f=1 =-"sf=T=) সম্রাটের মধ্যে ঘোর সংগ্রাম বাধিয়া যায়। সেনাপতি সিল অধিনায়কত্বে বিম কদফিস সত্তর হাজার সৈন্স চীন-সমাটের বিবন্দ্ধে প্রেবণ কবেন। এই সৈন্ত খাসগড় অথবা ইয়ারখন্দ নামক স্থানে ধ্বংস হয়। কদফিস দ্বিতীয় এই পরাজয়ের ফলে চীন-সম্রাটকে কর দিতে বাধা ছন । ৯৯ থষ্টাব্দের পর ভারতীয় দূতেরা রোমসমাই ট্রাজানের নিকট গমন করেন বলিয়া একটি প্রাচীন ইতিহাসে প্রকাশিত আছে। বোধ হয়, কদফিস विडौ८प्रद्र धाबाई ७ई नूडब्रा ८थग्निऊ श्याश्णि । ইয়েচি জাতির বিজয়ের ফলে রোম ও ভারতবর্ষের মধ্যে বাণিজ্যের স্থলপথ উন্মুক্ত হয়। কদফিস দ্বিতীয় রোম সম্রাটদের মুদ্রার অনুকরণে সুবর্ণমুদ্রা প্ৰবৰ্ত্তিত করিয়াছিলেন। এই সকল মুদ্রার অনেক গুলিতে একদিকে বিভিন্ন প্রকারের রাজার মূৰ্ত্তি আছে ও অপব দিকে ত্রিশুল হস্তে বুষের পাশ্বে দণ্ডায়মান শিবের মূৰ্ত্তি অাছে। কোন ও কোনও মুদ্রায় “মহবজদ, রজতিরজস সৰ্ব্বলোক ঈশ্বরস, মeিশ্বরস, বিম কাঠফিসস” এই লিপিটি থরোষ্ঠী অক্ষরে উৎকীর্ণ অাছে অর্থাৎ বিম কদফিস, মহারাজ রাজাধিরাজ, মাহেশ্বর ইত্যাদি উপাধিতে ভূষিত হইতেন । এই উপাধিগুলির মধ্যে মাহেশ্বর উপাধি উল্লেখযোগ্য। 'মাহেশ্বব’ শব্দেব অর্থ মহেশ্বর অর্থাৎ বিম কদক্ষিস হিন্দুধৰ্ম্ম গ্রহণ করিয়া শিবেব উপাসক ব৷ শৈব হইয়াছিলেন। একজন বিদেশী রাজা হিন্দুধৰ্ম্ম গ্রহণ করিয়া শৈব মতের অনুযায়ী হইয়াছিলেন, ইহা জানিয়! তোমাদের মনে বেশ একটু বিস্ময় ও আনন্দের ভাব আসি*েছে না কি ? তোমরা জানিয়া রাখ যে, সে কালে হিন্দুধৰ্ম্ম বেশ উদার ছিল ; শক ও যবনের (অর্থাৎ গ্রীকেরা) হিন্দুসমাজে স্থান লাভ করিয়াছিল। মহাভাষ্যকার পতঞ্জ লর মতে তাহার উচ্চ শ্রেণীর শুদ্র ছিল, তাছাদের ব্যবহৃত পাত্র মাজিলেই শুদ্ধ হইত। শক ববনদের মধ্যে অনেকে বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিয়াছিলেন ও বৌদ্ধশ্রমণদিগকে নানা প্রকার প্রয়োজনীয় দ্রব্য দান করিয়া আত্মার কল্যাণ সাধন করিতেন। ১৯০৯ খৃষ্টাব্দে ভিলসা নগরে একটি শিলাস্তম্ভ পাওয়া গিয়াছিল । শিলাস্তম্ভের গাত্রে খোদিত गिनि श्tठ श्रद*ाऊ श्७ग्री गाग्न cप, श्रुी दांप्रtनtदन्न গরুড়ধ্বজ ও তক্ষশিলাবাসী ভক্ত দিয়েনের (Dion) og cef>Istwfr" (Heliodoros) RINF storদূত কর্তৃক স্থাপিত হইয়াছিল। হেলিওদোর মহারাজ আস্তি আলিকেতের নিকট হইতে রাজা কাশীপুত্র ভাগভদ্রের নিকট র্তাহার রাজ্যের চতুদশ বৎসরে তাগমন করিয়াছিলেন । তোমাদের স্মরণ থাকতে পারে যে, ভাগভদ্ৰ শুঙ্গ বংশের অন্যতম রাজা । ইহা হইতে প্রমাণ হইতেছে না কি যে, গ্ৰীক-দূত বাস্থদেবের ভক্ত ছিলেন ? আরও অন্তান্ত অনেক প্রমাণ দ্বারা সিদ্ধ হয় যে, বিদেশী রাজ ও প্রজ উভয়েই হিন্দুধৰ্ম্মের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । বিম কদফিসের সাম্রাজ্যের সীমা সঠিক নিদেশ করা সম্ভব নয় ৷ হইতে পারে, তাহার সাম্রাজ্য বারাণসী অবধি বিস্তুত ছিল । তিনি নুনাধিক ৪• বৎসর রাজত্ব করিয়াছিলেন । তাহার পরবর্তী রাজার নাম কণিষ্ক । سجد جامه تایید
পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।