হিব্রুরা কোন উত্তর দিল না । হেজেকিয়া নিজে শিঙ্কোবার মন্দিরে ধর্ণ দিলেন ও মন্ত্রী ও পুরোহিতদের ভবিষ্যদ্বক্তা ইসায়ার (Isaiah) কাছে পাঠাইলেন। ইগায়া বলিলেন, “ভগবানের বাণী শোন ; কোন ভয় নাই। অসিরিয়া-রাজের ভূত্যের কথায় ভীত হইও না। তাছার প্রভাবে আসিরিযারাজকে দেশে ফিরিয়া যাইতে হইবে এবং সেখানে সে নিহত হুইবে ।” সেক্ট দিন রাত্রিকালে ভগবানের দূত আসিরিয়ার শিখিরের মধ্যে দিয়া চলিয়া গেলেন। প্রত্বাষে উঠিয লোকে দেখিল যে, অ্যাসিরিয়া শিবির মুতদেহে পরিপূর্ণ । * সেন্ন কেরীব ভয়ে স্বদেশে প্রতাবৰ্ত্তন করিলেন । এই ঘটনার অনেক দিন পরে তিনি যখন মন্দিরে উপাসনায় রত ছিলেন, তখন তাহার পুত্রেবর্তীহাকে হত্যা করে। ইহার পব ছেক্সকিয় বোগে শয্যাশায়ী হন। ইসীয়া তাহার কাছে আসিয়া বলিলেন, “ভগবান এবাৰ তোমাব মৃতু্য নিৰ্দ্ধারিত করিয়াছেন। কাজেই, তাহার জন্য প্রস্থত হও।" ইহা শুনিয়া হেজ কিয়া যিছোবার কাছে কাতরভাবে প্রার্থনা করিতে লাগিলেন । তাতার প্রাগনায় ভগবানের প্রাণে করুণার সঞ্চার হষ্টল। ইসাপ আবাব ফিরিয়া আসিলা বলিলেন, "ভগবান তোমার প্রার্থনা শুনিয়াছেন, তুমি মলিবে না। তিনি তোমাব রাজ্য আসিরিয়ার গ্রাস হইতে রক্ষা করিবেন। এই সমযে ব্যাবিলন-রাজ বালাদনের পুত্র বেরোডাক লালাদান (মে'রাডাক) কেজকিয়ার কাছে পত্র ও উপঢৌকন পাঠান। তিনি ইহাতে খুব আনন্দিত হইয়। ব্যাবিলনীয় দূতদেব রাজপ্রাসাদের ধনবত্ব প্রভূতি সব দেখান। ঠিক এই সময়ে ইসাম। আসিমা জিজ্ঞাসা করিলেন, “ইহাবা কাঠাব ?" হেজকিয়া বলিলেন, "ইহারা বাধিলন কষ্টতে আসিয়াছে।" ইসাম। জিজ্ঞাসা করিলেন “তঁহাব। কি দেখিলাছে ?” কেজকিয় বলিলেন, “প্রাসাদের সমস্ত জিনিষ দেখিয়াছে।” তখন ইসায়া বলিলেন, “দেখ ভগবান বলিয়াছেন যে, শীঘ্রই এই সমস্ত জিনিষ বাবিলনে লইয়া যাওয়া হইবে। তোমার বংশধরদের তাহারা লন্দী করিয়া লইয়া যাইৰে । তাছার প্যাবিলন-রাজের ভূত হইবে।” ছেজfকথার মৃত্যুর পর তাহার পুত্র মানাসে (Manassah) রাজা হন । তিনি খুব দীর্ঘকাল - - - - • অ্যাসিরিয়ার ইতিহাসে ভিন্নরূপ বিবরণ পাওয়া যায়। রাজত্ব করেন ও সৰ্ব্বদা অসৎপথে চলেন। তাহার সময় আৰাৱ নন। দেবদেবীর পূজা আরম্ভ হয়। তাহার মৃত্যু হইলে আমোন সিংহাসন অধিকার করেন। আমোন খুব পাপী ছিলেন। তাহাকে তাহার ভূতার হত্যা করে। তখন প্রজারা তাহার শিশুপুত্র যোশিয়াকে (Josiah) রাজা করে। যোশিয়া যিহোবার শরণাপন্ন হন এবং রাজ্য হইতে পৌত্তলিকতা দূর করেন । তিনি ধন্মের সংস্কার সাধনের জন্ত প্রাণপণ চেষ্টা করেন। এই সমযে মন্দিরের পুরোহিত ছিলকিয়া মোসেলের মাইনের একখানা পাণ্ডুলিপি পান। যোশিয়া রাজ্যের লোকদের সমবেত করেন। তাহীদের কাছে ইহা পাঠ করা হয় । পুনরায় ইস্রেল সস্তানের শপথ করে যে, তাহারা যিহোবাকেই ভজনা করিবে, তাহার নির্দেশ পালন করিবে। এত তেও ভগবানের ক্রোধের শান্তি হয় না। কারণ তিনি বুঝিতে পাবিলেন যে, হিব্রুসস্তানেরা মনে মনে পাপীই বহিয়াছে। তিনি ঠিক করিলেন যে ইস্ৰেলের হায় জুদাকেও তিনি ত্যাগ করিবেন।” এই সময় মিশর রাজ নেকে অ্যাসিরিয়ারাজের (ব্যাবিলনরাজ) বিরুদ্ধে যুদ্ধ করিতে অtসেন । যোশিয়। তাহার সঙ্গে যুদ্ধ করিতে যাইয়া মেগাডডাতে নিহত হন। তখন জুদার লোকেরা তাহার পুত্র জেহো অাহাজকে (Jehoahaz) রাজা করে। তিন মাস যাইতে না যাইতে নেকে আবার ফিরিয়া আসিয়া জেচো আহাজকে সিংহাসনচু্যত করেন এবং তাঙ্গার জ্যেষ্ঠ ভ্রাতা ইলিয়াকিনকে জেহোঁইয়াকিন, নাম দিয়া বাজ করেন । জুদা নেকোর করদরাজ্যে পরিণত হয়। কিছুদিন পরে ব্যাবিলন রাজ নেবুকাদনেজার জুদ আক্রমণ করেন। জেহোইযাকিম তাঁহার অধীনতা স্বীকাব করেন। তিন বৎসর পবে জোহাইযাকিম বিদ্রোহ করেন। তখন ব্যাবিলন সৈন্য অtসিয়া তাহাকে বন্দী করিয়া নেবুকাদনেজ্জারের সম্মুখে আনয়ন করে । তাহার অাদেশে তাহাকে হত্যা করা হয় । তিন মাসের জন্ত তাছার পুত্র জেহোঁইয়াকিন (Jehoiachin) জেরুলালেমে রাজত্ব করেন । কিন্তু নেবুকাদনেজ্জার পুনরায় জেরুসালেম অবরোধ করেন। তখন জেহোঁইয়াকিন সপরিবারে রাজ্যের সমস্ত কৰ্ম্মচারী ও নেতাদের লইয়া ব্যাৰিলনরাজের কাছে আত্মসমর্পণ করেন। নেবুকাদনেজ্জার ব্যাৰিলনের >W*
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।