ওই দেখ মা ওই দেখ মা আকাশ পানে চেয়ে, মুখখানি মার হ’ল যে ধবধবে, সত্যি ও কি নীল-গগনের মেযে ? দিনের আলোয় এমনি শাদা র’বে ? ওকে দেখে কী মনে হয় জান’ ? ~ | আলোর ফানুস আকাশে ঝুলা খেলনাগুলোর হ’ল নুতন রূপ, চাদে কি মা আছে রূপের কৃপ । এক পয়সার কুমড়া-ফালির মত চাদের আলোয় ওঠে যে ডুব দিয়া কদিন আগে চিল ও জানত। জ্যোমামাখা হয় কি মা তা’র হিয়া ? ॐ ल यूरन ७कः fकप्ले क'rद्र w রবারের বল যেন ফ -এর জোরে । - যেন ফু চাদের পাশে ওই দেখ মা তারা, তোমার পাশে আমি যেমন ধারা। ওরে ও চাদ, ওরে মনোহর, চাদের খুকী হবে অনুমানি, তোর আলোতে উজল হ’ল ঘর, আমি যেমন তোমার পুটরাণী । প্রদীপ আমি সাঝের দীপ, কাজল তুলি দিয়া, নিশাঁখিনীর আধার ভালে পরায়ে দিমু টিপ, কেমন ছবি রেখেছি দেখ দেয়ালে অঙ্কিয়া ! তোমরা এসে ছুটি, নুতন খেলা শেখ দেউটি পরে দীপ্তিভরে উঠেছি দেখ ফুটি । আঙ্গুলগুলি জড়ায়ে খুলে তাদের ছায়া দেখ। বস আমার কাছে, কুকুর ও হাস একটু দূরে থেকে তথাপি, আগুন লাগে পাছে। দিৰে আঁকিয়া শুভ্রপটে শুধু আঙ্গুলের ফাস। ক’রো না হুড়াকড়ি, काtला झ्ोग्नाग्न भैं९| ছুয়োন মোরে করি মিনতি হাতটি যাবে পুড়ি'। উঠিলে ফুটি প্রজাপতি ও খরগোসের মাথা । হাওয়া যে দেয় দোলা, নিভে আসিবে যবে, জানাল আর দরজাগুলি সব রেখোন খোলা। দিয়ে ঢালিয়া একটু তেল শিখাটি বেঁচে রবে। আমারে দোলা দিলে नाना ब्रछर्नेौ शब्रि, দেয়ালে দেখ ছায়ার ওই নাচে সকলে মিলে। অাধার ঘরে জলিৰ অামি জাগ্রত প্রহরী। bbr obo
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।