Z Z শর্শনিক বেদ ও উপনিষদের যুগ –সন্তাকাম জালাল উপনিষদের যুগে দৰ্শন শাস্ত্র শিক্ষা করিতে চইলে শিক্ষার্থীকে সমিং কাচ হাতে করিয়া শিক্ষকের নিকট উপস্থিত হইতে হইত এবং তিনি শিক্ষণ দিতে সন্মত হইলে তাহার বাড়ীতে বাস করিধা সেবা-শুশষাদ্বারা তাহাকে সন্তুষ্ট করিয়ার্তাচার নিকট হইতে বিদ্যা গ্রহণ করিতে হইত। সেই যুগের এইরূপ একটি পিঙ্গাণীর নাম ছিল সত্যকাম, অাব তব মা'র নাম ছিল জবালা। গুরুর কাছে গেলেই তিনি নাম, গোত্র, বাবার নাম ইত্যাদি জিজ্ঞাসা করিতেন, তাই সত্য কাম এক দিন তাব মাকে কহিল, “মা, আমি দর্শনশাস্ত্র পড়িবার জন্স গুরুর নিকট যাব ; তিনি ত আমার বাবার নাম ও গোত্র জানিতে চাহিবেন, সেটি আমায়ু বলিয়া দেও।" মাতা ছেলেব প্রশ্ন শুনিয়া কছিলেন, "তোমার জন্মের পর তোমার পিতাকে আমিও আর দেখি নাই ; এবং তঁাব কোনও পরিচয়ই তিনি আমায় দিয়া যান নাই। আমার নাম জবালা , তুমি সেই হিসাবে "জাবাল এই খ্যাতি পাইলে ; আমি তোমার নাম রাখিয়াছি সত্য কাম"। গুব তোমার পরিচয় জিজ্ঞাসা করিলে বলিও, তুমিও সত্যকাম জাবাল।" হারিক্রমত নামক ঋষির নিকট সত্যকাম বিষ্ঠা শিক্ষার জন্ত উপস্থিত হইল। ঋষি পরিচয় জিজ্ঞাসা করিলে সে মা’র শিক্ষামত উত্তর দিল। বালকের मठावांनिष्ठाग्र ७ **ळेeiविडtग्न ७द्र ठाउारु गढ़ठे হইয়া কহিলেন, “আব্ৰাহ্মণ এমন স্পষ্ট কথা কহিতে পারে না, সুতরাং তুমি নিশ্চয়চ বাহ্মণ হইলে । তুমি আমার এখানে থাক, মামি তোমাকে শিক্ষা দিব। আপাততঃ আমার কাজ কৰ্ম্ম দেথ ।" এই বলিয়া রুশ ও দুৰ্ব্বল চারি শত १|lॐौ ठtश्ttदं बुद्ध्व' श्न। निtन्,न ८५* द३िto न, "ইহাদিগকে বলে চরাইতে থাক : বাচ্চা হইয়া হইয়া ইeাদের সংথা। যখন এক হাজার হইবে তখন ইছাদিগকে লইয়া দলে ফিরিও, তার আগে নয় । তার পর আমি তোমাকে উপদেশ দিব।” গরগুলিকে লইয়া সত্যকাম বনে বাহির হুধা গেল। তার পর যখন তাছাদের সংখ্য হাঞ্জাব হইল তখন একদিন সেই গরুর দলে যে একটা ঘাড় ছিল সেটী সত্যকামকে কহিল, "এখন আমাদেব সংখ্যা এক হাজার হইয়াছে, তুমি আমাদিগকে গুহে ফিরাইয়। লষ্টয়া চল । তোমার যত্নে আমরা সন্তুষ্ট হইয়াছি, সেই জন্ত ভগবান সম্বন্ধে আমি তোমায় একটু উপদেশ দিব। পূৰ্ব্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ এই চারিটি দিক যে আমরা দেখি, তাংতে ভগবান নিজেকে প্রকাশ করিয়াছেন , এক একটী দিক্ ৰ্তাহাব এক একট অংশ। আমি তোমায় এই পৰ্য্যন্ত বলিলাম-এর বেশ যদি জানিতে চাও, অগ্নির নিকট উপদেশ পাইবে।” পর দিন সত্যকাম সন্ধ্যাবেলায়ু গরুগুলি বাধিয়া আগুন জালিয়া একটা যজ্ঞ কাষ্ঠ হাতে করিয়া সেই আগুনের দিকে মুখ করিয়া বলিল। কিছুক্ষণ পর আগুনের ভিতর হইতে কথা শোনা গেল,“সত্যকাম্,
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।