--- শিশু-ভাল্লভী ভক্ষু বস্তমিত্ৰ সভাপতির আসন গ্রহণ করিয়াfছলেন ও অশ্বঘোষ সহকারী সভাপতির পদ অলঙ্ক ত করিয়াছিলেন । এই সভায় বৌদ্ধ ধৰ্ম্মশাস্ত্ৰ সকলের আলোচনা হইয়াছিল। আলেচনার উদেশ্য, শাস্ত্রসমূহের প্রামাণিকতা নির্ণয কবা। আলোচনার ফলে ত্রিপিট নামক বৌদ্ধশাস্ত্রের প্রমাণিক বাখ্যাস্বরূপ অনেক গান্ধার শিল্পের নিদর্শন –বুদ্ধ মুক্টি গ্রন্থ রচিত হয়। প্রবাদ এইরূপ যে, সভার অধিবেশন সমাপ্ত হইবার পর এই সকল গ্রস্থ যত্নসহকারে বড় বড় তামপত্রে খোদিত ইষ্টয। স্তপের অভ্যস্তরে সুবক্ষিত হইয়াছিল। কমিষ্কের রাজত্বকালে গান্ধার শিল্পের যথেষ্ট উন্নতি হয়। গান্ধীর প্রদেশে এই শিল্পের বিকাশ হয় বলিযা ইহাকে গান্ধার শিল্প বলা হয়। তোমাদের স্মরণ থাকিতে পারে যে, প্রায় তিন শত বৎসব যাবৎ গান্ধার দেশ গ্ৰীক বাজাদের অধীনে ছিল। তাহার ফলে এইখানে একটি নুতন শিল্প রচনা প্রণালীর স্মৃষ্টি হয়। এই প্রণালীহে গ্ৰীক শিল্পীদের প্রভাব সুস্পষ্ট। এক কথায় বলিতে গেলে গ্ৰীক শিল্পীদের ধরণে ও তাহদেব কলাকৌশলের আয়করণে ভারতীয় আদর্শ ও ভাবতীয় ভাবকে রূপ দিবাব প্রচেষ্টাত গ্ৰীক শিল্পকে সষ্টি কবিযাছিল। ক•ি দেব রাজত্বকালের কতকগুলি উৎকৃষ্ট গান্ধtব শিল্পেৰ নিদশন পাওয়া গিয়াছে । গান্ধীর শিল্পের ভাস্বরের বুদ্ধ ও বোধিসত্ত্বেব অসংখ্য মূৰ্ত্তি গঠন করিয়ছিল। এই সকল মৃত্তি পাষণেব ভাষায় ৰৌদ্ধধৰ্ম্মেব পরিবর্তিত রূপকে স্পস্টকপে ফুটাইয়। তুলিয়াছিল। প্রায় ৪৫ বৎসব বাজ হ বরিবাব পর কনিষ্ক মৃত্যুমুখে পত্তি হন । তাহাব ৰাজসভা বহু ৰত্নে সমুজ্জল ছিল । শিল্প, বৈজ্ঞানিক. wশ নিক, কপি তাহাৰ সভাকে স ম : স্থত কৰি তন। পাশ্বে, বহুমিত্র, অশ্বঘোষ, চবক, সজ রক্ষ, মাঠর, গ্ৰীক এঞ্জিনীয়র পুত্ত্ববিদ্যবিশারদ Agesailos প্রভৃতি পণ্ডিতে বা তাহার রাজসভাকে গেীববমণ্ডিত ব বিধ তুলিযাছিলেন । কিন্তু আশ্চয্যের বিষয় এই যে, প্রাচীন হিন্দু সাহিত্য ও ইতিহাসে কনিষ্ক উপেক্ষিত । হয়ত ব্রাহ্মণেব1 তাহাকে নগণা মনে করিয়া র্তাহার অতুল কাত্তির কথা অগ্রাহ করিয়াছেন। কেবল কহলণ তঁtহার “রাজতরঙ্গিণী” নামক কাশ্মীর দেশের ইতিহাসে, কনিস্কের নামমাত্র উল্লেখ করিয়াছেন । কিন্তু ঐতিহাসিকের দৃষ্টিতে কনিস্কের সমকক্ষ রাজা ভারতবর্ষে খুব অল্পই হইয়াছিলেন। ভারতের রাজনৈতিক গগনে ছোট-বড় অসংখ্য নক্ষত্র ফুটিয়া উঠিয়াছিল। কিন্তু অশোক ও কনিষ্ক রবি==ौनं व्याघ्र नौश्रJभान् श्ङे। उtश्ttनि জ্যোতিঃকে আচ্ছন্ন করিয়া দিয়াছিলেন।
- 8