পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=ि=थs-चलrन्झपटौ প্রত্যেক জিয়োফোন হইতে একটা রবারের নল কানে লাগান থাকে এৰং জিয়োফোনের মধ্যে অবস্থিত ৰায়ুতে চাপের হ্রাস ও বুদ্ধি হইলে কানেও সেইরূপ চাপের হ্রাস ও বৃদ্ধি হইয়া থাকে, এবং শব্দ ७fनण्ड *iteग्रnयfम्र । স্থলে শত্ৰু-সৈন্য ধাপে ধাপে প। ফেলিয়া চলিলে, কিংবা কোন স্থানে বড় গৰ্ত্ত করিলে ( বোমা বসাইবার জন্ত গৰ্ত্ত করা হয়। যাহাতে শত্র তাহার উপর আপিলে বোমা ফাটিয়া যায় এবং শক্র-সৈন্স ধ্বংস হয়) সেই শব্দ পাহাড় বা মাটির মধ্যে ঢেউয়েব আকারে বিস্তুত হইয়া থাকে এবং একশত ফিটের মধ্যে জিয়োফোন সাহায্যে তাহ! শুনা যায । ভূমিকম্পে যেরূপে পৃথিবী কম্পিত হয়, সেইরূপ কোন এক স্থানে মাটি খুঁড়িলে বা পাহাড় ফাটাইলে, সেই কম্পন পুথিবীর উপবিভাগেও বিস্তুত হয় । তুমি নড়িলে, জিয়োফোন যন্থটিও নড়ে, কিন্তু উহার মধ্যে অবস্থিত পারা ভূমির সঙ্গে সঙ্গে নড়িতে পারে না। কাজেই, অভ্যন্তরের বায়ুতে চাপের হাস এবং বুদ্ধি পায় । ニitこーTTこ字司f=N গ্রামোফোল- ১৮৭৮ খ্ৰীষ্টাব্দে 'বেল পাহেব টেলিফোন আবিষ্কাব করেন, এবং এডিসন তাহার এক বৎসর পরেই কলের গান বা ফোনোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন। পৃথিবীর আবিষ্কারকদের মধে। ষ্ঠাচার নাম সৰ্ব্বাগ্রে উল্লেখযোগ্য । টমাস এডিসনের জীবন-কাহিনী অতি বিচিত্র। তার বয়স যখন ছয় বৎসর, তখন র্তাহাকে স্কুলে ভৰ্ত্তি করিয়া দেওয়া হইয়াছিল, কিন্তু পড়াশুনায় তাহাব একেবারেই মনোযোগ ছিল ন। তিন মাসেব ভিতবই স্কুলের পড়া তাহার শেষ হয় । দশ বৎসর বয়সে টমাস এডিসনের গবেষণার দিকে লক্ষ্য পড়ে। এ সময়ে তিনি রেলগাড়ীতে খবরের কাগজ বিক্রয় করিতে আরম্ভ করেন এবং মালগাড়ীর ভিতর মুদ্র। যন্থের আবশুকীয় সরঞ্জামাদি রাখিয়া একটি সাপ্তাহিক কাগজ ৰাছির করিতে আরম্ভ করেন । সেই কাগজের সব কাজ তিনি একাই করিতেন। নিজেই ছিলেন তার সম্পাদক, মুদ্রণ কর এৰং প্রকাশক । এই সব কাজ করিয়া যে অবসর টুকু পাইতেন, সেই সময়টুকুতে নানারূপ বৈজ্ঞানিক পরীক্ষা করিতেন। ষোল বৎসর বয়সের সময় তিনি টেলিগ্রাফ কোম্পানীর যন্ত্রচালকের (operator) কাজ করিতেন। এ সময়ে টেলিগ্রাফ যন্ত্রের অনেক উন্নতি করেন । ১৮৭৮ খ্ৰীষ্টাব্দে যখন গ্রাহাম বেল সাহেবের টেলিফোন যন্ত্র বাহির হইল, তখন র্তাহাব মনে श्शेण cय, थांभब्रा गर्थन कथा वनि उथन उाश बायूসমুদ্রের বুকে ঢেউ তুলিয়া দিয়া চারিদিকে ছড়াইয়। পড়ে। যদি মামুষেব বা অন্ত কোনও প্রাণীর উচ্চারিত সেই ধ্বনিকে স্থায়ী উপায়ে ধরিয়। রাখিয়া পুনবায় উহা উৎপাদন করা যায়, তাহা হইলে ধবনিযন্ত্র প্রস্তুত হইতে পারে। এইরূপ মনে করিয়া তাড়াতাড়ি একটি যন্ত্ৰ তৈয়ারী করিয়া একদিন তাঙ্কার পরীক্ষ। করিলেন। কিন্তু তাহা হইতে অতি ক্ষীণ শস্ব মাত্র বাহির হইল। এই সাফল্যের বিষয় তিনি তাহার স্মারক খাতায় লিখিয়া রাখিলেন। তাহাৰ তারিখ হইতেছে ১৮ই জুলাই, ১৮৭৭ খৃষ্টাব্দ । ১৮৭৭ থষ্টাব্দের ১২ই আগষ্ট তাৰিখে মোটামুটি পকমের একটা নক্সা করিয়া সেই কাগজখানার নীচে লিখিলেন—“Kreus। তারপর ঐ incke this " -- নক্সা অণক কাগজখানি জন ক্রুসি (John Kreusi) নামক তাহার একজন কারিকরকে দিয়া বলিলেন— এই যন্ত্রটি তৈয়ারী করিয়া দেও-আঠারো ডলার পারিশ্রমিক পাইবে । জন জুলি নক্সাটি দেখিয়৷ Ջե- Հ