পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- •िदेिee-प्ख्ठान्कृष्डौ উপর নিজের প্রভাব বিস্তার করেন। জেহুর মৃত্যুর পর তঁাচার পুত্র জেহোআইজি (Jehoahaz) রাজা হন। জেহোমাহাজ পাপ পথেই চলিতে লাগিলেন। তাহার সময় হাজেল বারবাব ইস্রেল আক্রমণ করিয়া ছারখাব করিতে লাগিল। জেহো আহাজের পরে জেহোয়াস রাজা হন। তিনিও পিতার পদাঙ্ক অনুসরণ করেন। এদিকে মেগিডেডাতে আহাজিয়ার মৃত্যু হয় । র্তাফার মা আথালিয়া নিজে বাণী হইবার জন্ত রাজকুমারদের হত্যা করেন। তবে আংজিয়ার ভগিনী জোহোসে বা তাহার শিশুপুত্র জোয়াসকে (Joash) লুকাইয়া রাখেন। জেছোসেবা ছিলেন যিহোবাব মন্দিরের প্রধান পুরোঠিতেব স্ত্রী। তাহার আশ্রয়ে শিশু বাজপুত্র দিন দিন নিরাপদে বড় হইতে লাগিলেন। তাহাব সাত বৎসর বয়সের সময় প্রধান পুরোহিত রাণীর সৈন্যদলকে রাজকুমারের পক্ষে অনিয়ন করেন। একদিন হঠাৎ সৈন্তেরা প্রাসাদ ও মন্দিরের চারিদিক ঘিরিয়। ফেলিল। তার জোয়াসের মৃত্যু পর উন্মুক্ত তরবারীর মধ্যে শিশু জোয়াসকে রাজপদে অভিষিক্ত করা হয় । চাবিদিক হইতে সমবেত লোকেরা জয়ধ্বনি করিয়া উঠিল, “মহারাজের জয় হউক।” মুহু মুহু তুৰ্য্যধ্বনি হঠতে লাগিল। গোলমাল শুনিয়া রাণী মন্দিরের দিকে ছুটিয়া গেলেন। সেখানে গিয়া দেখেন যে, শিশুরাজা সিংহাসনে আসীন, আর তাছার চারিপাশ্বে ছক্সেলের নেতারা ও সৈন্তেরা উন্মুক্ত কৃপাণ হস্তে দাড়াইয়া আছে। প্রজারা সবাই আনন্দে নৃত্যগীত করিতেছে। ইহা দেখিয়া মাথালিয়া ক্রোধে ও দুঃখে নিজের পরিধেয় বস্ত্র ছিড়িতে লাগিলেন ও বারবার বলিতে লাগিলেন, “কি বিশ্বাসঘাতকতা।” সৈন্যেরা তাহাকে মন্দিরের বাহিরে লইয়া গিয়া অশ্বপদতলে নিক্ষেপ করিয়া হত্যা করিল। জুদার লোকেরা প্রতিজ্ঞা করিল যে, এখন হইতে তাহারা আবার যিছোবারই পুজা করিবে। বালের মন্দির ও মূৰ্ত্তি ভাঙ্গিয়া ফেলা হইল। তাছার পুরোহিতকে ইত্যা করা হইল। যতদিন প্রধান পুরোহিত জেহৈয়াদ বাচিয়াছিলেন তিনি জোয়াসকে সৎপরামর্শ দিতেন। কিন্তু তাহার মৃত্যু হইলে জুদার নেতারা জোয়াসকে মন্দপথে চালিত করিতে লাগিলেন। র্তাহারা আবার নানা দেবদেবীর পুজার প্রচলন করিলেন । ইহাতে ক্রুদ্ধ হইয়া জেহৈষাদাব পুত্র জেকাধিয়া তাঙ্গদের ভৎসনা করিলেন। ফলে জোয়াস তঁহাকে মন্দিরের প্রবেশদ্বারেব সম্মুখে প্রস্তর ছুড়িয়া নিহত করেন । হহার শাস্তি তাহাকে অবিলম্বে পাইতে হইল । এই বৎসর সিরিয়ার রাজা তাeার রাজা আক্রমণ করেন। জুদাব নেতার যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। জোয়াস প্রভূত অর্থ দিয়া শক্ৰ স্ত হতে রেহাই পান। কয়েকদিন পর তিনি অনুস্থ হইয়া পড়েন এবং তাছার ভূতেরা তাহাকে হত্য করে । এই সময়ে এলিসা মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। ইম্রেলের রাজা জেহোয়াস তাছাকে দেখিতে গিয়া খুব কাদিতে লাগিলেন-“পিতা, সত্যই কি আপনি আমাদের ছাড়িয়া চলিলেন? আপনি যে আমার একমাত্র আশা-ভরসা !” এই বিলাপ শুনিয়া এলিল উঠিয়া বলিলেন ও রাজাকে বলিলেন, “পূবদিকের জানাল খুলিয়া শর নিক্ষেপ কর।” তিনি তীর ছড়িলেন। তখন এলিসা বলিলেন, “এই শর যিহোৰাব। তুমি সিরিয়ার বাহিনী আফেকে বিধ্বস্ত 8סיטכי