পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খলিফা, তবু আমি রাজ্যের যিনি প্রধান বিচারপতি cनहे कांछौद्र श्रां८म* श्रभांना कब्रिtठ *iांद्रेि नl । আমি ইহুদীকে পূৰ্ব্বেই অর্থ দান করিয়াছিলাম, কিন্তু কাজীর আদেশে আমাকে আবার ঋণ পরিশোধ করিতে হইল।” ইহুদী আলির এইরূপ সদাশয়তা, সাধুতা ও ন্যায়পরায়ণতা দেখিয়া মুগ্ধ হইল এবং ইস্লাম ধৰ্ম্ম গ্রহণ করিল। খলিফা অালির মধুর চরিত্র এবং সৰ্ব্বলাপী মন্থৰ সত্ত্বেও ওমিয়াগণ র্তাহার শক্রতা করিতে ক্ষান্ত ছিল না। তাহারা সিরিয়াতে প্রচার করিয়া দিল যে, আলিই ওসমানের মৃত্যুর কারণ। আলি ওসমানেৰ নিযুক্ত অনুপযুক্ত কৰ্ম্মচারীদিগকে পদচাত করিলেন ও তাহীদের ভূ-সম্পত্তি বাজেয়াপ্ত করিলেন । ইহাতে বিরুদ্ধ দলের সংখ্যা আরও অনেক বুদ্ধি পাইল । সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া যুদ্ধ ঘোষণা করিলেন। টালছা ও জুবেয়ার বিদ্রোহী হইল। হজবত মুছন্মদের প্রিয়তমা পত্নী আবুবকরের কনা আয়েসা সপত্নীকন্যা ফাতিমার স্বামী আলিকে চিরকালই ঘূণা করিতেন। আয়েসা বিবি বহুভাবে বিদ্রোহুিদলকে প্ররোচিত করেন। ইরাকের পথে থোরাইবা নামক স্থানে ভীষণ যুদ্ধ হইল। টালহা ও জুবেয়ার নিহত হইল। আয়েল বিৰি বন্দিনী হইলেন। মহামুড়ৰ আলি মহাসমারোহে ও সসম্মানে আয়েসা বিবিকে মদিনায়ু প্রেরণ করিলেন। তারপর সিলিনের যুদ্ধে মুয়াবিয়া পরাস্ত হইলেন এবং কিছুকাল পরে ৬৬• খৃষ্টাব্দে খলিফা আলি ও সিরিয়ার শাসনকর্তার সহিত মুয়াবিয়ার সন্ধি হয়। সেই সন্ধি অনুসারে মুসলিম রাজ্য পুৰ্ব্ব ও পশ্চিম এই দুইভাগে বিভক্ত হয়। কিন্তু এই সময় হইতে আলির শক্র-সংখ্যা BBSAASAASAASAASAASAASAASAAAS णिख-पछाख्राप्छौँ। বদ্ধিত হইতে থাকে। শত্রুরা চারিদিক হইতে তাহাকে বিব্রত করিতে লাগিল ; গুপ্ত হত্যা ও ৰিষ প্রয়োগে আলির বন্ধুগণকে হত্যা করিতে লাগিল। খারেজী নামক একদল লোক আলির পক্ষ ত্যাগ করিয়া মুয়াবিয়ার পক্ষ অবলম্বন করে। তারপর পবিত্র রমজান মাসে ৬৬১ খৃষ্টাব্দে মসজিদের ভিতর খলিফা অালি যখন প্রাগনারত ছিলেন, সে সমযে আততায়ীর অস্বাঘাতে তাহার প্রাণ বিনষ্ট হয়। অলির সমাধি কুফার নিকট নজফ’ নামক স্থানে বত্তমান আছে। তাহ মুসলিমদের তীর্থস্থান । ইসলামের ইতিহাসে ইহা একান্ত দুভাগ্যের কারণ এই যে, হজরত মুহম্মদের মৃত্যুর পর তাঁহাব তিনজন প্রিয় শিষ্য ও খলিল আততায়ীর গুপ্ত অঙ্গাঘাতে প্রাণত্যাগ করেন। মানুষ হিসাবে ওমর, ওসমান ও আলি এই তিনজন মহা প্ৰাণ থষ্মপরায়ণ ব্যক্তি পৃথিবীর যে কোন জাতিব গৌরবের সামগ্ৰী । মুহম্মদ যে দশ জনকে বেহস্তের খবর দিনাছিলেন, আলি তাহদের একজন। মৃত্যু-শযtয় শুইয়া প্রেরিত মহাপুবষ যে ছয় জন প্রিম ব্যক্তির নাম করেন . আলি ঠাeাদের একজন। খলিফা আলি মুহম্মদের সঙ্গে বদর, ওহোদ, খন্দক ও বাবুকের যুদ্ধ ব্যতীত সকল যুদ্ধেই যোগদান করিয়াছিলেন। আলিব পরামর্শ অনুসারেই খলিফা ওমর হিজরত হইতে মুসলিম সন গণনা কবিয়াছেন। আলির নিকট হইতে ৫৮৬ হাদিস পাওয়া গিয়াছে এবং তাহার মধ্যে ৪৪টি বোগারি কত্ত্বক গৃহীত। কোন পার্থিব পদার্থেব জন্য আলির অাকর্ষণ ছিল না । মৃত্যুর পর তাহাব সঞ্চিত অর্থ ছিল মাত্র ছদ্ম শত नेिह१iभ । Ֆ>b Ն