যে সকল গুণে মানুষ মহস্বের উচ্চ শিখরে আরোহণ করিতে পারে, অধ্যবসায় তাহীদের মধ্যে প্রধান। প্রাচীন গ্রীসের ইতিহাসে ডিমস্থিনিসের নাম অধ্যবসায়ের জন্ম প্রসিদ্ধ হইয়। কুষ্টিয়াছে। বক্তা হিসাৰেও তাঁহার নাম পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল হীরকাঙ্করে লিখিত হইয়া অাছে। আহমানিক ৩৮৩ ৩১২ খৃঃ পুঃ অন্ধে ডিমস্থিনিস জীবিত ছিলেন। র্তাহার পিতা এথেন্স নগরের অধিবাসী ছিলেন এবং তরবাকি নিৰ্ম্মাণ করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতেন। এই ব্যৰসাষে তিনি প্রচুর অর্থ উপার্জন করিয়া বিশেষ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। ডিমস্কিনসের পিতার যখন মৃত্যু হয়, তখন তাঙ্কার বয়স ছিল মাত্র সাত বৎসর। সাত বৎসরের বালক ডিমস্থিনিস একেবারেই স্বস্ব ও সবল ছিলেন না-ক্ষীণকায় ও দুৰ্ব্বল ছিলেন। এই জন্য কোনদিন বিদ্যালয়ে নিয়মিতভাবে পড়া । দিতে পারিতেন না ; আর যাহাও জানিতেন, তাহাও জিহবার জড়তার জন্তু উচ্চারণ করিতে বহুক্ষণ লাগিত। অস্পষ্ট উচ্চাবণ এবং ভাল ভাবে পড়াশুনা দিতে পারিতেন না বলিয়1র্তাহার সহপাঠি সমবয়সী বালকে স্থা সৰ্ব্বদা তাছাকে ঠাট্টা ও বিদ্রুপ করিত। আবার এদিকে তাহার পিতা যে সকল লোকের উপর মৃত্যুকালে তদীয় সম্পত্তি রক্ষার ভার দিয়া গিয়াছিলেন, তাহারা সকলেই ছিল ধূৰ্ত্ত, অর্থলোলুপ এবং ধৰ্ম্মবিহীন । তাছাদের চতুরতা ও প্রবঞ্চনার अछ अठि अङ्ग बिष्नग्न भ८शाहे छिभििनन् गर्फशब्रा 25–F. 5 হইয়া পড়িলেন । ডিমস্থিনিস ভাল করিয়া লেখাপড়া শিখেন, ७मन ইচ্ছাও তাছার অভিভাবকদের ছিল না ; কাজেই, ডিমস্থিনিস মূৰ্খই বহিয়া গেলেন। ডিমস্থিনিস যখন এইরূপ নিঃস্ব অবস্থায় জীবন অভিবাহিত করিতেছিলেন, সেই সময়ে এথেন্স নগরে এক বৃহৎ সরকারী মোকদম হয়। সেই মোঙ্কদম উপলক্ষে দুই পক্ষেই বিস্তৰ উকীল নিযুক্ত হইলেম । তাছাদের মধ্যে একজন সিদ্ধ ৰাগী ছিলেন । র্তাহার বক্তৃতার দিন এথেন্সের প্রায় সকলেই সেই বক্তৃতা শুনিতে যাই তেছিলেন। ডিমস্থিনিসেরও বক্তৃতা শুনিতে যাইতে ইচ্ছা হইল, কোন মতেই তাeাকে কে ৯ নিরস্ত কবিকে পারিশ না। অবশেষে একজন বাড়ীর চাকর তথাকার রক্ষী পুরুষের সাণযো ডিম'স্থনিসকে আদালতের এককোণে বলাইwা দিয়া আসিল । এই একটি দিন ডিমস্থিনিসের জীবনে এক অপূৰ্ব্ব পরিবর্তন আনিয়া দিল । তিনি সেই বিখ্যাত বক্তার মুখে ষে অপুৰ্ব্ব ৰক্তৃতা শুনিলেন, তাহা আর ভুলিতে পারিলেন না। সে দিন সেই বক্তার বক্তৃতা শেষ হুইলে পর, বাহারা বক্তৃতা শুনিতে আসিয়াছিল সেই শ্রোতারা সকলে মিলিয়া ৰজাকে লম্বন্ধনা করিল। তাহা দেখিয়া ডিমস্থিনিসও মনে মনে সঙ্কল্প করিলেন যে, যেমন করিয়াই হউক তিনিও ঐরূপ বাগিতা লাভ করিয়া দেশের সকলের শ্রদ্ধাভাজন হইবেন এৰং সমাদর লাভ করিবেন। যে বালকের মুখ निम्ना उन कब्रिग्रा कथा वारुिद्र स्म्न ना, बाशइ क१षब्र
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।