পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী চায় না।” বিল সাইক্স্ তাহার লাল লাল চোখ পাকাইযা বলিয়া উঠিল, “বটে। পাজি ছেলে, বাড়ী যা বলিতেছি!” এই কথা বলিয়া দাতে দাত চাপিয়া অলিভারের হাত হইতে বই কয়খানা কাড়িয়া লইয়া উহা দ্বারা তাহাব মাথায় সজোরে এক ঘা বসাইয়া দিল। তারপর বইগুলাকে ছিড়িয়া-খুড়িয়া রাস্তাব একপাশে টান মারিয়া ফেলিয়া দিল। বিল্ সাইকৃসের রূক্ষ চেহারা দেখিয়া অলিভার তো ভয়ে একেবারে কঁাদ কঁাদ হইয়া গিয়াছিল । তারপর যখন ঐভাবে মার খাইল, তখন সে চোখে অন্ধকাব দেখিতে লাগিল। ঐবকম কৌশল কবিয়া বেচারী অলিভাবকে তাছাল প্রথমে হতভম্ব করিয়া দিল তারপর তাহাকে পাজাকোলা করিয়া ধরিয়া সেখান হইতে পালাইতে লাগিল । অলিভার অনেক কাদিয়া কাকুতি-মিনতি কবিল— তাহাদের হাত চইতে উদ্ধাব পাওযার জন্য বিস্তব চেষ্টা করিল, কিন্তু তাঙ্গতে কোন ফল ছয নাই। তাহাদেব মন পাযাণেব মত কঠিন-ছোটছেলের কণয়ায় কি উহা গলে ? ঘুরিয়া ফিবিয়া অলিভার আবার বুডো ফ্যাগিনের কবলে গিযা পড়িল । ব্রাউনলোর চাকববাকবেরা অনেকবাব বইযের দোকান পৰ্য্যস্ত গিয়া এবং বাস্তার এদিক-ওদিক সন্ধান করিয়াও অলিভাবের কোনও খোজ পাইল না। পাচমিনিট দশমিনিট করিষা কত ঘণ্টাই কাটিয়া গেল। বাউনৃলো বিষণ্ণ মুখে তাতব বাহিরেল ঘরে অলিভারেব অপেক্ষায বসিয়া বচিলেন। ক্রমে সন্ধ্যা হইল। রাস্তাব আলোগুলা এক একটা করিয়৷ জলিয়া উঠিল। কিন্তু অলিভার ফিরিয়া আসিল না ! অলিভারের চুরির দায়ে ধরা পড়া কয়েকদিন পবেই বিল সাইকস ও তাছাব এক বন্ধু একটা বাড়ীতে চুরি কবিতে যাইবে বলিয়া স্থিৰ করিল। একদিন গভীর অন্ধকাব রাত্রে তাড়াবা অলিভারকে সঙ্গে লইয়া বাহিব হইযা পডিল, আর তাহাকে শাসাইয়া দিয়া বলিল যে, সে যদি পথে কোনও গণ্ডগোল বাধায, তবে তাহারা তাহার মাথা একেবারে গুড়াইযা ফেলিবে । অলিভারকে টানিযা লইয়া তাছার, একথান বাড়ীর সামনে গিয়া পৌছাইল। বাড়ীখানা একটু নিৰ্জ্জনে—কাছাকাছি আর কোনও বাউী ছিল না। বিল সাইকৃস্ ও তাহার বন্ধু অলিভারকে সঙ্গে লইযা দেয়াল বাহিয়া বাহিয়া দোতলাব একটা জানালার সামনে গেল। জানালাটার একট। গরাদ অাব সার্গিগুল ভাঙিয়া বিলু ও তাহার বন্ধুটী অলিভাবেব হাতে একটী আলো ধরাইয। দিল। “...আর যদি দুষ্টামি করিসূতো পিস্তলের গুলি মারিয়া ८ठात्र भाथाद्र शृनि ऍप्लां★ग्रा निय !" তাবপর তাছাকে জানালা গলাইয়া ভিতরে ঢুকাইয দিয়া একটা পিস্তল উচাইয়া বলিল—“তুই আস্তে আস্তে গিয়া নীচের দরজার খিল খুলিয়া দে। তবে আমরা ঢুকিতে পারিব। আর २*२br