলেন। কাজেই, রাজসভায় স্পেক-এর সমাদর বাড়িয়াছিল। অনেকবার স্পেক-এর চেষ্টায় প্রাণদণ্ডে দণ্ডিত বহু হতভাগ্যের প্রাণরক্ষা হইয়াছিল । মামুষের প্রাণ লইয়া রাজা যেন ছিনিমিনি থেলিতেন । অতি সামান্ত দোষেও প্রাণদণ্ডই একমাত্র শাস্তি ছিল। যদি কোন ভূত্য ভুল করিয়া রাজার সম্মুখে হাসিয়া ফেলিত, তবে তাহার কান দুইটি কাটিয়া ফেলা হইত। দোষ অধিক হইলে শাস্তির মাত্রা ও বাড়িয়া যাইত । একবার রাজা, রাণীদের সঙ্গে লইয়া বনভোজনে গিয়াছেন। একজন রাণী রাজাকে খুলী করিবার জন্য একটি স্বপক্ক ফল আনিয়া দিলেন । হঠাৎ রাজা ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিলেন—“কি এত বড় আম্পদ্ধা ! স্ত্রীলোক হইয়া আমাকে ফল উপহার দেওয়া।” তৎক্ষণাৎ সেই হতভাগিনী রাণীর প্রাণদণ্ডের আদেশ হইয়া গেল। লোকজন আসিয়া ধরিয়া মধ্যভূমিতে লইয়া যাইবে, এমন সময়ে ঘাম খেয়ালী রাজা ঠিক করিলেন, নিজ হাতে প্রহার করিয়া মারিয়া ফেলিবেন। একটা মোটা লাঠি লইয়া ভীষণ মারিতে আরম্ভ কবিয়াছেন, এমন সময় স্পেক ঘটনাস্থলে আসিয়া পড়াগ এবং স্পেক-এর কাতর অনুনয়ে চতভাগিনী রাণী সে যাত্র। বাচিগা গেলেন। রাজ্যের চারি পাশে শিকাবের অপর্যাপ্ত জায়গা ছিল। কাজেই, স্পেক মনের আনন্দে অধিকাংশ সময়ই শিকার কবিয়া বেড়াইতে লাগিলেন। তিনি রাজাকে একটি বন্দুক উপছার দিয়া শিকাব করিতে শিখাইয়া দিলেন। রাজা চমৎকার বন্দুক ছুড়িতে শিখিয়াছিলেন। এবকম অলসভাবে এক জায়গায় ৰলিয়া থাকিতে স্পেকের কিন্তু মোটেই ভাল লাগিতেছিল না। কিন্তু কি করিবেন, রাজা তাহাকে ছাড়িয়া দিতে মোটেই রাজী নন। এমন সময় দুজন দেশীয় অনুচর গ্রান্টকে স্বন্ধে বহিয়া উগাণ্ড রাজো লইয়া আসিল । ধীরে ধীরে গ্রান্ট সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিলেন। এখন প্রধান কাজ হইল, রাজাকে রাঙ্গী করান। রাজা প্রথমটায় মোটেই রাজী হইলেন না, কারণ, তাহা হইলে উপহার লাভ ৰন্ধ হইয়া যাইবে । কাজেই, তিনি পথের দুর্গমতা সম্বন্ধে সত্য মিথ্যা नांनान ५वद्र निग्रा चादिकांद्रकघग्नरक मिशूख कदिtङ চাহিলেন কিন্তু কিছুতেই যখন রাজী করান গেল না, তখন অনিচ্ছাসত্ত্বেও রাজা সন্মতি দিলেন। তারপর রাজকীয় বেশ-ভূষায় সজ্জিত হইয়া দলবলগছ একদিনে তিন মহিষ শিকার শাদ লোক দুটিকে বিদায় দিতে সঙ্গে চলিলেন । স্পেকের ভূত্যের। রাজার আদেশ অনুসারে সঙ্গে সঙ্গে চলিল। এইরূপে স্পেক ও গ্রান্টকে সমারোহের সহিত বিদায় দিয়া রাজা ঘোড়ায় চড়িয়া নিজের প্রাসাদে ফিরিয়া আসিলেন। স্পেকের ছোট্ট দলটি এবার পূৰ্ব্বদিক ধরিয়া নীলনদ অভিমুখে যাত্রা করিল। কারণ, স্পেক স্থির করিলেন, নদীটি ধরিয়া তাহারা তাছার উৎপত্তিস্থল। স্পেকের মতে ) ভিক্টোরিয়া নায়নজায় পৌছিবেন। 3 Հb Պ
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/১৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।