mگے۔ rgت۔-ویہ ہ-f -۔ আটলাণ্টিক মহাসাগরের উপকূলে কোন একটি বন্দবে নীত হয় । এই বন্দরের নাম Nombre de Dios 1 AE ARTA SEC S ঐ সমস্ত ধনবতু স্পেনে চালান দেওয়া হয় । কাজেই, এই বন্দরেই ড়েক স্পেনিয়ার্ডদিগের ধনরত্ব লুণ্ঠন করিবেন বলিয়। স্থির করিয়াছিলেন। ডেক বন্দরে উপস্থিত হইয়া অধিকাংশ স্পেনিয়ার্ডকে সেখান হইতে তাডাইয়া দিলেন এবং তথাকার সমুদয় ধনরত্নেব ভাণ্ডার লুণ্ঠন করিয়া তাঙ্গ জাহাজে লষ্টয়া যাইতে লাগিলেন । এই সময়ে অলক্ষ্যে একটি গুলি আসিয়া ডেকের শরীবে বিদ্ধ হয। তিনি আঙ্গত হইয়া ভূপতিত হন। তাহার লোকজন তাহাকে বহন করিয়া স্তার ফান্সিস ড্রেক ( একখানা প্রাচীন চিত্র হইতে ) জtহাজে লইয়া যায়। কারণ, তাহাদের কাছে মূল্যবান ধন-রস্তু অপেক্ষা তাঙ্কাদের অধ্যক্ষের জীবন আরও অধিক মূল্যবান ছিল। ইহাৰ পৰ কয়েক সপ্তাষ্ঠের ভিতর ইংরেজ লুণ্ঠন করে। স্পেনিয়ার্ডগণ বহুবিধ সতর্কত। অবলম্বন করিয়াও ইংরেজদিগের এই পুনঃপুনঃ অতর্কিত বাণিজ্যপোত আক্রমণে বাধা দিয়া বিশেষ সুবিধা করিতে পারে নাই। এই সময় আমেরিকাব অন্তর্ভাগে Cimarrous-নামক এক জাতীয় অৰ্দ্ধ সভ্য লোক বাস করিত। তাহাদের সঙ্গিত স্পেনিয়ার্ডদিগের প্রায়ই লিবাদ-বিসংবাদ হইত। কারণ, স্পেনিয়ার্ডর তাহাদিগের সহিত খুব খারাপ ব্যবহার করিত। ড়েক স্পেনিয়ার্ডদিগের । উপর অসন্তুষ্ট এই সমস্ত আদিম অধিবাসীদের সহিত যোগদান কবেন এবং তাহারাও র্তাহার উদেশ্য সাধনে যথাসাধ্য সাহায্য কবিতে প্রতিশ্রত হয়। বহুদিন নীরব অপেক্ষাৰ পর আদিম অধিবাসিগণ সংবাদ পাইল যে, পেরুর ধন-রত্ন শীঘ্রই ডারিয়েন যোজকের উপর দিয়া Nombre de Dios Rowtox futo 3 sal হইবে। ড়েক তাহার লোকজন লষ্টয়া এই হুযোগের প্রতীক্ষা করিতে লাগিলেন। মাত্র পনের জন সঙ্গী এবং ত্ৰিশ জন আদিম অধিবাসী লইয়া ড়েক এই বিপৎসকল অভিযানে অগ্রসর হইলেন। সমুদ্রের উপকূল ভাগে বন্দরের নিকটবৰ্ত্তী একটি ঢালু প্রাস্তরে একটি বনের মধ্যে তিনি আপনার লোকজন স্থাপন করিলেন। প্রাকৃতিক দৃশ্যপরিপূর্ণ সেই শ্যামল বনানীর এক বৃক্ষোপরি আরোহণ করিয়া ড়েক চতুৰ্দ্দিকে দৃষ্টিপাত করিলেন। পুর্ব ও পশ্চিমদিকে তিনি অনস্ত জলরাশি দেখিতে পাইলেন। পশ্চিমে প্রশান্ত মহাসাগরের দিগন্তবিস্তৃত নীল জলরাশি তাহার দৃষ্টি মুগ্ধ করিয়া দিল। বারিধিবক্ষে সতত সঞ্চরমাণউৰ্ম্মিমালার কল্লোলগীতি যেন তাহাকে কোন মহদুদ্দেশ্য সাধনের জন্য আহবান করিল। র্তাহার মনে ঐ সমুদ্রে যাত্রা করিবার জন্য এক প্রবল বাসনা জাগিয়া উঠিল। প্রতিজ্ঞা করিলেন,কোন নাপিকগণ স্পেনিয়ার্ডদিগের বহু বাণিজ্যপোত একদিন তিনি ঐ সমুদ্রে যাত্রা করিবেন। Տ ՋՀ8
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।