পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SDDB BBDDBB BLSBeTT BBB BBB SuD পাইলেন যে, নিকটবর্তী ভ্যালপারেসে (Valparaiso) বন্দরে একটা টাকা-পয়সা এবং মালপত্র বোঝাই স্পেনিস জাহাজ নোঙ্গর করিয়া অাছে। তিনি তৎক্ষণাৎ জাহাজ এবং লোকজন লইয়া উক্ত স্পেনিস জাহাজ অধিকার করিতে চলিলেন। তিনি বন্দরে যাইয়া দেখিলেন যে, মুষ্টিমেয় কযেকজন স্পেনিয়ার্ড ঐ জাহাজে অবস্থান করিতেছে এবং বন্দরেও বেশি লোকজন নাই। ড়েকের অতর্কিত আক্রমণে স্পেনিয়ার্ডগণ ছত্রভঙ্গ হইয়া পলায়ন করিল। ড়েক সহজেই জাহাজ এবং বন্দর দখল কবিয়া সমস্ত টাকা পয়সা এবং বাণিজ্য-দ্রব্যাদি লুণ্ঠন করিলেন । ইহার পর একজন বিশ্বস্ত গ্ৰীক নাবিকের সাহায্যে তাহার আরও উত্তরে লিমা (Lima) বন্দরের অভিমুখে অগ্রসর হইলেন। পথে র্তাহার। স্থানে স্থানে অবতরণ করিয়া স্পেনিয়ার্ডদিগের বহু টাকা পয়সা লুঠতরাজ করেন। একস্থানে একটি মৃত ব্যক্তির আচ্ছাদন হইতে র্তাহারা তেরটি রৌপ্য-মুদ্রা প্রাপ্ত হইয়া ছিলেন । আর এক স্থানে তাহারা আটটি পেরুদেশের মেষ (Llamas) প্রাপ্ত হন। লিমা বন্দবে বারটি জাহাজ অবস্থান করিতেছিল। ডেক সমস্তগুলিই লুণ্ঠন করিলেন। এই সমস্ত জাহাজ হইতে ড়েক অনেক রেশম এবং সূতার কাপড় সংগ্ৰহ করিলেন। তারপর ড়েক শুনিতে পাইলেন যে, অল্প কিছু সময় পূৰ্ব্বে একটা স্পেনিস্ জাহাজ (Galleon) অনেক মূল্যবান মালপত্র বোঝাই হইয়। উত্তরে পানামা যোজকের অভিমুখে রওনা হইয়াছে। তিনি ক্ষণকাল বিলম্ব না করিয়া উহার পশ্চাতে ছুটিয়া তাহাকে ধৃত করিলেন। এবং ইহার সমস্ত মালপত্র লুঠ করিলেন। এইরূপে অনেক জাহাজ লুঠ করিয়া এবং অনেক টাকা-পয়সা এবং মূল্যবান দ্রব্যাদি সংগ্ৰহ করিয়া ডেকের প্রতিহিংসার আগুন নিবিল। তিনি ভাবিলেন, স্পেনিয়াডগণের অন্যায়ের প্রতিশোধের জন্য তিনি অনেক কিছু করিয়াছেন। কাজেই, এখন র্তাহার দেশে ফিরিয়া যাওয়াই বাঞ্ছনীয় । ড়েক ভাবিলেন, পুনরায় ম্যাগেলান প্রণালীর দিকে গমন করা তাহার পক্ষে যুক্তিসঙ্গত হইবে না। তিনি স্পেনিয়াডদিগের যে-সমস্ত জাহাজ এবং বন্দর লুণ্ঠন করিয়াছিলেন, তাহার প্রতিশোধ লইবার জন্য হয়ত তাহারা সর্ণবদাই সচকিত রহিয়াছে । তারপর ম্যাগেলান প্রণালীর সম্মুখে সমুদ্রবক্ষের ঝটিকার প্রচণ্ডতায় হয়ত র্তাহার জাহাজের তুর্দশার সীম্য থাকিবে না । কাজেই নানাদিক্‌ ভাবিয়া চিন্তিয়া তিনি পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে, তিনি পশ্চিমদিকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়া ক্রমাগত জাহাজ চালাইয়া মশলা দ্বীপে (Spice Islands) পৌছিবেন এবং সেখান হইতে আফ্রিকার দক্ষিণে উত্তমাশা অন্তরীপ ঘুরিয়া দেশে ফিরিবেন। জাহাজের পক্ষে অনুকূল বায়ু পাইবাব জন্য ড়েক এবং তাহার সঙ্গিগণ ক্রমশঃ উত্তর দিকে জাহাজ চালাইতে লাগিলেন। ছয় সপ্তাহ *T*E. The Golden Hind ontoso এইভাবে চলিলে তাহার এক বরফের শীতল দেশে উপস্থিত হইলেন । এই স্থানে তাহারা একটি স্বন্দর উপসাগর (Bay) দেখিতে পাইয়াছিলেন । বৰ্ত্তমান সানফ্রানসিসকো (San Francisco) *** a* *otatotta? উপরেই অবস্থিত। এই স্থানের অধিবাসিগণ ডেকের সহিত খুবই সদ্ব্যবহার করিয়াছিল। তাহারা মনে করিয়াছিল, আগম্বুক ইংরেজগণ হয়ত কোনও দেবতা হইবেন । সেজন্য তাহার নানারূপ পূজার বন্দোবস্ত করিয়াছিল। তাহাদের রাজা ড়ে ককে সাদরে অভ্যর্থনা করিয়৷ তাহার হস্তে রাজ্যভীর অপণ করিলেন। ড়েক রাণী এলিজাবেথের নামে এই দেশ গ্রহণ করিলেন এবং ইহার নাম রাখিলেন New Albion । ড়েক এই স্থান ՖՀՀ Գ