পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনাওতাললেকল্প বন্ধ শঙ্কen ছুইটিকে মারিয়া ফেলিল। পার্থী দুইটি মাটিতে যেখানটায় পড়িল, সেখানে হুইয়া গেল গভীর একটা খাদ । মৃত পাখী দুইটিকে লইয়া রাজার নিকট উপস্থিত হইবামাত্রই তিনি কবি ও গুঞ্জাকে তাহার প্রতিশ্রুতি মত জমিদারী দান করিলেন। গ্রামের লোকের। কৃতজ্ঞতাস্বরূপ কারা ও গুঞ্জার জমিগুলি চাষবাস করিয়া তাহাদিগকে প্রচুর শস্তোৎপাদন করিয়া দিল । কণব, গুজা দুই ভাই কিস্থ গ্রামে থাকে না। তাহারা থাকে গভীর বনে। সেখানে তাহারা কখনও শিকার করিয়া পশুব মাংস খাইয়ু জীবনধারণ করে, কখনও বালনের ফল সংগ্ৰছ করিয়া খায়, কখনও বা ভাত বাধিয়া কিংবা বনের শিকড় ও মল সিদ্ধ করিয়া খাইয়া দিন কাটায় । একদিন তাহারী বনের এক নিভৃত ভাগে বসিয়া রান্না করিতেছে, এমন সময় এক বাঘ আসিয়া উপস্থিত ! বাঘ বলিল, “তোমরা কি রাধিতেছ ? যদি আমাকে কিছু খাবার না দেও, তাহা হইলে আমি তোমাদিগকে খাইয়। ফেলিব।" কি আর _ NTR...=>রস্বত্র بیعتیق o N - ふイい క్స్లో W.

  • ン -

দৌড়াইতে লাগিল, কিন্তু কারা ও গুজা ত আর সহজে ছাড়িবার পাত্র নহে। তাহারাও পিছু পিছু ছুটিয়া গিয়া বাঘটাকে তীর দিয়া মারিয়া ফেলিল এবং লাঘের মাথাটা কাটিয়া সঙ্গে রাখিল । একদিন তাহারা দুই ভাই একটা বটগাছের তলায় বসিয়া বিশ্রাম করিতেছে, এমন সময় দেখিতে পাইল যে, একজন রাজা বিবাহ করিবার জন্তু শোভাযাত্রা করিয়া চলিয়াছেন । তাছার দুই ভাই ইছা দেখিতে পাইয়া গাছের উচু ডালে যাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। রাজা ও তাহার সঙ্গের লোকের ঐ বটগাছের তলায় অগসিয়া বিশ্রাম করিতে লাগিল। রাজা পান্ধী হইতে বাহির হইয়া আসিয়া গাছের ছায়ায় শুইয়া পড়িলেন । এদিকে হইল মহা বিপদ । কারার হাতে ছি।

  • 「エーシ**s - * F= تجتمعت يعية 参ータ Š 隆乙
  • * آگے: ٹیمیں
  • A. " - --- ーブー - * or --

o -oи я,з а sr | 23" A "*" so Lo কবে? কাজেই, তাতারা দুই ভাই প্রতাহ তাহাদের খাবার হইতে কিছু না কিছু বাঘেব গুহার মধো ফেলিয়া দিত। বাঘও খাবারের লোভে সেই বন আর ছাড়িয়া যাইত না। কারা ও গুঞ্জ। এই দুষ্ট বাঘের হাত হইতে উদ্ধার পাইবার জন্য বাস্ত হইয়া পড়িল । একদিন বাঘট| যেমন শুইয়া আছে, এমন সময় তাহারা দুই ভাই তাহার ল্যাজ ধরিয়া এমন জোরে মোচড়াইতে লাগিল যে, বাঘের ল্যাজটা একেবারে খসিয়া পড়িল। নিরুপায় হইয়া বাঘ প্রাণভয়ে একদিন তাহারা বনের এক নিভু ত ভাগে বসিয়া বান্না করিতেছে, এমন । সময় এক বাঘ আসিয়া উপস্থিত । বাঘের মাথাট। অত বড় একটা বোঝা অীর কত কাল ধরিয়া রাখা যায় ? কারা বলিল, “ভাই গুজ, তুমি যদি বাদের মাথাটা না ধব, তাহ হইলে । ণে অাব পাবি না, হাত যে অবল হইয়া যাইতেছে।” গুজা বলিল, “বাঘের মাথাটা দিয়া কি-ই বা অার কাজ হইবে, ওটা ফেলিয়া দিলেই ত আপদ চুকিয়। যায়।” যেমন বল, অমনি কার। দিল মাথাট। ফেলিয়া । মাথাটা গিয়া পড়িল কিনা, গাছের }న్సSువ 25–F. 7