পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•िथs-ख•tछाप्छौ করিতে পারে নাই । অস্বাস্ত বিষয়ে—যেমন স্থাপত্য, ভাস্কৰ্য্য, চিত্রকলা, লিপিতত্ত্ব সম্বন্ধে তাহারা কতই উন্নতি করিয়া গিয়াছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আশানুরূপ উন্নতি করিতে পারে নাই এবং মুদ্রার ব্যবহার তাহাদের পরিজ্ঞাত ছিল না। পাশ্চাত্য জগতে লিডিয়াদেশীয় লোকেরাই মুদ্রার প্রথম প্ৰবৰ্ত্তক । সম্ভবতঃ লিডিয়ারাজ গিজীস ঐদেশে সৰ্ব্বপ্রথম মুদ্রা আবিষ্কার কবেন। খৃষ্ট-পূৰ্ব্ব সপ্তম শতাব্দীতে ঈজিয়ান উপসাগরের অপর তীরে ইউরোপে এই আবিষ্কারের বার্তা নীত হয় এবং গ্রীসের বিভিন্ন স্থানে মুদ্রা তৈয়ারী আরস্ত হয় । খৃ: পূ: ৫ম শতাব্দীতে সুসভ্য পাশ্চাত্য জগতের সর্বত্র মুদ্রাঙ্কন প্রথা পবিব্যাপ্ত হইয় পড়ে এবং অতি সুন্দর সুন্দর মুদ্রা প্রস্তুত হইতে থাকে । তন্মধ্যে গ্রীসদেশীয় মুদ্র সেই দেশবাসীর কলা-কৌশল জ্ঞানের পরিচায়ক এবং অত্যুৎকৃষ্ট শিল্পকার্য্যের নিদর্শন। প্রাচ্যদেশ সমুহের ভিতর ভারতবর্ষ এবং চীন পরস্পর স্বাধীনভাবে এই উন্নত প্রণালীটি আবিষ্কার করিয়া নিজ নিজ মুদ্রার প্রচলন করে । ধাতুপিণ্ড বা ধাতুখণ্ডের উপর নানারূপ নক্সা মুদ্রণ করিয়া দেওয়া হইত বলিয়া ঐগুলিকে মুদ্রা বলা হয়। প্রথমে কেবলমাত্র একপিঠে নক্স। থাকিত, পরে দুই পিঠেই নক্সা এবং কোন কোন সময়ে লিপি বা লেখা (legend) থাকিত। যে পিঠে প্রধান নক্সা (device) থাকে, তাহাকে মুদ্রার সম্মুখ (obverse) ও অস্য পিঠ পশ্চাৎ (reverse) বলা হয়। মুত্র। অর্থনৈতিক জগতে যুগান্তর আনিয়াছে। ঐতিহাসিকদের নিকটও ইহার আদর কম নহে। আমরা প্রাচীন মুদ্রা হইতে তৎকালীন রাজরাজার নাম, সময় ও প্রচলিত ধর্মের সংবাদ সংগ্ৰহ করিতে পারি। কারণ, অনেক সময়ে মুদ্রার উপর রাজারা তাহাদের উপাস্ত দেব-দেবীর মূৰ্ত্তি অঙ্কিত করিয়া দিতেন। এমন অনেক রাজা ছিলেন, যাহাদের সমস্ত কীৰ্ত্তি পৃথিবী হইতে বিলুপ্ত হইয়া গিয়াছে, কেবলমাত্র তাহাদের মুদ্রাদ্বারা তাতাদের নাম এবং কোন সময়ে র্তাহার। জীবিত ছিলেন, জানিতে পারি। ইতিহাসের বিভিন্ন যুগের রাজাদের কাৰ্য্যাবলী এবং তৎকালীন অর্থনৈতিক অবস্থা সেই সময়ের মুদ্রা হইতে আমরা জ্ঞাত হই। এমন অনেক রাজবংশ ছিল, যাহাদের বিবরণ প্রধানত: তৎকালীন মুদ্র হইতে ংগ্ৰহ করিতে হইয়াছে। দৃষ্টাস্তস্বরূপ ভারতীয়, গ্রীক ও পারস বংশীয় রাজাদের উল্লেখ করা যাইতে পারে। র্তাহাদের সম্বন্ধে জ্ঞাতব্য বিষয অধিকাংশই তাকাদের মুদ্রা হইতে সংগ্ৰহ করা হইয়াছে । রাজার কি ভাষা বা কি লিপি ব্যবহার করিতেন, র্তাহাদের কি ধৰ্ম্ম ছিল, এই সমস্ত সঠিকভাবে জানিতে হইলে তাহদের মুদ্রার সাহায্য লওয়া দরকার। স্বতরাং ঐতিহাসিকের নিকট মুদ্রার আদর অত্যন্ত বেশী এবং যে সমস্ত তথ্য আমরা সমসাময়িক মুদ্রা হইতে সংগ্ৰহ করিতে পারি, তাহ অত্যন্ত প্রামাণ্য ৰলিয়া নিৰ্দ্ধারণ করা যায়। প্রাচীন ইতিহাস রচনায় মুদ্রার সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় ; সেইজন্য মুদ্রাতত্ত্ব ইতিহাসের একটি প্রধান ভিত্তি বলিয়া বিবেচিত হইয়! থাকে। Ֆե-889