পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ि(ea-कान्छाप्छौँौ বেশ সমৃদ্ধিশালী ও সুখী। কিন্তু মুক্তি পাওয়ার পর লিলিপুটুদের রাজার কাছ থেকে জেনেছিলাম যে, দুটি কারণে সে দেশটিতে মাঝে মাঝে বড় অশাস্তি উপস্থিত হ’ত। প্রথমতঃ, লেদেশে প্রায়ই প্রবল বিদ্রোহ হ’ত। কালণ, তাদের রাজ্যে দুটি দল ছিল। একদলের লোকেরা খুব গোড়ালি উচু জুতো পৰ্বত এবং অপর দল নীচু গোড়ালি-ওয়ালা জুতো পৰ্বত । যার উচু গোড়ালি-ওয়াল। জুতে। পরত, তার বাজনীতিতে ও শাসন-পদ্ধতিতে প্রাচীনপষ্ঠী, কিন্তু শাসনপদ্ধতি ও রাজনীতি সম্বন্ধে তখনকার সেই রাজার মত ছিল অত্যন্ত অাধুনিক । সেইজন্ত তিনি নীচু-গোডালি-ওয়ালা লোকদের পরামর্শ অনুসারে রাজকাৰ্য্য কবতেন। অথচ সেই -- -* - -- .تኯይ ' ok

লিলিপুটের লোকেরা নিভয়ে আমার পায়ের তলা দিয়ে চলে যেত রাজ্যের উত্তরাধিকারী উচু গোড়ালি-ওয়াল লোকদের মত সমর্থন কৰতেন । এতে রাজ্যের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব ও বিদ্রোহ উপস্থিত হ’ত । দ্বিতীয় এবং প্রধান অশান্তির কারণ ছিল বৈদেশিক শক্রর আক্রমণ। লিলিপুটুদের দেশের কাছেই বেলফুসকো নামে একটি স্বীপ ছিল। সেই দ্বীপের লোকের প্রায়ই এই লিলিপুটুদের রাজ্য আক্রমণ কৰ্ত এবং তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের জালাতন ক’রে মারত। লিলিপুটুদের রাজা আমাকে জানালেন যে, বেলফুসকোর লোকেরা বহু যুদ্ধজাহাজ তৈরী করেছে। তারা শীঘ্রই সেই সব জাহাজে সৈন্য বোঝাই ক’রে তাদের দেশ আক্রমণ কৰবে। আমার শক্তি ও সামর্থ সম্বন্ধে রাজামশায়ের বেশ डाण शांद्रमा श्tग्नश्लि । नूरज्रब्रांश् डिनि पञांभांद्र উপর ঐ যুদ্ধ-চালনা কববার ভার দিয়েছিলেন। বেলফুলকো থেকে আমার প্রস্থান বেলফুসকো-দ্বীপের অধিবাসীরাও লিলিপুট। আমি যে-দেশে ছিলাম, সেখান থেকে বেলফুসকো দ্বীপটির দূরত্ব খুব বেশী নয় । ঐ দুইটি দেশের মধ্যে কেবলমাত্র একটি সমুদ্র ব্যবধান। সমুদ্রের তীরে গিয়ে আমি একটা দূরবীণ দিয়ে দেখতে লাগলাম। দেখলাম যে, বেলফুসকো দ্বীপটি এবং তাব তীরে সেই দেশের যুদ্ধজাহাজগুলিও স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর সমুদটির গভীরতা নিরূপণ ক’রে দেখলাম যে, সে সমুদ্রটিও মোটেই গভীর নয়। এই না দেখে আমি স্থির করেছিলাম যে, সাতার কেটেই আমি ঐ দ্বীপে গিয়ে পোছাৰ । তখন আমি খুব লম্ব। লম্বা কিছু কাছি অব অনেক লোহার শিক জোগাড় করেছিলাম। তারপর ঐ লোহাব শিকগুলো বেঁকিয়ে বেঁকিয়ে অনেকগুলো বড় বড় বড়শির মত তৈরী করেছিলাম আর প্রত্যেকট। বড়শির পিছনে একটা ক'রে দড়ি বেঁধে ফেলেছিলাম। তারপর ঐ দড়িবাধা বড়শীগুলো নিযে সমুদ্র পাড়ি দিতে আরম্ভ করলাম। প্রায় আধ ঘণ্টার ভিতরেই আমি সেই দ্বীপটির তীরে যেখানে যুদ্ধজাহাজগুলি সাজান ছিল, সেখানে গিয়ে পৌঁছেছিলাম । শত্রুপক্ষের লিলিপুটেরা ত অামাকে দেখে ভয়ে একেবারে অস্থির! তাদের কাছে আমি একটা প্রকাও দৈত্যের মত—সেইজন্য তারা ভয় পেয়ে দিগবিদিক জ্ঞানশূন্য হ’য়ে এদিকে ওদিকে ছুটে পালাতে লাগল। জাহাজের মধ্যে যারা ছিল, তারা ত ভ্যাবাচ্যাকা খেয়ে প্রথমে জলে ঝাপিয়েই পড়ল, তারপরে সাতরে গিয়ে ডাঙায় উঠে পালিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললে । ওদিকে আমি তখন করলাম কি, প্রত্যেকটা জাহাজে একটা ক'রে দড়ি বাধা বড়শি আটকে দিয়েছিলাম। কিন্তু টেনে দেখেছিলাম যে, একখানা জাহাজও জায়গা থেকে একটুও নড়ল না। কারণ, প্রত্যেকটা জাহাজই খুব শক্ত করে নজর করা ছিল। সেই ፵፭ነ8: