-िअिs-पछान्क्लप्टौ পরিত্যাগ করিবার পুৰ্ব্বে তাহাদের সেস্থানে অবস্থানের চিহ্ন রাখিবার জন্য কয়েকটি স্মৃতিস্তস্ত নিৰ্ম্মাণ করাইয়াছিলেন । এই সমস্ত স্তস্তে তিনি রাণী এলিজাবেগের নাম খোদিত করাষ্টয়াছিলেন । এ দেশ পবিত্যাগ করিয়া ড়েক পুনরায় উন্মুক্ত বারিধিবক্ষে জাহাজ ভাসাইলেন । 37 Gąfna 4fRH The Golden Hind (HIG) পশ্চিমদিকে চলিতে লাগিল। তারপর ড়েক ফিলিপাইন দ্বীপপুঞ্জে আসিয়া উপস্থিত হইলেন। এই স্থানেই ম্যাগেলান, দ্বীপবাসীদিগেব হস্তে প্রাণ হারাইয়াছিলেন। এখান হইতে ড়েক মশলা দ্বীপের উদ্দেশ্যে রওনা হইলেন । মশলা দ্বীপের অধিবাসিগণ ডেকের খুব সম্বৰ্দ্ধনা করিয়াছিল । তাহাদের রাজা স্বযং আসিয়া ড়ে ককে জাহাজ হইতে সাদরে অভ্যর্থনা করিয়া লইয়া যায়। ড্রেক এই দ্বীপে কয়েকদিন খুব শাস্তিতে অবস্থান করিয়াছিলেন। কিন্তু ভ্রমণে বাহির হইয়া একস্থানে বেশীদিন থাকা তিনি যুক্তিযুক্ত বিবেচনা কৰিলেন না। এই দ্বীপ পরিত্যাগ কfরবাৰ সময় অধিবাসিগণ র্তাহাকে অনেক তণ্ডুল, চিনি, কলা ও মশলা উপহার দিয়াছিল। মশলাদ্বীপ পরিত্যাগ করিয়া যাইবার পথে ড়েক এবং তাহার লোকজন এক দ্বীপে একটি আশ্চৰ্য্যকর দৃশ্য দেখিয়াছিলেন। কতকগুলি বৃক্ষের ভিতরে প্রত্যেক শাখাপ্রশাখায় এক ঝণক জ্বলন্ত পোকা উড়িয়া বেড়াইতেছিল । ( ভারতবর্ষে ইতাদিগকে ‘জোনাকী পোকা’ বলা হয় )। দূর হইতে র্তাহাদের নিকট মনে হইয়াছিল যেন সমস্ত বুক্ষগুলিই অগ্নিতে জ্বলিতেছে। মশলা দ্বীপপুঞ্জের বহু দ্বীপের ভিতর দিয়া পথ খুজিয়া পাওয়া বিশেষ কষ্টকর হইয়াছিল। একস্থানে জাহাজ একটি নিমজ্জিত পাহাড়ের উপর উঠিয়া যায় এবং সেখানে কয়েক ঘণ্টা আবদ্ধ থাকার পর পুনরায় জলে ভাসে। তারপর জাভাদ্বীপ অতিক্রম কfরয় ভঁাকার। দক্ষিণ-পশ্চিমদিকে চলিতে থাকেন। উত্তমাশ৷ অন্তরীপে পৌছিলে তাতাদের মন আনন্দে মাতিয়া উঠিল। কিন্তু তাহার এই অন্তরীপে - স্তার ফ্যান্সিস ডেকের প্রস্তরগঠিত মূৰ্ত্তি জাহাজ ভিড়াইলেন না—অন্তরীপ ঘুরিয়া উত্তর দিকে চলিতে লাগিলেন এবং প্রায একমাস পরে গিনি উপকূলের সিয়েরালিয়োন বন্দরে উপস্থিত হইলেন। ১৫৮০ খৃষ্টাব্দের ৩রা নভেম্বর, The Golden Hind তিন বৎসর সমুদ্র-যাত্রার পর প্লিমাউথ বন্দরে প্রবেশ করিল। রাণী এলিজাবেথ ড়ে,ককে তাহার অসমসাহসিক বীরত্বব্যঞ্জক কাৰ্য্যের জন্য নাইট’ উপাধিতে ভূষিত করিলেন। ইংরেজদিগের মধ্যে ড়ে কই সৰ্ব্বপ্রথম পৃথিবী পরিভ্রমণ করেন। ইংরেজদের মতে ড়েক মস্ত বীর,কিন্তু স্পেনের ইতিহাসে র্তাহাকে “নিষ্ঠুর জলদস্থা” ৰলিয়া বর্ণনা করা হয়। 3>Հե
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।