| | এখানে ভারতবর্য ব্রিটানিয়া, কানাডা, ওয়েলস, সুইটজারল্যাও, পোল্যাও, ডেনমার্ক, মাওরিজাতি-অষ্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত প্রকাশিত হইল। ব্রিটানিয়া, কানাডা, ওয়েলস, মুইটজারল্যাও, পোলাও ও ডেনমাক্-এর জাতীয় সঙ্গীতের অম্বুবাদ করিয়াছেন শ্ৰীযুক্ত স্বরেন্দ্রনাথ মৈত্র এম, এ, আই ই, এল। মাওরি জাতির জাতীয় সঙ্গীতটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত কৰ্ত্তক অনূদিত । ] ஒrஒகுணகி { ১৫৭৩ পৃষ্ঠার পর ] জনগণমন অধিনায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা! পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি-তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশীষ মাগে, গাহে তব জয়-গাথ । জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয, জয়, জয, জয়, হে । অহরহ তব আহবান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক মুসলমান, খৃষ্টানী, -পূরব পশ্চিম আসে, তব সিংহাসন পাশে প্রেমহার হয় গাথা। জনগণ ঐক্যবিধায়ক জয় হে ভারত-ভাগ্যfবধাত । জয় হে, জয় হে, জয় হে, জয়, জয়,জয়, জয়, হে । পতন-অভু্যদয়-বন্ধুর-পস্থা, যুগ যুগ ধাবিত যাত্রা, হে চিরসারথি তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি। দারুণ বিপ্লব মাঝে, उद •अफ्दनि वाएछ, সঙ্কট-দুঃখত্রাতা। জনগণপথ পরিচায়ক জয় হে ভারত-ভাগ্যবিধাতা । জয় হে, জয় হে, জয় হে, জয়, জয়, জয়, জয়, হে । चैसूरु ब्रदैौवनाथ प्लांकूद्र
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।