পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•- __कानन्बtक्टौ चठनः।। শব্দ শুনিতে পাও । কাজেই, রেকর্ড গ্রামোফোনের একটি প্রধান অঙ্গ। এই রেকর্ড কিরূপে প্রস্তুত হয় এখন সে কথা বলিতেছি। অণুবীক্ষণ বঙ্গের দ্বারা দেখিলে আমরা দেখিতে পাইব যে, রেকর্ডের উপর সারি সাবি চক্রাকার ঢেউ-খেলান অতি স্বাক্ষ প্রণালী থাকে। আধুনিক রেকর্ডের আণুবীক্ষণিক চিত্র এই প্রণালীব গভীরতা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় এবং রেকন্ডের সর্বত্রই উহা সমান থাকে। ইঞ্চিতে ১০০টি প্রণালী বৰ্ত্তমান থাকে এবং গ্রামোফোনের স্থচ (needle) এই প্রণালীব ভিতর দিয়া ক্রমশ: পুবিয়া ঘুবিয়া বেকর্ডের কেন্দ্রস্থলের দিকে আসে। সাদাসিদে প্রণালীতে নিডলটি কেবল ঘুরিয়া যাইত— কোনও শব্দ হইত না, কিন্তু বেকর্ডের প্রণালী আড়া আড়িভাবে ঢেউ খেলান। ঢেউয়ের অঙ্গ হইতে তাহার মাথ পর্যান্ত স্থান হইতেছে -3r ইঞ্চি । নিডল এইরূপে আড়াআড়িভাবে সেকেণ্ডে ২৫৬ বার গমনাগমন করিলে হর্ণ হইতে "সা" সুর বাহিব হইবে। প্রণালী বা ঢেউয়ের আকার গানের উপর নির্ভর করে। গান উচ্চস্বরে বাড়াইলে তাহার আড়াআড়ি দৈর্ঘ্য বাড়ে, এবং ধীরে গাহিলে কমিয়া যায়। অধিক উচ্চস্বরে গান হইলে একটি প্রণালী বা ঢেউ অম্ভটির উপর গিয়া মিশিয়া যাইবার ভয় থাকে। প্রণালী বা ঢেউয়েব চিত্র দেখ। ‘নিডল ঐরুপে আড়াআড়িভাবে প্রণালীর মধ্য দিয়া গমনাগমন করিলে কিরূপে “লাউও বক্সে" বা “শব্দ-মঞ্জুষায়” শব্দ হয়, এখন আমরা তাহারই আলোচনা করিব। পর পৃষ্ঠার চিত্রে দেখ, কিভাবে লাউও বক্সের ক্রমশ: উন্নতি করিয়া এখন স্পাইডার আকারের লাউও বক্সের প্রচলন হইয়াছে। স্পাইডার বা মাকড়সা লাউগু-বক্সে পূৰ্ব্বেকার দোষ অনেক কমান হইয়াছে। এখন বৈদ্যুতিক প্রথায় গান তুলিয়া লইয়। এই লাউও বক্স ব্যবহার করিলে গানের বিরুতি হয় না, এবং গান বেশ স্পষ্ট বুঝিতে পারা যায়। নিভুল আণুবীক্ষণিক প্রণালীর মধ্যে

  • क-मश्रूषा

গমনাগমন করিলে, ইছার সহিত সংযুক্ত স্পাইডার চাকতি : ('diaphragm') কম্পিত হয়। এই চাকতি বা ধাতুফলক হালকা এলুমিনিয়াম মিশ্রিত ধাতুর চাদর হইতে তৈয়ার হয়। চাকৃতির . স্পাইডার আকৃতি হইলে, কম্পিত চাকৃতি হইতে অধিক পরিমাণে শব্দ উত্থিত হয়। চাকৃতিৰ পরেই সাউণ্ড বক্সের “সাউণ্ড চেম্বার” ব৷ শব্দ-কোটর আছে এবং চাক্‌তি কম্পিত হইলে এই কোটরে অর্থ প্রকটনকাৰী চোঙ্গ, অবস্থিত বায়ুতে চাপের হ্রাস ও বুদ্ধি হয় এবং সেইখান হইতে শব্দ হৰ্ণ বা চোঙ্গের ভিতর দিয়া বাহিরের বায়ুতে বিস্তারলাভ করে। dשא"ל צ 24—F. 4