পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরে কৌশলে চোঙাটি ধরিয়া টানাটানি করে। এইরূপ করিতে করিতে যখন জহুটি ক্লাস্ত হইয়া জলহস্তীর ছানা পড়ে, তখন তাইকে ধরিধী মারিয়া ফেলা হব। এক একটি জন্তুর শীর হইতে দুইমণ-আডাইমণ চব্বি বাছিব হয় ; চামড়াও যেমন কাজে লাগে, ইহাদের ছাড়ও তেমনি নানা কাজে ব্যবহৃত হয়। ছিপে বা স্বাভাবিক ভাবে কত বৎসব বাচে, তাহ। ঠিক করিয়া বলা কঠিন। লণ্ডনেব চিড়িয়াখানায় ১৮৫০ খৃষ্টাৰে একটি হিপোকে বাচ্চ অবস্থায় রাখা হইয়াছিল, সেই জলহস্তীটি ১৮৭৮ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত বাচিয়া ছিল। তাই মনে হয় যে বক্ত অবস্থায় ইহাদের পবমায়ু বড় কম নছে। तिप्रब्रिग्रा अक्रलग्न दायनशैग्न छलश्री ५क जग८न जtश्tद्र! मञ्झरृभिद्र *ि*ttt* আফ্রিকার নদী-বহুল অংশে অধিক সংখ্যক জলহস্তী বাস করিত। প্রাচীন কালে রোম নগরে ২৯ খৃঃ পূৰ্ব্বান্ধ বা ৫৮ খৃ: পূৰ্ব্বাঙ্গে রোম সম্রাট অগাষ্টাসের (Augustus ) রাজত্বকালে একটি ছিপে ও পাঁচটি কুমীর রোমনগরীর মল্লভূমিতে দেখান হইয়াছিল। গ্রীক ঐতিহাসিক প্লিনি ( Pliny ) লিখিয়াছেন—"সেকালে রোমনগীরর যোদ্ধারা अजश्रटौद्र ककांज তাছাদের শিরঙ্গাশ এবং বন্ধন-রক্ষু হিপোর চামড়া দিয়া প্রস্তুত কবিত।” রোমসাম্রাজ্যের পতনেব সাত শত বৎসর পরে ইউরোপে ১৮৩০ খৃষ্টাব্দে লণ্ডন নগরের পশুশালায একটি জলহস্তী আনা হয়। ইছার আগে ইউরোপের আর কোথাও জলহস্তী নীত হয় নাই। পশ্চিম আফ্রিকায় এক জাতীয় ক্ষুদ্রাকার জলহস্তী দেখিতে পাওয়া যায়। সেগুলি ছয় ফিট লম্বা হয় এবং উচ্চে ছয় মাত্র ত্রিশ ইঞ্চি। এগুলিকে ৰলে লিৰেরিয়া অঞ্চলের জলহস্তী (Liberian hippopetamus), qofte vitavši stal শূকরের মত। ইহাদের পাগুলিও ছোট হয়। বামনীর জলছণ্ডীদের স্বভাবের সহিত সাধারণ জলহস্তীর প্রকৃতিরও অনেকটা তফাৎ আছে, ইহারা বড় একটা জলে থাকে না। এই জাতীয় প্রাণীরা দল বাধিয়া বিচরণ করে না। দুইটি দুইটি করিয়া জোড়া বধিয়া চলে, আর সাধারণ জলহু ঠীরা পালে পালে চরিয়া বেড়ায়। আফ্রিকা-ভ্রমণকারীদের মধ্যে প্রায় সকলেই লিখিয়াছেন-জলপথে যাইবার সময় জলহস্তীর সময় সময় এমন ভাবে পথরোধ করিয়া দাড়ায় এবং নৌকা ডুবাইয়া দিবার চেষ্টা করে যে, সতর্ক হইয়া না চলিলে বিপদে পড়িতে হয়। বেকার, লিভিংষ্টোন প্রভৃতি ভ্রমণকারীরা অনেকবার এইরূপ বিপদে পড়িয়াছেন। ২১০৯