পাতা:শিশু-ভারতী - পঞ্চম খণ্ড.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

零I李tータT季ー গিয়া দুৰ্য্যোধনের অনেক নিন্দ করিতে লাগিলেন । নিন্দ অসহ হওয়ায় অভিমীণী দুর্য্যোধন হ্রদ হইতে উঠিয়া ভীমের সহিত গদাযুদ্ধ কবিতে লাগিলেন। ক্রমে ভীমের হাতে দুৰ্যোধন ও উরুভঙ্গ হইয়া পড়িয়া রছিলেন। দুৰ্য্যোধন উরুভঙ্গ হইয়া পড়িয়া আছেন। ভীম তাছার মস্তকে পদাঘাত কবিয়াছেন, ইহ দ্রোণের পুত্র অশ্বথামার অসহ্য হইল। তিনি পাণ্ডবগণকে হত্যা কবিতে সঙ্কল্প করিলেন । শিবির-দ্বারে মহাদেবের সহিত তাহার দেখা হইল। অশ্বথামা মহাদেবকে প্রসন্ন ক'রয় শিবিরে প্রবেশ করিয়া পঞ্চপাণ্ডব ভ্রমে দ্রৌপদীক পঞ্চপুত্রকে বিনাশ করিয়। তাহদের মুণ্ড লইয়। শিবিরের বাহিরে অসিলেন ও দুর্যোধনকে দিলেন । দুর্য্যোধন বুঝিলেন, এ ত পঞ্চপাণ্ডবেল নুগু নয়। হর্ষ-বিষাদে গোধনের মৃত্যু হইল। অষ্টাদশ দিবসে এই যুদ্ধ শেপ ইষ্টয়া গেল । শোকাতুর গান্ধারীকে শাস্থি দি লাল জন্ত ॥রুম কুলক্ষেত্রে গেলেন। ইকুনের প্রবোধ বচনে গান্ধীবী দেবীৰ শত পুল্লশোক বাড়িা উঠিল। তিনি শ্ৰীকৃষ্ণকে অভিশাপ দিলেন । পরে থারীতি মৃত দীপগণের সৎকাপ করা হল । যুধিষ্ঠির সিংহাসনে বসিয়াছেন। কিন্তু সিংহাসনে বসিয়ু তষ্ঠান শাস্তি নাই। যুদ্ধের বিভীষিকা, আত্মীয় স্বজনগণের নৃত্যু ঠাখার সদস্যকে পীড়। দিতেছিল। এইজন্স শ্রীকৃষ্ণের পরামশে অশ্বমেধ যজ্ঞ কর। স্থির হইল। অশ্বমেধের ঘোড়। ছাড়িয়া দেওয়া হইল। এই ঘোড়া মণিপুরে পৌছিলে, বক্রবাহনের সহিত অৰ্জ্জুনেব যুদ্ধ হইল। এই যুদ্ধে অর্জুন মোহাচ্ছন্ন হইলেন। নাগকন্ত। উলুপী আসিয়া অর্জনের জীবন বক্ষণ করিলেন। অর্জুন ঘঞ্জীয় অশ্ব লইয়। ফিবিয়া আসিলেন। যজ্ঞ পুর্ণ হইল । ইহার পর ধৃতরাষ্ট্রের জীবন বড় দুঃসই হইল । তিনি গান্ধারী, কুন্তী প্রভৃতির সহিত মহাপ্রস্থান করিলেন। এই সময়ে বিছরও দেহত্যাগ কবিলেন। এইবার যাদবগণের মধ্যে মাত্মকহ আরম্ভ হইল। এই আত্মকলহে সকলেই মারা গেল । কৃষ্ণবলরামও এই সময়ে দেহত্যাগ করিলেন। অৰ্জুন কৃষ্ণের শোকে কাতর হইয়া পড়িলেন। ব্যাসদেব আলিযা অর্জন প্রভৃতিকে উপদেশ দিয়া সংসারেব অনিত্যতা বুঝাইয়া দিলেন । কিছুদিন পর কৃষ্ণ বিরহে পাগুৰগণেব অার কিছুই ভাল লাগিতেছিল না। তাছার অর্জুনের পোত্র পরীক্ষিতের উপর রাজ্যভার দিয়৷ দ্রৌপদীকে লইয়া মহাপ্রস্থান করিলেন । একে একে সকলেই মৃত্যুমুখে পতিত হইলেন। যুধিষ্ঠিব মাত্র বাকি । বাজধানী হইতে বাহির হইবার সময় একটি কুকুর পাণ্ডবগণের সঙ্গে সঙ্গে আলিতেছিল। ঐ কুকুরটি কিন্তু সুধিষ্ঠিপের সঙ্গে সঙ্গে এখনও চলিতেছিল । ক্রমে স্বগ নিকট হইয়া আসিল । ইন্দ্রদেব রথ লইয়া যুধিষ্ঠিরের নিকটে আসিয়া রথে চড়িতে বলিলেন । ধামরাঙ্গ যুধিষ্টির—মহাপ্রস্থানের পথে কিন্তু সুধিষ্ঠির ঐ কুকুরকে না লইয়। কিছুতেই স্বর্গে প্রবেশ কবিতে চাছিলেন না। যুধিষ্ঠিরের এইরূপ কৰ্ত্তব্যপরায়ণতা দেখিলা ঐ কুকুর ধৰ্ম্মের রূপ ধারণ করিয়া বলিলেন, বৎস ! আমি তোমার কৰ্ত্তব্যপরায়ণতার পরীক্ষা কবিতেছিলাম। ধন্মের এই কথা শেষ হইতে না হইতেই দেবতাগণ যুধিষ্ঠিরকে লইয়। ইন্দ্রের সস্থিত দেবরথে চড়িয়া স্বৰ্গে চলিয়া গেলেন । እoog --