পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপুরুষ হজরত মুছন্মদের জীবনী তোমরা *পড়িয়াছ (শিশু-ভারতী, ৭১১ পৃষ্ঠা)। তিনি ইংলোক ত্যাগ করিলে পর র্যাম্বারা একে একে ইসলামের পরিচালনা,ার গ্রহণ করেন, তাহাদের উপাধি ছিল খফিা। ইসলাম শন্ধেব অর্থ মুসলমান ধৰ্ম্ম (Muhammodonism) 1 4è প্রাচীন আরবী পদটির অর্থ হইতেছে-খোদার পরম সত্তার নিকট ston's otolo Resignation to the Divine will "fowl again ori ool থাকে। হজরত মুহম্মদ যাহা প্রচার করিয়া ছিলেন, তাহার সারমন্ম হইতেছে-আল্লাহর একত্ব। আর এই খলিফা আরবী শব্দের অর্থ নায়ক বা পরিচালক ; তোমরা ইংরাজীতে যাহাকে বল 'commander.' অনেকে উত্তরাধিকারী এইরূপ অমুবাদও করেন, অর্থাং যাহারা এই উপাধি গ্রহণ করিয়াছিলেন, ধৰ্ম্মসম্বন্ধে তাহার। মুহম্মদের উত্তরাধিকারী বলিয়া গণা। 'কমাণ্ডার" যেমন সৈন্ত চালনা করেন, ইসলামের খলিফাও তেমনি ইমানদার মুসলমানগণকে পরিচালনা করেন। এই খলিফা শব্দ চইতে বেশ বুঝিতে পারিতেছ যে, ইসলামের ভিতর একটু সামরিক ভাৰ আছে। তোমরা এ বিষয়ে একটু ভাবিয়া দেখিলেই এবং একটু লক্ষ্য করিলেই বুঝিতে পারিবে যে, মুসলমানগণ যখন नमांछ *रफ़न, यश्वन टैशद्र! मणरुक रुझेब्रा 4कनtत्र বিশ্বাসীদের পরিচালনা করিয়াছিলেন। S0S S LSS0SLS S S0SSSAAAAAAS S J


T -

দাড়ান, তখন এক শ্রেণীর পশ্চাতে আর এক শ্রেণী ; তার পশ্চাতে এক শ্রেণী, তারপর আবার এক শ্রেণী, এমনি করিয়া দঁাড়াইয়া নমাজ পড়েন। তারপব প্রথমে যখন ইমাম নমাজের পবিত্র বাণী উচ্চারণ করেন, তখন সকলে তাছাকে অনুসরণ করেন। ইমাম কানে হতে দেন; উপাসনারত মুসলমানেরাও কানে হাত দেন, ইমাম জালুতে হাত দেন, উপাসনারত মুসলমানগণও জামুতে হাত দেন; ইমাম নতজানু स्हेग्ना বলেন, মুসলমানগণও নতজালু হইয়া বসেন। সৈন্তাধাক্ষেব নিদেশক্রমে যেমন সৈন্যগণ উঠে, বসে, পাশ্ব পরিবর্তন করে, মুসলমানগণও তেমনি তাহাদের পরিচালকের আদেশে উঠেন, বলেন। তাছাদের সকল প্রকার জীবনধারার ভিতরে একটা সামরিক সঙ্ঘবদ্ধ ভাব রছিয়াছে। সেই পরিচালক’ অর্থে খলিফাদিগকে বুঝিতে হইবে। খলিফারা একাধারে ধম্মোপদেষ্ট ও রাঙ্ক ছিলেন। কারণ, সশস্ত মুসলমান সম্প্রদায় ইহাদিগকে শুরু বলিয়া স্বীকার করিত এবং সমস্ত মুসলমান-বাজ্য ই হাদিগের শাসনাধীন ছিল। হজরত মুহম্মদের জীবিতকালে তিনি নিজেই দুর্গাপ্ত, কুসংস্কারাচ্ছন্ন আরবজাতিকে সংযত করিবার ভিতর মহাপুরুষ মুহম্মদের অসাধারণ মহত্ব, প্রীতি ও ভালবাসা ছিল ।