•ि(ख-पछाञप्डौ দিয়া জাহাজ চালাইয়া অবশেষে তাহারা ব্ৰেজিলের উপকুলে পৌছেন। এই দেশের আদিম অধিবাসিগণ ড্রেকের জাহাজের ধ্বংসের জন্য নানা দেবদেবীর মূৰ্ত্তির নিকট অর্ঘ্য দান করিয়াছিল। দক্ষিণদিকে অগ্রসর হইয়া তাতারা প্লাটা নদীতে (River Plata) প্রবেশ করিলেন। এখানে তাহারা স্বচ্ছ পানীয় জল প্রাপ্ত হইলেন। কিছু দূরে র্তাহার একটা সুন্দর বন্দর দেখিতে পাইলেন । এই নদীতে র্তাহার বহু সীলমৎস্য শিকার করিয়াছিলেন । তারপর ভাগর। পাটাগোনিযাদেশের উপকূল দিয়া দক্ষিণ দিকে চলিতে লাগিলেন । এই দেশের লোকেরা ড়েক এবং তাহার লোকজনের সঙ্গে খুব ভাল ব্যবহাৰ করিয়াছিল। এমন কি, তাতারা ড়েকের সহিত বাণিজ্যাদিতেও লিপ্ত হঠযাছিল। সেণ্ট জুলিয়ান বন্দরে উপস্থিত হইয়া ডেক জানিতে পারিলেন যে, ক্যাপ্টেন Etēst (CaptainDoughty)-atre, štsta একজন প্রধান সঙ্গী তাহার বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করিতেছে । তিনি তৎক্ষণাৎ ডাউটির সম্বন্ধে সমস্ত তথ্য অবগত হইয়া তাহাকে ইংলণ্ডের তদানীন্তন আইনানুসারে অভিযুক্ত করিয়া তাহার প্রাণদণ্ডের বিধান করিলেন। এই সেন্ট জুলিয়ান বন্দরেই ম্যাগেলান শীতকালটা কাটাইয়াছিলেন। সেণ্ট জুলিয়ান বন্দরে দুষ্ট মাস অবস্থান করিয়া ড়েক ম্যাগেলান প্রণালীৰ উদ্দেশে দক্ষিণ দিকে অগ্রসর হইয়া তিন দিবস পরে সেখানে পৌছেন। এই প্রণালীতে ড়েক বিশেষ অস্থবিধা ভোগ করিয়াছিলেন । কারণ, স্থানে স্থানে প্রণালীর গতি এত বক্র যে, ইহার মধ্যে পথ খুজিয়া পাওয়া খুব কষ্টকর। এই প্রণালী এত গভীর যে, ইহাতে সব স্থানে নোঙ্গর করা যাইত না। প্রণালীর উভয় পাশ্বের পবর্বতের উচ্চতা দর্শনে র্তাহারা বিস্ময়াপন্ন হইয়াছিলেন । এই স্থানে একটি দ্বীপে র্তাহারা প্রায় ৩• • • পাখী শিকার ড়েক ইহাদের করিয়াছিলেন। প্রায় হুই সপ্তাহ পরে ড়েক ম্যাগেলান প্রণালী হইতে বাহির হইয়া দক্ষিণ সমুদ্রে পতিত হইলেন । এই সমুদ্রকে ম্যাগেলান প্রশান্ত মহাসাগর নাম দিয়াছিলেন। ড়েক কিন্তু এই মহাসাগরে বিন্দুমাত্রও শাস্তুভাব দেখিতে পাইলেন না। তিনি ম্যাগেলান প্রণালী হইতে বাহির হইয়া কিছুদূর পশ্চিমদিকে অগ্রসর হইবামাত্রই এক ভীষণ বাত্য বঙ্গিতে আরম্ভ করিল এবং সঙ্গে সঙ্গে সমুদ্র ভৈরব রবে গৰ্জ্জন করিয়া উঠিল। তারপর এক প্রবল ঝটিকা উত্থিত হইয়। তাহাদিগকে দক্ষিণ-পশ্চিম দিকে লইয়া যাইতে লাগিল। এই ঝটিকার সময় ‘মেরিগোল্ড' জাহাজখানি তাহার সমস্ত আরোহী সমভিব্যাকারে 'ম্যাগেলানবণিত প্রশান্ত মহাসাগরে’ নিমজ্জিত হয়। ড়েক অনন্তগতি হইয়া টেয়ারাডেল ফিওগো (Tirra del Fuego) দ্বীপপুঞ্জে ফিরিয়া আসেন। এই দ্বীপপুঞ্জে আসিবার সময় পথে এলিজাবেথ The Elizabeth) stattootfa Coo? নিজস্ব পেলিকান জাহাজ হইতে দূরে সরিয়া পড়ে। এলিজাবেথের ক্যাপ্টেন, ড়েকের দর্শন না পাইয়া ইংলণ্ডে প্রত্যাবৰ্ত্তন করেন। এই সময় হইতে ড়েকের পেলিকান জাহাজকে Golden Hind নামে অভিহিত করা হয়। যদিও এখন ডেকের মাত্র একটি জাহাজ অবশিষ্ট ছিল, তথাপি তিনি সম্মুখে অগ্রসর হইতে ভয় পাইলেন না। চিলি দেশের উপকূল ভাগ দিয়া তিনি উত্তর দিকে অগ্রসরহইতে লাগিলেন। কিয়দ রে গিয়া তিনি কোনও প্রয়োজন বশত: সেখানকার উপকূলে জাহাজ ভিড়াইলেন । এই অঞ্চলের অধিবাসিগণ স্পেনিয়াড়গণের অযথা অত্যাচারে তাহাদের উপর সবিশেষ অসন্তুষ্ট ছিল। কাজেই, তাহারা স্বভাবতঃ ড্রেক্কে স্পেনিয়ার্ডগণের বিরুদ্ধে সাহায্য করিতে রাজী হইল। নিকট হইতে শুনিতে > >ՀN»
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।