foട്ര-ുീ সিড়ি বাহিয়া যেমন পিরামিডের উপরে উঠিতে পারা যায়, তেমনি ইংfর নীচেও অর্থাৎ সমাধি-কক্ষগুলির মধ্যেও প্রবেশ করিতে পারা যায়। ব্যাবিলনের শৃষ্ঠ্যোঙ্কাল ৰোগদাদ নগরী হইতে প্রায় পঞ্চাশ মাইল দূরে, ইউফ্রেতিস্ (Euphrates) siâïí ôït* *f* প্রাচীনকালের একটি সহরের ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। এই সহরটি হইতেছে সেকালের ব্যাবিলন নগরী--অর্থাৎ কি না স্বৰ্গদ্বার (Gote of God)। তোমরা ইহুদীজাতির ইতিহাসে নেবুকালেঞ্জাব (Nebuchednezzar) নামে একজন রাজার কথা পড়িয়াছ। ইনি ৬• ৪-৫৬১ খ্ৰীঃ পূৰ্ব্বাদ পৰ্য্যস্ত রেবিলোনিয়ার রাজা ছিলেন। নেবুকাদনেজার বাবিলন নগণীকে নানা সুন্দব মুন্দর ঘর ব্যাবিলনের শূন্তোপ্তান বাড়ী ও বাগান ইত্যাদি নিন্মাণ করির সুশোভিত করিয়াছিলেন। এই ব্যাবিলন নগরীতে নেবুকানেজার একটি অপূৰ্ব্ব উদ্যান নিৰ্ম্মাণ করিয়াছিলেন। সম্রাটু পত্নী অামিতিলের (Amytis) মনোরঞ্জনের জন্য নেবুকানেজার ইহা নিৰ্ম্মাণ করেন। অামিতিস, ছিলেন পাৰ্ব্বত্য দেশের কন্যা, তাহার নিকট ব্যাবিলনের ন্যায় সমতলদেশ একেবারেই ভাল লাগিত ন৷৷ এইজন্ত স্তরে স্তরে খিলানের পর খিলান দিয়া এই ধিচিত্র সুন্দর উদ্যান নিৰ্ম্মিত হয়। কোন কোন স্তর ৭৫ ফিট উচু এবং প্রায় তিন শত ফিট বিস্তৃত ছিল । সিড়ি বাছিয়া একটির পর একটি স্তরে উঠিতে পারা ধাইত। আর প্রত্যেকটি স্তর নানা জাতীয় ফুল ও ফলবান তরুতে শোভা পাইত । সব্বোচ্চ স্তরের উপর দাড়াইলে ব্যাবিলন নগরীর শোভ ছবির গুtয় ফুটিয়া উঠিত। রাষ্ট্ৰী অামিতিল এই উষ্ঠানে আসিয়া পিতৃভূমির কথা স্মরণ করিতেন। ইউফ্রেটিস নদীব রূপার মত শাদ জল ও তাঙ্গার বক্রগতি দেখিয়া তিনি মুগ্ধ হইতেন । এই উদ্যান বহুকাল হুহল একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছে। জিউস দেবতার মূৰ্ত্তি ওলিম্পিয়ার জিউস দেবতার মূৰ্ত্তি এই মূৰ্ত্তির বিষয় তোমরা "শিশু-ভারতী'র ১৯১৩ পৃষ্ঠায় পড়িয়াছে। যাট ফিট উচু জিউস েজুপিটার `సెన్సe
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।