পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ए=बुकr=प-न- c=क==वप्ञ्ट-F ८०-१ञ्प डांशम्र खांशाe चयडि भग्नांश्द्र । cकनवsठा यथम সিংহল গমন করেন, তখন পরিবারের সকলেরই অমতে গমন করেন । কিন্তু সিংহল হইতে ফিরিয়া আসিলে পরিজনেরা তাইকে বাটতে গ্ৰহণ করিতে কোনও আপত্তি করেন নাই । কিন্তু কেশবচন্দ্র যখন কলিকাতায় ফিরিয়া সৰ্ব্ববিষয়েই দেবেন্দ্রনাথের সহিত যোগদান করিলেন এবং দিনের পর দিন তাহা ঘনিষ্ঠতর হইতে লাগিল, তখন আত্মীয়-স্বজনের প্রমাদ গণিলেন। এদিকে ১৮৬২ খৃষ্টাব্দের ১৩ই এপ্রিল কেশৰচন্দ্রকে কলিকাতা কলিকাতা -- - - - - - সমাজের আচার্যাপদে ববণ করা সমাজের আচাৰ্মা . - * '*' ' (হয়। এই উপলক্ষে মহর্ষি তাহাকে পদ লাভ "ব্রহ্মানন্দ” উপাধি এবং একখানি { সনদ প্রদান করেন । গুণগ্ৰাহী মহর্ষি কেশবচন্দ্রকে আচাৰ্মা কেশবচন্দ্র সেন যেমন চিনিয়াছিলেন, এমন কেহই চিনিতে পারেন নাই। এই সময়ে তাহাকে পরিজনের সহিত সমস্ত বন্ধন ছিন্ন করিয়া স্ত্রীর সহিত কলুটোলা হইতে জোড়াসাকে। চলিয়া মাসিতে হইয়াছিল। দেবেঙ্গনাথ এই সমা-চু্যত জাতিভ্রষ্ট ব্যক্তিকে পুত্র-স্নেহে পালন করেন। এই সময় হইতে কেশবচন্দ্রের কার্যাক্ষেত্র আরও বাড়িয়া গেল। তিনি আদি সমাজে ৰক্তৃতাব পর বক্তৃতা দিতে লাগিলেন। কলিকাতা ও ৰাঙ্গালাদেশে ԳԽԳ নবজীবনের এক সাড়া পড়িয়া গেল । 'ইণ্ডিয়ান মিরার’ নামক পত্রিক1 এবং "ক্যালকাটা কলেজ” নামক বিদ্যালয় প্রতিষ্ঠিত হইল। মিরার প্রথমে পাক্ষিক-রূপে প্রকাশিত হয়। পরে কেশবচন্দ্র বিলাত যাইবার পূৰ্ব্বে ইহাকে ইণ্ডিয়ান মিরার সাপ্তাহিক করিয়া যান। তাহার পর ইহা এদেশের প্রথম দৈনিক ইংরাজী সংবাদ-পত্র হইয়া শিক্ষিত সমাজের গৌরব বৰ্দ্ধন কবিয়াছিল । মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে একযোগে ছয় বৎসর কাল কাৰ্য্য কবিয়া, পরে ধৰ্ম্মসম্বন্ধে মতভেদ হওয়ায় কেশবচন্দ্রের সহিত র্তাহার সম্বন্ধ বিছিন্ন হুইল । কেশবচন্দ্রের অতিদ্রুত সামাজিক সংস্কারও মহর্ষি অনুমোদন করিতে পারেন নাই। ফলে, সমাজ দুই •লfবধান মন্দির ভাগে বিভক্ত হইল। ১৮৬৫ খৃষ্টাব্দে এই ঘটনা ঘটে। ইহার কিছুদিন পরে ১৮৬৬ খৃষ্টাব্দের ১১ই নবেম্বর তারিখে ভারতবর্ষীয় ত্ৰাক্ষ সমাজ ব্রাহ্ম সমাজ স্থাপিত হয়। এখানকার রাহ্ম-ধৰ্ম্ম, নবৰিধানের ব্রাহ্মধৰ্ম্ম । কলিকাতা ব্রাহ্ম সমাজের নাম এ সময়ে আদি সমাজ হইল । কিন্তু মহর্ষিব প্রতি কেশবচন্দ্রের যে ভক্তি ও কৃতজ্ঞতা এবং কেশবচন্দ্রের প্রতি মহীধর যে স্নেহভালবাসা, তাe1 নিৰ্ব্বাপিত হইল না।