পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* শিশু-ভারতী -===+=+ দ্বীপের ইহা পশ্চিমাংশ। পরিমাণ ফল হইবে ২৪০,• • • বর্গ মাইল। ব্রহ্মদেশ এখন পৰ্য্যন্তও ভারত-সরকারের শাসনাধীন, শীঘ্রই উহা ভারতবর্ষ হইতে বিচ্ছিন্ন হইয়া স্বতন্ত্র প্রদেশে পরিণত হইবে। এ-দেশে অনেক ছোট ছোট রাজ্য আছে, সে সব রাজ্যগুলি ব্রিটিশ রাজপ্রতিনিধিদের উপদেশে দেশীয় রাজারা বা প্রধানেরা শাসন করেন । ব্ৰহ্মদেশের সীমানার কথা শোন । স্বদূর উত্তর সীমা-সম্বন্ধে তিব্বত ও চীনের মধ্যস্থিত সীমার সহিত ব্ৰহ্মদেশেরও এখন পৰ্য্যন্ত দৈর্ঘ্য হইতেছে ১,২০০ মাইল। আর আকিয়াব ( Akyab ) হইতে মিকাঙ্গ (Mekang ) পৰ্য্যন্ত ব্ৰহ্মদেশ প্রস্থে হইবে ৫০০ শত মাইল । ব্ৰহ্মদেশের পশ্চিমে এবং দক্ষিণ দিকে সমুদ্রের নীল জল আনন্দে নৃত্য করে। কোন কোন যায়গায় পাহাড় একেবারে সমুদ্র হইতে খাড়া উঠিয়াছে, সেই পাহাড়গুলি নানা বৃক্ষলতা-গুলো পরিপূর্ণ। ঐ সব পাহাড়ের গায়ে নানা অসভ্য জাতীয় লোকের বাস। সমুদ্রের মধ্যে অনেকগুলি ছোট ছোট দ্বীপ আছে । তাহাদের মধ্যে শাপুরি (Shapuri ) stoß নাফ ( Nauf) নদীর মোহানায় অবস্থিত। ইরাবতী নদীর বুকে সেগুন কাঠের ভেল। কোন মীমাংসা হয় নাই । তাতার সীমানির্দেশের জন্য এক “ব্রহ্ম চীন সীমান্ত নির্দেশ কমিশন” নিযুক্ত হইয়াছে। উত্তরপশ্চিম সীমা হইতেছে আসাম, মণিপুর এবং লুশাই পৰ্ব্বতশ্রেণী ; পশ্চিম সীমা বঙ্গোপসাগর ; দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, মার্তাবান সাগরশাখা (উপসাগর) এবং মালয় উপদ্বীপ। উত্তর-পূর্ব এবং পূর্ব সীমা হইতেছে য়ুনান, চীন-শান এবং লাওরাজ্য, ফরাসী-ইন্দোচীন এবং শুাম দেশ। ইরাবতী নদীর উৎস হইতে footfol o (Victoria Point ) তাহা ছাড়া বরোঙ্গা (Baronga) ñoow, Atzf... ( Ramri ), (5ạzi (Cheduba) z NIRİH7 (Manaung) প্রধান । ব্রহ্মদেশটি পাহাড়পৰ্ব্বতে পরিপূর্ণ। সমুদ্রতীরের অনেকটা স্থান জুড়িয়া সমতল ভূমি, সমতল ভূমির পশ্চাতে বন-জঙ্গলে ভরা পৰ্ব্বতশ্রেণী, সেই সব পাহাড়ের বুক হইতে অসংখ্য নদ-নদী আসিয়া সমুদ্রের জলে মিশিয়াছে। তীরের সমতল ভূমিতে ধানের চাষ। বৰ্ম্মীরা বলিতে পারেন— ‘এমন ধানেৰ উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে !" মাঝে মাঝে বস্তার জল তীর ছাপাইয়া চলে। ধান, সেগুন কাঠ, পেরেফিন ( মেটে তেল ), এবং রুবি-পাথর এদেশে প্রচুর মিলে। রেঙ্গুন সহর ব্রহ্মদেশের রাজধানী। সহরটি একেবারে আধুনিক। ইরাবতী २०४२ +++++++++