footoss-of-prol রথ । হালিকাৰ্ণেশাসের এই সমাধি-মন্দির ‘মেসোলিয়াম’ হইতে এখন বিখ্যাত সমাধি-মন্দিরগুলিই "Mousoleum' নামে পবিচিত হইয়া আলিতেছে। বিলাতের ব্রিটিশ মিউজিয়ামে এই সমাধি-মন্দিরের কিছু কিছু ধ্বংসাবশেষ আছে। ফ্যারোসের মোলোক-স্তম্ভ প্রাচীনকালেল প্রসিদ্ধ নগরী আলেকজান্দ্রিয়ার কাছাকাছি ফ্যারোস নামে একটি ছোট দ্বীপ ছিল । দিগ্বিজয়ী বীপ আলেকজাণ্ডার যখন আলেক্জান্দিয়া ফ্যারোসের আলোক-স্তস্ত নগীব প্রতিষ্ঠা কবেন, তখন তিনি ফ্যারোস দ্বীপের সহিত আলেক্জাক্রিয়া নগরীকে একটি সেতু দ্বারা সংযোজিত করিয়াছিলেন। ফ্যারোস দ্বীপের পূৰ্ব্বকোণে মিশরের সমাট দ্বিতীয় টলেমি (Tolemy 11) শ্বেতমশ্মব প্রস্তর দ্বারা একটি আলোক-স্তস্ত নিৰ্ম্মাণ করেন। এই আলোক-স্তম্ভটির উচ্চতা ছিল পাঁচশত ফিট। সম্ভবতঃ ২৬• খ্ৰীঃ পুৰ্ব্বাদে এই বিরাট আলোক-স্তম্ভটি নিৰ্ম্মিত হইয়াছিল। এই বিরাট আলোক-স্তস্তটি সেকালে ফ্যারোস অব, আলেকজান্দ্রিয়া বা আলেকজান্দ্রিয়ার অালোকস্তস্ত নামে বিখ্যাত ছিল । রোডস দ্বীপের বিরাট মূৰ্ত্তি এশিয়া মাইনরের দক্ষিণ-পশ্চিম দিকে,ইজিয়ান সমুদ্রের মধ্যে রোডস নামে একটি ক্ষুদ্র দ্বীপ আছে । সেকালে রোডস দ্বীপের রোডস বন্দর ছিল খুবই বিখ্যাত। এই বন্দরের প্রবেশ-পথে হেলিয়োস রোডস দ্বীপের বিরাট মূৰ্ত্তি (Helios) বা স্বৰ্গদেবের ব্রোঞ্জধাতুনিৰ্ম্মিত এক বিরাট মুক্তি প্রতিষ্ঠিত ছিল। এই মূৰ্ত্তির উচ্চতা ছিল একশত ফিট। অনেকে বলেন যে, এই মূৰ্ত্তিটি দুই দিকের দুইটি পাদপীঠে পদদ্বয় বিস্তার করিয়া দাড়াইয়াছিল । সম্ভবতঃ এইরূপ অনুমান সত্য নয়। বন্দরের প্রবেশ-পথের একদিকেই উহা স্থাপিত ছিল। ২২৪ খ্ৰীঃ পূৰ্ব্বাদের ভূমিকম্পে এই भूखिप्ति छूभिना९ रश्ग्रा याग्र । 'సిసె*
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।