পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BDDD BBDD BeTMBB M MBBDHHAAAA দেখা যায়। তৎপূর্বকালীন গ্রন্থ পাণিনির ব্যাকরণেও মুদ্রার উল্লেখ আছে। সুতরাং ভারতে অন্ততঃ খৃষ্টজন্মের সাত শত বৎসর পূৰ্ব্বে মুদ্র আবিষ্কৃত হইয়াছিল, ইহাতে কোনও সন্দেহ থাকিতে পারে না। ক্যানিংহাম সাহেব খৃ: পুঃ ১• • • এক হাজার অর্থাৎ প্রায় তিন হাজার বৎসর পূর্বে মুদ্র আবিষ্কৃত হইয়াছিল বলিয মনে করেন। অল্প দুই এক শত বৎসর এদিক ওদিক হইলেও তাহার মতমোটামুটি প্রামাণিক বলিয়া ধরা যাইতে পারে। সুতরাং দেখা যাইতেছে যে, বৈদিক সংহিতাযুগের পরবর্তী ব্রাহ্মণযুগে প্রথম মুদ্রার প্রচলন আরম্ভ হয়। প্রাচীনকালে লিডিয়া, ভারতবর্ষ ও চীন দেশে পরস্পর স্বাধীনভাবে মুদ্র আবিষ্কৃত হইয়াছিল। ভারতীয় মুদ্রাগুলির আকার ও নিৰ্ম্মাণ-কৌশল অস্থ্য দেশের মুদ্র হইতে বিভিন্ন । বৰ্ত্তমান সমযে আমাদের ও পৃথিবীর অন্যান্ত দেশে যেরূপ মুদ্রা প্রচলিত আছে, তাঙ্গদের সঙ্গে তুলনা করিলে ঐ প্রাচীন মুদ্রাগুলিকে মুদ্র বলিয়া চিনিতে পারা যায় না। অনেকেই চিনিতে না পারিয়া ঐ সকলের বহু মুদ্রা গলাইয়া নষ্ট করিয়া ফেলিয়াছে। এই প্রাচীন মুদ্রাগুলিকে অঙ্কf5fs s Igi (punch-marked) *(= 1 **|দের দুই পিঠে কিছুই লিখা নাই এবং এইগুলির কোনও নির্দিষ্ট আকারও নাই ; কেবলমাত্র ওজন ঠিক আছে এবং ঐগুলি যে মুদ্রা, তাহা জ্ঞাপন করিবার জন্য একপিঠে অথবা সাধারণতঃ দুই পিঠে নানারূপ অঙ্ক-চিহ্ন মুদ্রিত ভারতে খুষ্টীয় প্রথম শতাব্দী পৰ্য্যন্ত অঙ্কচিহ্নিত মুদ্রার ব্যবহার ছিল এবং দক্ষিণ ভারতে আরও প্রায় তিনশত বৎসর এই সকল মুদ্রার প্রচলন ছিল। অঙ্কচিহ্নিত মুদ্রাই আমাদের দেশের প্রাচীনতম মুদ্রা এবং এখনও বহু স্থানে ভূগর্ভে এই সকল মুদ্রা পাওয়া যাইতেছে। কয়েক বৎসর পূৰ্ব্বে ঢাকা জিলার উত্তর-পূর্ব কোণে কতক গুলি অঙ্কচিহ্নিত মুদ্রা পাওয়া গিয়াছিল। কিন্তু বঙ্গদেশে নানাস্থানে এই মুদ্রা আবিষ্কৃত হইয়া থাকিলেও বিশেষ প্রচলিত ছিল বলিয়া মনে হয় না। পাঞ্জাব, যুক্তপ্রদেশ ও বিহার অঞ্চলেই অধিকসংখ্যক অস্কচিহ্নিত মুদ্রা পাওয়া গিয়াছে এবং প্রাচীনকালে এই সকল প্রদেশ সভ্যতার কেন্দ্রস্থান ছিল সুতরাং বহুল পরিমাণে অঙ্কচিহ্নিত মুদ্র ব্যবহাৰ করিত। এই মুদ্রাগুলি তাম্র অথবা রৌপ্য ধাতুদ্বারা নিৰ্ম্মিত হইত। যদিও তৎকালে অলঙ্কার প্রভৃতি নিৰ্ম্মাণের জন্য স্বর্ণের ব্যবহার প্রচলন ছিল, তবু মুদ্রার জন্য স্বর্ণ ব্যবহৃত হইত বলিয়া মনে হয় না। এই পৰ্য্যন্ত একটি অঙ্কচিহ্নিত স্ববর্ণ মুদ্রাও আবিষ্কৃত হয় নাই। রৌপ্য মুত্রার সংখ্যাই অধিক ; কিন্তু নানাকারণে মনে হয় যে, ভাম মুদ্ৰাই প্রথম প্রচলিত হইয়াছিল। তখনকার দিনে রৌপ্যের তুলনায় তামের মূল্য অত্যস্ত অধিক ছিল । সুতরাং ব্যবসায়-বাণিজ্যের কাজ তাম্র মুদ্রাদ্বারাই চলিয়া যাইত। কিন্তু যখন সভ্যতার ক্রমবিকাশের সহিত জনসাধারণের অধিক মূল্যের মুদ্রার প্রয়োজন হইয়া করিয়া দেওয়া হইত। তৎকালে বহু অঙ্কচিহ্ন উঠিল, তখন তাহারা রৌপ্য মুদ্রা তৈয়ার করিয়া প্রচলিত ছিল। যেমন সূৰ্য্য, চক্র, পৰ্ব্বত, নদী, বিন্দু, ত্রিভুজ, নানারূপ পশু, পক্ষী, বৃক্ষ প্রভৃতি। এই সকল নানা চিহ্নে ভূষিত হইয়া মুদ্রাগুলি টাকশাল হইতে বাহির হইয়া আসিত, এবং আশ্চর্য্যের বিষয় এই যে, এই মুদ্রাগুলির কোনও নিদিষ্ট আকার ছিল না ; কেবল মাত্র ওজন ঠিক করিয়া দেওয়া হইত। অঙ্কচিহ্নিত মুদ্রা বহুদিন এদেশে প্রচলিত ছিল । ব্যবহার করিতে আরম্ভ করিল । কোন কোনও প্রদেশে তাম্র এবং রোপ্য উভয়বিধ মুদ্রাই প্রচলিত ছিল । মগধে মৌর্য্যবংশীয় রাজাদের সময়ে তাম্র এবং রৌপ্য দুই রকমের মুদ্রাই ব্যবহৃত হইত। আবার কোনও প্রদেশ এত দরিদ্র ছিল যে, কেবল তাম্রমুদ্রাস্বারাই তাহাদের বিনিময় কাৰ্য্য চলিয়া যাইত। প্রাচীন মালবজাতির ভিতর রৌপ্য মুদ্রা ব্যবহৃত হইত ו"סיפאצ 25–F. 3