পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ीन्दन्न्वाश्वौ =युतः। এখন যে বৈদ্যুতিক প্রথা চলিয়াছে, তাহাতে গান তুলিয়া লওয়া সহজ হইয়াছে। গান অতিশয় । গ্রামোফোন হইতে বৈদুতিক ক্রিয় দ্বার শব্দ বঞ্চিত কfaয়। লাউডম্পিৰায়ে গান কৰা হয়। সচরাচর মেলা ৰ৷ টকি হাউসে এই প্রকারে গান ছয় । এই সময় গ্রামোফোনেৰ শব্দ মুম্বার বদলে “গ্রামোফোন পিক-আপ" বসাইরা দেওw ছয় । এই जि:ि "भाcमtरक्tनf** श्रt५*******८६ ।। ক্রিয়া-কৌশল অনুযায়ী হইতে পাবে এবং নানা পক1র আহধঙ্গিক বাহিরের শব্দ (noise) যাহাতে রেকর্ডে না উঠে, তাহারও ব্যবস্থা করা হয়। এই সকল কারণে বৈদ্যুতিক প্রথায় রেকর্ড তুলিয়। লইলে গান স্পষ্ট হয় এবং গানের বিকৃতি হয় না। প্রথমে বৈছাভিক মতে একটি মাষ্টার রেকর্ড (Maste Record)? eila **iew aat witz stri হইতে ইচ্ছামত হাজার দুই হাজার রেকর্ড প্রস্তুত হইয়া থাকে। এই বৈদ্যুতিক প্রথা, আমেরিকার বেল টেলিফোন লাবোরেটারি হইতে প্রচলিত হয়। অতি উত্তম এবং বড় মাইক্রোফোনেব নিকট গান করা হয় এবং ধায়ুর চাপের হ্রাস-বৃদ্ধি, বৈছাতিক তরঙ্গে রূপান্তরিত করা হয় এবং এই ৰৈঞ্জাতিক তরঙ্গ ==[ē arwfgętzt? (Valve-amplifier) wtal বাড়ান ছয। পরে অার একটি প্রবাহ কম বেশি করিবার পর যন্ত্রের ভিতর দিয়া ইহা রেকর্ডিং যন্ত্রে প্রবেশ করে। রেকর্ডিং যন্থটির কৌশল আত অফিসের কৰ্ত্তা এড়িফোনের সাহায্যে চিঠির উত্তর দিতেছেন। উচ্চ হুইলে তাহাকে নিম্ন করা, বা অতিশয় ক্ষীণ হইলে তাছাকে উচ্চ করা, এ সকল কাৰ্য্য বৈছাতিক সামান্ত। মোটবে যেমন ফিল্ড কম্বেল থাকে, সেইরূপ ইংর একটি বৈদ্যুতিক ভারের কুণ্ডলী ףטאטמ