পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লশক্ষিণাত্যেনুন্ন উপকথা এক বনের মধ্যে প্রকাও এক সিংহের বাস। সমস্ত জীবজন্তু তার ভয়ে অস্থির। প্রত্যেক দিনসে কত যে জন্তুর প্রাণনাশ করে, তার অার সীমাসংখ্যা নেই। সবগুলিই cय *५fप्र ७nबन७ नग्नপ্রাণিহত্যাতেই যেন তার আনন্দ । পশুবাজ্যে মহা আতঙ্ক উপস্থিত হয়েছে , কি যে তারা করবে, তার ভেবে পায় না। নিজের বাসা ছেড়ে বা'র হতে পর্যাস্ত তাঁদের ভয়--পাছে সাক্ষাত যমের সামনে পড়ে। অথচ খাওয়ার যোগাড় না করলেও ত চলে না । এই রকম সময়ে একদিন এক শিয়াল ও শিয়ালনী ক্ষিদের অস্থির হয়ে বনের মধ্যে বেরিয়ে পড়েছে । কোথাও কোন খাবাব খুজে পায় না। শিয়ালনী বলল, “দেখ, আজ আমাদের ছয় খাবারের অভাবে, নয় সেই হতভাগা সিংহটার হাতে মরতে হবে দেখছি।” শিয়াল বলল, “সাবধানে চল, ক্ষিদের জালায়ও ত অাব পাবি না।” এই ব’লে যেই তার একটু এগিয়েছে অমনি সমস্ত ৰন কঁাপিয়ে সিংহেব গৰ্জ্জন শোনা গেল। শিয়ালনী বলিল, “এই বারেই সৰ শেষ, ঐ যে সেই হতভাগাটার ভয়ানক মৰ্ত্তি দেখা যাচ্ছে। আমার ত যেন শরীব এখনই অসাড হয়ে আসছে!” শিয়াল বলল, “চুপ। ঠিক হয়ে দাড়াও, একবার শেষ চেষ্ট। ত ক'রে দেখি ।” এই ব’লে লে গুটি গুটি ক’রে সিংহের সামনে এগিয়ে চলল। শিয়ালনী আর কি করে, সেও ধীরে ধীরে শিয়ালের পিছনে পিছনে যেতে লাগল। শিয়াল সিংহের সামনে গিয়ে কায়দ মাফিক দণ্ডৰং ক’রে যেই দাড়িয়েছে, অমনি ভীষণ চীৎকার ক’রে সিংহ জিজ্ঞাসা করল, “কি, পালাচ্ছিলি কোথায় ? সিংহ রাজা ও ধুৰ্ত্ত শৃগাল .." " त्रिप्रल इtडtकi७ क'tव्र वwल, “म९द्राङ, श्रां*নারই দর্শনে আলছিলাম। কিন্তু পথে এক মহাবিয়!” সিংহ বলল, “বিশ্ন আবার কি ? এসব 5tटt[क श्राभाद्र कttछ् ५fफे८न न1 । व्tभtद्र - রাজত্বে থেকে জামাকেই ফাকি দিতে চাস, এত বড় জাম্পদ্ধ।" {শিয়াল বলল, “মহারাজ, আপনি বিশ্বাস করছেন না, কিন্তু এই মাইল খানেক দূরে আর এক সিংহ এসে আস্তান গেড়েছে। অামাকে সে ত কিছুতেই ছাড়বে ন!—বলে, 'কে তোদের রাজা ? আমিই এ পনের প্রভু, আবার কে কোথায় আছে ?" আমি অনেক ধ’লে ক’য়ে অঙ্কমতি নিয়ে হুজুরের দশনে এসেছি, আবার এখনি ফিলে যাব, এই রকম ঠিক হয়েছে, না হলে লে নাকি অনর্থ ঘটাবে।” সিংহ ত একথা শুনে রেগে অস্থির । বলল, “আমাকে এত বড় অপমান! কোথাকার কে উত্ত্বে এসে জুড়ে ব’সে বলে কি না সে-ই এখানকার রাজা ! চলত দেখে আসি, কত বড় তার বুকের পাট।” শিয়াল বনের মধ্যে দিয়ে পথ দেখিয়ে সিংহকে এক প্রকাগু কৃয়ার কাছে নিয়ে গেল। বলল, “মহারাজ, দেখুন আপনার আসবার সাড়া পেয়ে বোধ করি সে ভয়ে এই গর্তের মধ্যে লুকিয়েছে। এইখানেই তাকে আমি দেখেছিলাম।” সিংহ এক লাফে কুয়ার পাড়ে গিয়ে ভিতরে তা কাল । পরিস্কার জলের মধ্যে তারই মুখের ছায়াকে অন্ত সিংহ মনে ক’রে সে ভীষণ গৰ্জ্জন ক’রে উঠল। কুয়ার মধ্য দিয়ে আরো জোবে সেই গৰ্জ্জনের প্রতিধ্বনি উঠে তাকে রাগে অস্থির করে তুলল । ভীষণ আক্রোশে অন্ত সিংহকে আক্রমণ কববার জন্য লাফ দিয়ে সে কুয়ার মধ্যেই পড়ল আর সঙ্গে BBBB B BB BBD SLL0S DD DS BB BBB BBB BBB BB BBGG DDtS ttDD তোদের কি দশা করি দেখ, ।” মনের আনন্দে নাচতে নাচতে বাড়ী ফিরে গেল। " У се Ф 24—F. 9