মহলি দেবেতন্দ্রনাথ ভশনকুর জ্ঞান বিন সব অন্ধকার।" তিনি ঈশ্বরের জন্ত ব্যাকুল হঠয়া দেশে দেশে ছুটয় বেড়াইয়াছিলেন। কথনও মাসের পর মাস নৌকাতে করিখা, কখনও সিমলা পাহাড়ে, কখনও অতি দূরের পর্বত পল্লীতে বেড়tঠয়াছেন। এসময়ে ঈশ্বরের চিন্তায় এমন তন্ময় হইয়া যাইতেন যে, বাহ জগতের সহিত তাছার কোনও সম্বন্ধ থাকিত না । জ্যোম। মহা-পথ ৩t1=,শ খ২ সর রাত্রিতে সমস্ত রালি - ম র উপর ক। টাং মাছেন। ধৰ্ম্মেৰ নিকট-পৃথিবীর সমস্ত সম্পদ ও ঐশ্বnা তাহার নিকট তুচ্ছ বলিয়া মনে হই স্থা ছল । ঈশ্বর ও তাeার নিকট এক ভীষণ বিপদ মানিমু। উপস্থিত করিলেন। ১৮৪৬ খৃষ্টাব্দে একর বৎসর বয়সে প্রিন্স দ্বাৰ কানাথ বিলাতে প্রাণ শুnাশ করিলেন : একদিকে পিতৃশোক —অন্যদিকে ভীষণ ঋণেব জাল আসিয়া উপস্থিত হইল । তাছার পিতার হুগলী, পাবনা, রাজসাহী প্রভৃতি নানা জেলার যেমন বৃহৎ জমিদারী, নীলের কুঠি এ1ং অন্তান্ত ক1র বাব ঈিল, তেমনি তাহার যথেষ্ট ঋণ ছিল। দ্বার কানাথের মৃত্যুব অল্পকাল পরেই তাহাদের কারবার নষ্ট হইল। তখন দেখা গেল যে, তাছাদের এক কোটি টাকা ঋণ রছিয়াছে। -- সমস্ত বিষয বিক্রয় কবিয়। মাত্র ৭০ লক্ষ টাকার সংস্থান হয়। কিন্তু তাহার পিতা দ্বারকানাথ অতি অপুৰ্ব্ব '8 ಕ್ಟ್ ব্যক্তি ছিলেন, ग१ मैं করিয়া এমন পন্দোবস্ত বরিয়া + ছিলেন যে, ঋণদায়ে তাহাব জমিদারী বিক্রীত হইবার উপায় ছিল না। পাওনাদরেখা ・・。 + o-. * - - ধানস্থ মই যি আদালত নালিশ করিয়া তা হাঁদের সম্পত্তি বিক্রযু কবিয়া লইতে পারিতেন না । ইচ্ছা করিয়া মহর্ষি পাওনাদারদিগকে ডাকিয়া বলিলেন যে, তিনি তাহাদিগেব হাতে সকল সম্পত্তিই ছাড়িষা দিবেন। র্তাহার। মহ{ৰ্যয় এই সাধুতা দেখিয়া শুস্তিত হইলেন। তাহারা তখন এই প্রস্তাব করিলেন যে, ইনি ধখন সকলই ছাড়িয়া দিলেন, তখন সম্পত্তি হইতে ভবণপোষণের জন্ত ইনি প্রতি বৎসপ ২৫.• • • টাকা করিয়া পাইবেন । মছধি এই সময়কার ঘটনার উল্লেখ করিয়া আত্মচরিতে লিখিয়াছেন—“আমি যাহা চাহ তাছাই হইল। বিষয়-সম্পত্তি সকলি হাত হইতে চলিয়া গেল। যেমন আমার মনে বিষয়ের অভিলাষ নাই, তেমনি বিষয়ও নাই, বেশ মিলে Տ ԳԳՏ
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।