"...
- Aw!
i. TI o -- -
o পত্তি দিন দিন বুদ্ধি পাইতে থাকে । আমেরিকা হইতে বহু জাহাজ স্বর্ণ প্রভৃতি ধাতু এবং মূল্যবান বাণিজ্যদ্রব্যাদিতে বোঝাই হইয়া স্পেনের তীরে আসিয়া ভিড়িত। বলা বাহুল্য, আমেরিকার বাণিজ্য স্পেনিয়ার্ডগণের একচেটিয়া ছিল । নূতন মহাদেশ হইতে যে সমস্ত বাণিজ্য-দ্রব্য স্পেনে আসিত, তাহার ক্রয়-বিক্রয় শুধু স্পেন দেশেই আবদ্ধ ছিল। স্পেনিয়ার্ডগণের ইচ্ছা ছিল যে, নূতন মহাদেশের বাণিজ্য-ব্যাপারে অন্য কোন ইউরোপীয় জাতি হস্তক্ষেপ না করে। সেইজন্য স্পেনের তদানীন্তন রাজা এক আদেশ প্রচার করিয়াছিলেন যে, স্পেনিয়ার্ডগণ নূতন জগৎ হইতে আনীত বাণিজ্যদ্রব্যাদি স্পেনের অধিবাসী ভিন্ন অম্বা কোন দেশের লোকের নিকট বিক্রয় করিতে পারিবে না। এই সময় ইংরেজ বণিকের ভূমধ্যসাগরের উপকূল-ভাগ দিয়া বাণিজা করিতেছিল। স্পেনিয়ার্ডগণ কর্তৃক আমেরিকা আবিষ্কারের সংবাদ তাহারা জ্ঞাত থাকিলেও আমেরিকায় যাইয়া তথাকার অধিবাসিগণের সঙ্গে বাণিজ্য করা সম্বন্ধে বিশেষ আগ্রহ তাহাদের ছিল না। তাহার কারণ, ইংলণ্ড 25–F. 1 ಇಗ್ಬHಲ್ಲ! =a - - 壓 عن - জন হকিনস্ ও ড়েকের আদি সমুদ্র-যাত্রা স্পেনিয়ার্ডগণের নূতন - জগৎ আবিষ্কাবের পর হইতে -冕鲸 - স্পেনের ঐশ্বৰ্য্য এবং প্রতি- Z"ঙ্ক - (I j: - ro [. o اتاقهای تا-۲ عر -
ও স্পেনের মধ্যে উপরি উপরি তখন একটু সস্তাব ছিল এবং পাছে নুতন মহাদেশে বাণিজ্য করিতে গেলে স্পেনিয়ার্ডগণের সঠিত কোনরূপ সংঘর্ষ বাপে, এই আশঙ্কায় তাহারা আমেরিকা যাওয়ার চেষ্টা হইতে বিরত ছিল। কিন্তু কালক্রমে যখন নূতন জগতে স্পেনের অত্যধিক সাফল্যের কথা শুনিতে লাগিল, তখন তাহীদের মনেও আমেরিকা। যাইয়া বাণিজ্য করা সম্বন্ধে এক প্রবল বাসনা জাগিয়া উঠিল। ইংরাজ-বণিকেরা ঠিক করিল—স্বযোগ এবং উপযুক্ত অর্থ-সাহায্য পাইলেই তাহার একবার তামেরিকায় বাণিজ্য বরিতে যাইবে । রাণী এলিজাবেথের সময়ে (১৫৫৮-১৬০৩) হকিনস নামক একজন ইংরাজ বণিক আমেরিকা হইতে আগত কোনও একজন বিশ্বাসযোগ্য লোকের নিকট শুনিতে পাইলেন যে, পশ্চিম ভারতীয দ্বীপপুঞ্জে বাটচাষের জন্য স্পেনিয়ার্ডগণের বহুসংখ্যক মজুর দরকার, এবং মজুরী কাজের জন্য আমেরিকার আদিম অধিবাসীরা মোটেই উপযুক্ত নয়। হকিনস সুযোগ বুঝিযা ঠিক করিলেন যে, আফ্রিকার পশ্চিম উপকুলম্ব গিনি অঞ্চল হইতে কৃষ্ণকায় নি গ্রাদিগকে কৌশলে ধৃত করিয় তাহাদিগকে নূতন জগতে