পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-জ্ঞশঙ্কভীr লইয়া গিয়া হিসপ্যানিওয়া দ্বীপে স্পেনিয়ার্ডদিগের নিকট বিক্রয় করিবেন। হকিনস স্থির করিলেন, এখন হইতে তিনি কেবল দাস ব্যবসায়ই চালাইবেন ; কারণ ইহাতে ভবিষ্যতে অনেক লাভের সম্ভাবনা রহিয়াছে। ১৫৬২ খৃষ্ঠাব্দে তিনি প্রথম আমেরিকা যাত্রা করেন । এই বারে তিনি জাহাজ বোঝাই করিয়া বহুসংখ্যক নিগ্রো দাস সঙ্গে লইয়া গিয়াছিলেন । তিনি নিগ্রোদিগকে স্পেনিয়ার্ডদিগের নিকট ক্রীতদাসরূপে বিক্রয় করিয়৷ তদ্বিনিময়ে বহু r ישי: ע - * or 1 fr .זיוה 4ו go! ...too "i". - *、 - T N་ཧྥུ་ দাসে জাহাজ ভৰ্ত্তি করিয়াছিলেন। হকিনস offatos sozoa (Caribbean sea) উপকূল ভাগ এবং জ্যামেকা, কিউবা (Cuba) প্রভৃতি অঞ্চল ভ্রমণ করিয়া নিগ্রোদিগকে বিক্রয় করেন। তারপর তিনি ফ্লোরিডার উপকূল ভাগ দিয়া এবং উত্তর আমেরিকার উপকূল ভাগ দিয়া অগ্রসর হইয়া নিউফাউণ্ডল্যাণ্ড দ্বীপে পৌছেন। ভবিষ্যৎ যুক্তরাজ্যের উপকূল ভাগ দিয়া ইংরেজগণ এই সৰ্ব্বপ্রথম জাহাজ চালনা করেন । হকিনস্ নিউফাউণ্ডল্যাণ্ড হইতে ইউরোপে প্রত্যাবৰ্ত্তন করিয়ছিলেন। ডেলfrওগো ড্রেকের ভ্রমণ পথ [ *পূথিবীর চতুৰ্দ্দিকে ] (১৫৭৭–১৫৮০) চামড়া, চিনি এবং মূল্যবান বাণিজ্যদ্রব্যাদি লাভ করিয়াছিলেন । এই প্রকারে লব্ধ বাণিজ্য দ্রব্যাদি বিক্রয়ের জন্য তাহার কিছু কিছুস্পেনে পাঠাইয়াছিলেন কিন্তু স্পেনের তৎকালের আইনামুযায়ী স্পেনিয়ার্ডগণ র্তাহার প্রেরিত দ্রব্যাদি ক্রয় করিতে সাহসী হয় নাই । - ১৫৬৪ খৃষ্ঠাব্দে হকিনস দ্বিতীয়বার সমুদ্রযাত্রা করেন। এই বারেও তিনি বহুসংখ্যক নিগ্রে! হকিনসের তৃতীয় যাত্রা ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য । এইবারে তিনি যখন দাস বিক্রয় শেষ করিয়া দেশের দিকে ফিরিতেছিলেন, তখন মেক্সিকোর উপকূলে র্তাহার জাহাজগুলি এক ঝটিকার আবর্তে পড়িয়া দিশাহারা হইবার উপক্রম হইয় উঠে। হকিনস উপায়ান্তর না দেখিয়া নিকটস্থ স্পেনীয়দের অধিকৃত একটি বন্দরে অনেক কষ্টে s*२२